ভূগোলের SAQ প্রশ্ন উত্তর – Geography SAQ in Bengali

Rate this post

ভূগোলের SAQ প্রশ্ন উত্তর – Geography SAQ in Bengali: আজ 1000 ভূগোল প্রশ্ন উত্তর PDFটি আপনাদের প্রদান করছি, যেটিতে ভারতের ভূগোল বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বাংলা ভাষায় লিপিবদ্ধ রয়েছে। চাকরির পরীক্ষাতে অন্যান্য বিষয়ের মতোই ভূগোলও বেশ গুরুত্বপূর্ণ বিষয়। সেহেতু এই বিষয় থেকে প্রায় প্রতিটা পরীক্ষাতে প্রশ্ন আসে। 

ভূগোলের SAQ প্রশ্ন উত্তর – Geography SAQ in Bengali

  1. ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে?
    উত্তর: ম্যাকমোহন লাইন ভারত ও চিনের সীমানা নির্দেশ করে।
  2. পশ্চিমবঙ্গের কোন শহরে লোকোমোটিভ কারখানা গড়ে উঠেছে?
    উত্তর: পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জনে লোকোমোটিভ কারখানা গড়ে উঠেছে।
  3. সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
    উত্তর: শ্রীহরিকোটাতে সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র অবস্থিত।
  4. কোন নদী চ্যুতি ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
    উত্তর: নর্মদা ও তাপ্তি নদী চ্যুতি ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
  5. ভারতের বৃহত্তম সামুদ্রিক বন্দরের নাম কি?
    উত্তর: মুম্বাই বন্দর ভারতের বৃহত্তম সামুদ্রিক বন্দর।
  6. ভারতের ব্যস্ততম সড়ক পথের নাম কি?
    উত্তর: কলকাতা-দিল্লী গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ভারতের ব্যস্ততম সড়ক পথ।
  7. ভারতের কোন রাজ্যে সর্বাধিক সৌরশক্তি উৎপাদিত হয়?
    উত্তর: ভারতের গুজরাটে সর্বাধিক সৌরশক্তি উৎপাদিত হয়।
  8. চিকেন নেক পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
    উত্তর: চিকেন নেক উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত।
  9. তরাই শব্দের অর্থ কি?
    উত্তর: তরাই শব্দের অর্থ স‍্যাঁতসেঁতে ভূমি।
  10. সুন্দরবনের মানুষের প্রধান জীবিকা কি?
    উত্তর: সুন্দরবনের মানুষের প্রধান জীবিকা মৎস্য সংগ্রহ।
  11. কাকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়?
    উত্তর: ড. এম. এস. স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়।
  12. কোন ঋতুতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায়?
    উত্তর: শীত ঋতুতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায়।
  13. বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়?
    উত্তর: 21 শে মার্চ বিশ্ব অরণ্য দিবস পালিত হয়।
  14. পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির পরিমাণ সবচেয়ে কম?
    উত্তর: পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বনভূমির পরিমাণ সবচেয়ে কম (কলকাতা ও হাওড়া জেলা বনভূমিহীন)।
  15. পশ্চিমবঙ্গের কোথায় ধান গবেষণা কেন্দ্র রয়েছে?
    উত্তর: পশ্চিমবঙ্গের চুঁচুড়ায় ধান গবেষণা কেন্দ্র রয়েছে।
  16. ভারতের গ্লাসগো কোন শহরকে বলা হয়?
    উত্তর: হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয়।
  17. কুলিক পক্ষীনিবাস কোথায় গড়ে উঠেছে?
    উত্তর: উত্তর দিনাজপুরের রায়গঞ্জে কুলিক পক্ষীনিবাস গড়ে ঘটেছে।
  18. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব সূচিত হয়েছিল?
    উত্তর: তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব সূচিত হয়েছিল।
  19. পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বোৎকৃষ্ট চা চাষ করা হয়?
    উত্তর: দার্জিলিং জেলায় পশ্চিমবঙ্গের সর্বোৎকৃষ্ট চা চাষ করা হয়।
  20. ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি?
    উত্তর: উত্তরাখণ্ডের তেহরি জলবিদ্যুৎ কেন্দ্র ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।
  1. ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত?
    উত্তর: ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র গুজরাটের জামনগরে অবস্থিত।
  2. কোন পদ্ধতিতে ভারতের সর্বাধিক জলসেচ করা হয়?
    উত্তর: কূপ ও নলকূপ পদ্ধতিতে ভারতের সর্বাধিক জলসেচ করা হয়।
  3. দার্জিলিং পার্বত্য অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা দেখা যায়?
