ভূগোল অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর – উচ্চ মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন উত্তর:
1. ওয়েগনারের মতে কোন যুগে আফ্রিকা থেকে দক্ষিণ আমেরিকার পৃথকীকরণ ঘটে?
উত্তর – ট্রিয়াসিক যুগে
2. চিনাবাদাম উৎপাদনে ভারতের উল্লেখযোগ্য রাজ্য গুলির নাম লেখ?
উত্তর – গুজরাট ও অন্ধ্রপ্রদেশ
3. IPCC কত সালে কোথায় স্থাপিত হয়?
উত্তর – 1988 সালে জেনেভায়।
4. বক্সাইট উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করে?
উত্তর – অস্ট্রেলিয়া
5. SOI এর কোয়াটার ইঞ্চ সিট বা ডিগ্রি সিট এর R.F কত?
উত্তর – 1:250000
6. কোন উপত্যকা বরাবর মিস্ট্রাল শীতল বায়ু প্রবাহিত হয়ে থাকে?
উত্তর – রোন নদীর উপত্যকা বরাবর
7. কত তারিখে সাধারণত মুম্বাইয়ে মৌসুমী বায়ুর আগমন ঘটে!
উত্তর – 10 জুন
8. Indian institute of tourism and travel management কোথায় অবস্থিত?
উত্তর – মধ্যপ্রদেশের গোয়ালিয়র
9. Three mile Island বিপর্যয় টি কিসের সাথে সম্পর্কিত?
উত্তর – পারমাণবিক বিপর্যয়
10. ইউরোপে ব্যবহৃত জিপিএস সিস্টেম টির নাম কি?
উত্তর – গ্যালিলিও
11. পৌর জনসংখ্যার পরিমাণ কত সালে পৃথিবীর মোট জনসংখ্যার 50% পেরিয়ে যাই?
উত্তর – 2009 সালে
12. কোন দেশ জলবিদ্যুৎ উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে?
উত্তর – চীন
13. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং কোথায় অবস্থিত?
উত্তর – উত্তরাখণ্ডের দেরাদুনে
14. ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার কোথায় অবস্থিত?
উত্তর – হায়দ্রাবাদে
15. ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প টি কোথায় অবস্থিত?
উত্তর – নাগার্জুন সাগর এ
16. ইউরোপের কোন দেশ জনসংখ্যা বিবর্তন তত্ত্বের শেষ পর্যায়ে অবস্থিত?
উত্তর – পর্তুগাল
17. Neo- tectonism বলতে কী বোঝায়?
উত্তর – কোয়াটারনারি ও টার্সিয়ারি যুগে সংঘটিত মহীভাবক ও গিরিজনি আলোড়ন গুলিকে Neo- tectonism বলে।
18. বিমান চলাচলের গতি প্রকৃতি বুঝতে রাডার সিস্টেমে কোন তরঙ্গ ব্যবহার করা হয়?
উত্তর – Micro waves
19. GPS এর মাধ্যমে কোন বস্তুর অবস্থান নির্ণয় করতে সর্বনিম্ন কয়টি স্যাটেলাইট প্রয়োজন হয়?
উত্তর – চারটি
20. ভারতের কোন কোন রাজ্য বায়ু শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে?
উত্তর – তামিলনাড়ু ও গুজরাট
21. কালি ও শতদ্রু নদীর মধ্যবর্তী হিমালয়ের অংশ কি নামে পরিচিত?
উত্তর – কুমায়ুন হিমালয়
22. সম্ভাবনাবাদ এর সমর্থনকারী ভৌগোলিক দের নাম উল্লেখ করো?
উত্তর – ভিদাল, ব্রুনেস।
23. পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতের কোন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র স্থাপিত হয়?
উত্তর – বোকারো
24. ভারতে মোট কতগুলি রেলওয়ে জোন রয়েছে?
উত্তর – 16 টি
25. international projection কোন প্রজেকশন এর রূপান্তরিত রূপ?
উত্তর – polyconic projection
26. সোভিয়েত ইউনিয়নে কোন জিপিএস সিস্টেম ব্যবহার করা হয়?
উত্তর – GLANOSS
27. GIS এর জনক কাকে বলা হয়?
উত্তর – টমলিনসন কে
28. কোন দেশে সবচেয়ে বেশি খনিজ তেল সঞ্চিত হয়েছে?
উত্তর – ভেনেজুয়েলায়
29. GAGAN GPS সিস্টেম টি কোন দেশের?
উত্তর – ভারতের
30. জাতীয় দুগ্ধ গবেষনা কেন্দ্রটি কোথায় অবস্থিত?
