বিভিন্ন প্রাণীর গর্ভকাল তালিকা: গর্ভকাল (Gestation) হচ্ছে গর্ভসঞ্চার থেকে প্রসব অবধি বিস্তৃত নয় মাস সময় কাল; যখন জরায়ুতে ভ্রুণ ও প্রভ্রুণ বিকশিত হয়। স্তন্যপায়ী প্রাণী মাত্রই গর্ভ কালের সময় অতিক্রম করে জন্মগ্রহণ করে থাকে। তবে স্তন্যপায়ী নয় এমন কিছু প্রাণীতেও এমনটা দেখা যায়। গর্ভকালীন সময়ে স্তন্যপায়ী প্রাণীদের এক বা একাধিকবার একই সময় গর্ভকাল দেখা যেতে পারে। যেমনঃ বহু জন্মের ক্ষেত্রে।
জীবন বিজ্ঞানের অংশ হিসাবে বিভিন্ন প্রাণীর গর্ভকাল তালিকা PDFটি নিয়ে হাজির হলাম। বিভিন্ন পরীক্ষাতে মানুষের গর্ভকাল কতদিন? ঘোড়ার গর্ভকাল কত দিন?-এইভাবে প্রশ্ন আসে। তাই আমরা এই টপিকের উপর এই পিডিএফটি বানিয়ে দিলাম, যেটি আপনাদের খুবই কাজে আসবে পরীক্ষার প্রস্তুতিতে। প্রানীদের গর্ভকালকে ইংরাজিতে ‘Gestation Period ‘ বা Pregnancy Period-ও বলা হয়ে থাকে। এটি বাংলা জিকেরও অন্যতম একটি অধ্যায়।
বিভিন্ন প্রাণীর গর্ভকাল তালিকা – Gestation Period of Animals
নং | প্রাণীর নাম | গর্ভকাল (গড় দিন) |
---|---|---|
১ | মানুষ | ২৬৬ |
২ | আফ্রিকান হাতি | ৬৪৫ |
৩ | ইঁদুর | ১৯ |
৪ | উট | ২৬০-৪২০ |
৫ | এশিয়ান হাতি | ৬১৭ |
৬ | কাঠবেড়ালি | ৩০-৪০ |
৭ | কুকুর | ৬১ |
৮ | ক্যাঙ্গারু | ৪২ |
৯ | খরগোশ | ৩২ |
১০ | গন্ডার | ৪৫০ |
১১ | গরিলা | ২৫৫-২৬০ |
১২ | গরু | ২৭৯-২৯২ |
১৩ | গাধা | ৩৬৫ |
১৪ | গিনিপিগ | ৫৬-৭৪ |
১৫ | ঘোড়া | ৩৩০-৩৪২ |
১৬ | চিতাবাঘ | ৯২-৯৫ |
১৭ | ছাগল | ১৪৫-১৫৫ |
১৮ | জলহস্তি | ২২৫-২৫০ |
১৯ | জিরাফ | ৪২০-৪৫০ |
২০ | জেব্রা | ৩৬১-৩৯০ |
২১ | ডলফিন | ২৭৬ |
২২ | তিমি | ৪৮০-৫৯০ |
২৩ | নেকড়ে | ৬০-৬৮ |
২৪ | বাইসন | ২১৭ |
২৫ | বাঘ | ১০৫-১১৩ |
২৬ | বানর | ১৬৪ |
২৭ | বিড়াল | ৬৪ |
২৮ | ভাল্লুক | ২২০ |
২৯ | ভেড়া | ১৪৪-১৫১ |
৩০ | মহিষ | ২৮১-৩৩৪ |
৩১ | শিয়াল | ৫২ |
৩২ | শীল | ৩৩০ |
৩৩ | শূকর | ১১২-১১৫ |
৩৪ | সিংহ | ১০৮ |
৩৫ | হরিন | ২০১ |
৩৬ | হাঙ্গর | প্রায় ৭২০ |