    উত্তর: দার্জিলিং পার্বত্য অঞ্চলে পডজল মৃত্তিকা দেখা যায়।
  4. পশ্চিমবঙ্গের উপকূলের প্রধান পর্যটন কেন্দ্রের নাম কি?
    উত্তর: দীঘা হল পশ্চিমবঙ্গের উপকূলের প্রধান পর্যটন কেন্দ্র।
  5. সিকিম কবে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়?
    উত্তর: 1975 সালে সিকিম ভারতের অঙ্গরাজ্য পরিণত হয়।
  6. কোন কেন্দ্রশাসিত অঞ্চল দুটি রাজ্যের রাজধানী?
    উত্তর: কেন্দ্রশাসিত অঞ্চল চন্ডীগড় পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের রাজধানী।
  7. ভারতের কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি?
    উত্তর: গুজরাট রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি।
  8. পশ্চিমবঙ্গের আর্দ্রতম জায়গা কোনটি?
    উত্তর: বক্সাদুয়ার হল পশ্চিমবঙ্গের আর্দ্রতম জায়গা।
  9. দক্ষিণ গঙ্গোত্রী গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
    উত্তর: দক্ষিণ গঙ্গোত্রী গবেষণা কেন্দ্র অ্যান্টার্কটিকায় অবস্থিত।
  10. অরুণাচল প্রদেশের পূর্ব নাম কি ছিল?
    উত্তর: অরুণাচল প্রদেশের পূর্ব নাম ছিল NEFA.
  11. পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশে অঞ্চল কি নামে পরিচিত?
    উত্তর: পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশে অঞ্চল তরাই ও ডুয়ার্স নামে পরিচিত।
  12. ভাষার ভিত্তিতে কোন রাজ্য প্রথম গঠিত হয়?
    উত্তর: ভাষার ভিত্তিতে অন্ধ্রপ্রদেশ রাজ্য প্রথম গঠিত হয়।
  13. পশ্চিমবঙ্গের কোন নদীর উপত্যকা গ্রস্ত উপত্যকা?
    উত্তর: পশ্চিমবঙ্গের দামোদর নদীর উপত্যকা হয় গ্রস্ত উপত্যকা।
  14. সুন্দরবনের সবচেয়ে বড় দ্বীপটির নাম কি?
    উত্তর: সাগরদ্বীপ হল সুন্দরবনের সবচেয়ে বড় দ্বীপ।
  15. ডানকান প্রণালী কোন দুটি দ্বীপের মাঝে অবস্থিত?
    উত্তর: ডানকান প্রণালী ক্ষুদ্র আন্দামান ও দক্ষিণ আন্দামান দ্বীপ দুটির মাঝে অবস্থিত।
  16. পশ্চিমবঙ্গের কোথায় পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে?
    উত্তর: পশ্চিমবঙ্গের হলদিয়ায় পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে।
  17. পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি?
    উত্তর: পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম ফারাক্কা NTPC.
  18. পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি?
    উত্তর: পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হল দক্ষিন 24 পরগনা।
  19. ভারতে কোন পর্বত প্রাচীনতম শিলা দিয়ে গঠিত?
    উত্তর: ভারতের আরাবল্লী পর্বত প্রাচীনতম শিলা দিয়ে গঠিত।
  20. কোন শহরকে ভারতের রূঢ় বলা হয়?
    উত্তর: দূর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয়।
  1. মুম্বাই ও পুনে শহর কোন গিরিপথের মাধ্যমে সংযুক্ত হয়েছে?
    উত্তর: মুম্বাই ও পুনে শহর ভোরঘাট গিরিপথের মাধ্যমে সংযুক্ত হয়েছে।
  2. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
    উত্তর: গুরুশিখর হল আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ।
  3. পশ্চিমবঙ্গের প্রাচীনতম লৌহ ইস্পাত কেন্দ্রের নাম কি?
    উত্তর: পশ্চিমবঙ্গের প্রাচীনতম লৌহ ইস্পাত কেন্দ্র হল পশ্চিম বর্ধমানের কুলটি।
  4. কোন মৃত্তিকায় তুলা চাষের উপযোগী?
    উত্তর: রেগুর মৃত্তিকায় তুলা চাষ ভালো হয়।
  5. ফারাক্কা বাঁধ নির্মাণের মূল উদ্দেশ্য কি?
    উত্তর: ফারাক্কা বাঁধ নির্মাণের মূল উদ্দেশ্য হল হুগলি নদীর জলের প্রবাহ বৃদ্ধি করা।
  6. পশ্চিমবঙ্গের দীর্ঘতম খালের নাম কি?
    উত্তর: মেদিনীপুর খাল হল পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল।
  7. কোন উপকূলে প্রথম মৌসুমী বিস্ফোরণ ঘটে?
    উত্তর: মালাবার উপকূলে প্রথম মৌসুমী বিস্ফোরণ ঘটে।
  8. ভাকরা-নাঙ্গাল নদী পরিকল্পনা কোন নদীতে গড়ে উঠেছে?
    উত্তর: ভাকরা-নাঙ্গাল নদী পরিকল্পনা শতদ্রু নদীতে গড়ে উঠেছে।
  9. ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?
    উত্তর: ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র দেরাদুনে অবস্থিত।
  10. ভারতের সবচেয়ে জনবহুল রাজ্যের নাম কি?
    উত্তর: ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য হল উত্তর প্রদেশ।

Leave a Comment