উত্তর – Karnal
31. ভারতের জিপিএস সিস্টেম এ কতগুলো স্যাটেলাইট ব্যবহার করা হয়?
উত্তর – 7 টি
32. ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে আরাবল্লী পর্বত বিস্তৃত হয়েছে?
উত্তর – গুজরাট, রাজস্থান, হরিয়ানা ও দিল্লি
33. ডেভিস কোন অঞ্চল পর্যবেক্ষণ এর মাধ্যমে তার স্বাভাবিক ক্ষয়চক্র ধারণা প্রদান করেন?
উত্তর – দক্ষিণ আফ্রিকা
34. টপশিট ম্যাপে কোন প্রজেকশন ব্যবহার করা হয়?
উত্তর – Polyconic projection
35. ফেল্ডসপার আবহবিকার গ্রস্থ হয়ে কোন কোন খনিজ উৎপন্ন করে?
উত্তর – কর্দম কণা, আয়রন অক্সাইড ও সিলিকা।
36. হাজার 992 সালের বসুন্ধরা সম্মেলন এর conservation of biodiversity act এ কোন দেশ স্বাক্ষর করেছিল না?
উত্তর – আমেরিকা যুক্তরাষ্ট্র
37. জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য কোন কোন আন্তর্জাতিক প্রটোকল স্বাক্ষরিত হয়?
উত্তর – কার্টেজিনা প্রটোকল ও নাগোয়া প্রটোকল।
38. প্রবেশ্য রূপান্তরিত শিলার উদাহরণ দাও?
উত্তর – নিস
39. Ring of Fire এর ধারণাটি কে দেন?
উত্তর – হুগো বেনিওফ, 1940
40. পৃথিবীর দীর্ঘতম বেলে পাথরের গুহা কোথায় অবস্থিত?
উত্তর – মেঘালয়ের ক্রেম পুরি গুহা
41. ভারতের কোন রাজ্যে প্রচুর পরিমাণে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে?
উত্তর – অন্ধ্রপ্রদেশ
42. বান সাগর প্রকল্পটি কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তর – মধ্যপ্রদেশের শোন নদীর উপর
43. সিরহিন্দ খাল টি কোন নদীর সাথে যুক্ত রয়েছে?
উত্তর – শতদ্রু নদী
44. GPS স্যাটেলাইট গুলির উচ্চতা কত হয়?
উত্তর – 20000 কিমি
45. গন্ড আদিবাসী গোষ্ঠীর বসতি কোথায় লক্ষ্য করা যায়?
উত্তর – ছত্তিশগড়ের বাস্টার অঞ্চলে
46. পৃথিবীর গভীরতম স্বাদু জলের হ্রদের নাম কি?
উত্তর – বৈকাল হ্রদ
47. স্বাভবিক প্রোতাশ্রয় যুক্ত ভারতের বৃহত্তম বন্দর কোনটি?
উত্তর – মহারাষ্ট্রের জহরলাল নেহেরু বন্দর।
48. বিশ্বের কোন দেশে বয়স্ক জনসংখ্যার পরিমাণ সবচেয়ে বেশি?
উত্তর – জাপান
49. উল্কাপিন্ড গুলি বায়ুমণ্ডলের কোন স্তরে এসে ধ্বংস হয় যায়?
উত্তর – মেসোস্ফিয়ার এ
50. নিরক্ষীয় পশ্চিমা বায়ু সৃষ্টির কারণ কি ?
উত্তর – বায়ুচাপ বলয়ের মেরুমুখী সরন।
51. UN কত সালকে আন্তর্জাতিক জনসংখ্যা বর্ষ হিসেবে ঘোষিত করে?
উত্তর – 1974
52. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতের জাতীয় জনসংখ্যা নীতি ঘোষিত হয়?
উত্তর – নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
53. United Nation কত বছর বয়সী জনসংখ্যাকে Young population হিসাবে বর্ণনা করে?
উত্তর – 15 থেকে 24 বছর বয়সী জনসংখ্যাকে
54. Pro natalist জনসংখ্যা নীতি বলতে কী বোঝায়?
উত্তর – যে জনসংখ্যা নীতিতে সরকার দ্বারা অধিক সন্তান গ্রহণে উৎসাহ প্রদান করা হয়, তাকে Pro natalist জনসংখ্যা নীতি বলে। ইউরোপীয় দেশগুলোতে এ ধরনের নীতি গ্রহণ করা হয়।
55. উত্তর আমেরিকার ক্যাসকেড রেঞ্জ কোন দুটি পাতের চলন এর ফলে সৃষ্টি হয়েছে?
