ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর – Geography Question Set in Bengali

Rate this post

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর – Geography Question Set in Bengali:

০১) ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত ?

উত্তর: আন্টার্টিকা

০২) শাল গাছ কি ?

উত্তর: পর্ণমোচি গাছ

০৩) মধ্যপ্রদেশে বক্সাইট ব্যবহৃত হয় কি উৎপাদন করতে ?

উত্তর: অ্যালুমিনিয়াম

০৪) নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্পের বাঁধ কোন নদীর উপর অবস্থিত ?

উত্তর: কৃষ্ণা নদী

০৫) কপিলধারা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ?

উত্তর: নর্মদা নদী

০৬) টুডু উপজাতি কোথায় দেখতে পাওয়া যায় ?

উত্তর: নীলগিরি পার্বত্য অঞ্চল

০৭) পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত ?

উত্তর: লোকোমোটিভ

০৮) ভারতের বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় কোন জায়গায় ?

উত্তর: লাক্ষাদ্বীপ

০৯) গঙ্গা নদী সমুদ্রে প্রবাহিত হয় কিসের মাধ্যমে ?

উত্তর: বদ্বীপের মাধ্যমে

১০) পশ্চিমবঙ্গের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা করা হয় কোন অঞ্চলে ?

উত্তর: হলদিয়া

১১) ভারতের প্রয়োজনীয় খনিজ তেলের কত শতাংশ আমদানি করা হয় ?

উত্তর: ৬৫ শতাংশ

১২) লাটুরের ভূমিকম্প হয়েছিল কিসের কারণে ?

উত্তর: অতিরিক্ত জলরাশির চাপে

১৩) ভারতের কোন রাজ্যে জনঘনত্বের হার সব থেকে বেশি ?

উত্তর: পশ্চিমবঙ্গ

১৪) পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে ঘোষণা করা হয় কত সালে ?

উত্তর: ১৯৮৯ সালে

১৫) এন্থেরা আসমা থেকে সংগৃহীত রেশম এর নাম কি ?

উত্তর: মুগা

১৬) বাঁকুড়ার মৃত্তিকা কি ধরনের ?

উত্তর: ল্যাটেরাইট মৃত্তিকা

১৭) হিমালয় পর্বত কি ধরনের পর্বত ?

উত্তর: ভঙ্গিল পর্বত

১৮) ভারত কার সহযোগিতায় RISAT -2 স্যাটেলাইট তৈরি করেছে ?

উত্তর: ফ্রান্স

১৯) তুলা চাষের জন্য উপযুক্ত মাটির নাম কি ?

উত্তর: রেগুর মৃত্তিকা

২০) ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে ?

উত্তর: ভারত এবং চীন

২১) ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত ?

উত্তর: আন্টার্টিকা

২২) ডানকান প্রণালী কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত ?

উত্তর: দক্ষিণন্দামান এবং ক্ষুদ্র আন্দামান

২৩) ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয় ?

উত্তর: অন্ধ্রপ্রদেশ

২৪) সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করেন মূলত কিসের মাধ্যমে ?

উত্তর: মাছ ধরে

২৫) লাদাখ অঞ্চলের কোন হিমালিয় শহরে মেঘ ফেটে আকাশমিক বন্যা ও বৃষ্টি হয় ?

উত্তর: লে

২৬) ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে কিসের উদ্দেশ্যে ?

উত্তর: হুগলি নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য

২৭) কোন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রকে ভারতের রূঢ় বলা হয় ?

উত্তর: দুর্গাপুর

২৮) পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্ত কোন রাজ্য ও দেশ অবস্থিত ?

উত্তর: আসাম ও বাংলাদেশ

২৯) হলদিয়া কিসের জন্য বিখ্যাত ?

উত্তর: পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র

৩০) কোন স্থানের অক্ষাংশ বলতে আমরা বুঝি ওই স্থানের কৌণিক দূরত্ব –

উত্তর: নিরক্ষরেখা সাপেক্ষ

৩১) ভারতের সেচের দ্বিতীয় বৃহত্তম উৎস কি ?

উত্তর: কূপ এবং নলকূপ

৩২) পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতে পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত ?

উত্তর: তরাই ও ডুয়ার্স

৩৩) পশ্চিমবঙ্গে চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল কোনটি ?

উত্তর: দার্জিলিং

৩৪) নিরক্ষরেখার মান কত?

উত্তর: শূন্য ডিগ্রী

৩৫) কোথায় পৃথিবীর গতিবেগ সবচেয়ে বেশি?

উত্তর: নিরক্ষরেখায়

৩৬) গ্রীনিচ সময় যন্ত্রের নাম কী?

উত্তর: ক্রনোমিটার।

৩৭)  অক্ষাংশ কাকে বলে?

উত্তর: ভূ-পৃষ্ঠের কোনো জায়গা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত একটি সোজা রেখা বা ব্যাসার্ধ টানলে ঐ রেখা নিরক্ষীয় তলের সঙ্গে যে কোণ তৈরি করে সেই কোণই হল সেই জায়গার অক্ষাংশ।

৩৮) প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি কত?

উত্তর: ৩৬০ ডিগ্রী

৩৯) কর্কটক্রান্তি রেখা কী?

উত্তর: নিরক্ষরেখার উত্তরে সাড়ে ২৩ ডিগ্রী কৌণিক দুরত্বে অঙ্কিত কাল্পনিক বৃত্তাকার রেখাকে কর্কটক্রান্তি রেখা বলে।

৪০) উত্তরগোলার্ধে কোন দিনটি কর্কটসংক্রান্তি?

উত্তর: ২১ শে জুন

৪১) ভারতের বিখ্যাত মহানগরী কোনটি ?

উত্তর: মুম্বাই

৪২) আফ্রিকার হর্ন / শিং  কোন দেশকে বলা হয় ?

উত্তর: সোমালিয়া

৪৩) পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত আগ্নেয়গিরির নাম কি ?

উত্তর: হাওয়াই দ্বীপের মৌনালোয়া

৪৪) ভারতের কোন মশলার দাম সবচেয়ে বেশি ?

উত্তর: জাফরান

৪৫) জাফরান ভারতের কোথায় পাওয়া যায় ?

উত্তর: (পামপুর ) কাশ্মীর

৪৬) বিশ্বের বৃহত্তম আম উৎপাদক দেশের নাম কি ?

উত্তর: ভারত

৪৭) ঝড়ের মেঘের আবহাওয়াবিদরা কি বলেন ?

উত্তর: কিউলোম্বাস

৪৮) বিশ্বের দক্ষিণতম শহর কোনটি ?

উত্তর: পুন্টা এরেনাস

৪৯) ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার ?

উত্তর: ৫৬৪ কিমি

৫০) ভারত থেকে ব্রহ্মদেশ কবে পৃথক হয় ?

উত্তর: ১৯৩৭ সালে

Leave a Comment