উত্তর – উত্তর আমেরিকান পাতের নিচে জুয়ান ডি ফুকা পাতের অবনমনের ফলে ক্যাসকেড রেঞ্জ সৃষ্টি হয়েছে।
56. সর্বনিম্ন তাপমাত্রা বায়ুমন্ডলের কোন স্তরে লক্ষ্য করা যায়?
উত্তর – মেসোস্ফিয়ার এ
57. Atmospheric Window এর ব্যাস কত?
উত্তর – 8 থেকে 13 মাইক্রো মিটার ( according to Chorley)
58. সূর্য রশ্মির বিচ্ছুরণ কখন ঘটে?
উত্তর – বায়ুতে ভাসমান ধূলিকণা গুলির ব্যাস যখন সূর্য থেকে আগত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় ছোট হয় তখন সূর্য রশ্মির বিচ্ছুরণ ঘটে।
59. ভারতের কোন মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে?
উত্তর – জুলাই মাসে
60. আবহাওয়া সম্পর্কে তথ্য প্রদানকারী স্যাটেলাইট গুলির নাম লেখ?
উত্তর – INSAT- 1, Meteosat, NOAA
61. GOES কোন দেশের স্যাটেলাইট?
উত্তর – আমেরিকা যুক্তরাষ্ট্র
62. বৃষ্টির জলকনার পরিধি কত হয়?
উত্তর – 0.5 mm to 2 mm
63. 0.5 mm এর কম পরিধি যুক্ত জলকণা গুলিকে কি বলে?
উত্তর – drizzle বা গুড়িগুড়ি বৃষ্টি
64. কোন কোন বায়ুর আরেক নাম উপত্যকা বায়ু?
উত্তর – অ্যানাবেটিক বায়ুর
65. ক্যাটাবেটিক বায়ুর অপর নাম কী?
উত্তর – পার্বত্য বায়ু
66. Nor easters কী?
উত্তর – উত্তর আমেরিকার পূর্ব উপকূল বরাবর প্রবাহিত শক্তিশালী মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাত nor’easters নামে পরিচিত।
67. অ্যালবেডো পরিমাপক স্কেলের মান কত?
উত্তর – 0 থেকে 1
68. নদী মধ্যবর্তী অস্থায়ী চর গুলি কে কি বলা হয়?
উত্তর – Ait
69. শুষ্ক নদী উপত্যকা দক্ষিণ-পশ্চিমে আমেরিকা যুক্তরাষ্ট্রে কি নামে পরিচিত?
উত্তর – অ্যারোস (Arroyos)
70. Exotic stream বলতে কি বোঝ?
উত্তর – মূলত যে নদী গুলি তাঁর সুদীর্ঘ গতিপথে মরু অঞ্চলে ক্ষয় কাজ করতে সক্ষম হয় তাদের এক্সোটিক নদী বলে। যেমন – নীলনদ, সিন্ধু, মারে ও কলোরাডো নদী।
71. সুলতানপুর পক্ষীনিবাস টি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর – হরিয়ানা
72. পেডোক্যাল ও পেডালফার শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর – মারবাট
73. মহারাষ্ট্রের লুনার লেক কিভাবে সৃষ্টি হয়েছে?
উত্তর – উল্কাপাতের ফলে
74. superimposed profile এর দ্বারা কি বোঝা যায়?
উত্তর – ভূমিরূপের চক্রাকার প্রকৃতি সম্পর্কে বোঝা যায়
75. শতদ্রু নদী কোন গিরিপথ দিয়ে তিব্বত থেকে ভারতে প্রবেশ করেছে?
উত্তর – শিপকি লা পাশ দিয়ে
76. ভারতের পিটসবার্গ কাকে বলা হয়?
উত্তর – জামশেদপুর কে
77. কোন ধরনের পিলেজিক সঞ্চয়ের পরিমাণ সবচেয়ে বেশি?
উত্তর – লোহিত কর্দম
78. ভারতের কোন রাজ্যের আদিবাসী জনসংখ্যার পরিমাণ সবচেয়ে বেশি?
উত্তর – মধ্যপ্রদেশ
79. সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তর – আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।
80. মেসাবি লৌহ ইস্পাত উৎপাদক অঞ্চল টি কোন দেশে অবস্থিত?
উত্তর – আমেরিকা যুক্তরাষ্ট্র
81. কোন কোন নদী তিব্বত থেকে উৎপন্ন হয়েছে?
উত্তর – ব্রহ্মপুত্র, সিন্ধু, শতদ্রু নদী
82. Finger Lake কোন ধরনের বহির্জাত শক্তির কাজের ফলে সৃষ্টি হয়?
উত্তর – হিমবাহ
83. ভারতের ফলের ঝুড়ি কোন রাজ্য কে বলা হয়?
উত্তর – হিমাচল প্রদেশ