বিভিন্ন প্রাণীর গর্ভকাল তালিকা – Gestation Period of Animals

Rate this post

বিভিন্ন প্রাণীর গর্ভকাল তালিকা: গর্ভকাল (Gestation) হচ্ছে গর্ভসঞ্চার থেকে প্রসব অবধি বিস্তৃত নয় মাস সময় কাল; যখন জরায়ুতে ভ্রুণ ও প্রভ্রুণ বিকশিত হয়। স্তন্যপায়ী প্রাণী মাত্রই গর্ভ কালের সময় অতিক্রম করে জন্মগ্রহণ করে থাকে। তবে স্তন্যপায়ী নয় এমন কিছু প্রাণীতেও এমনটা দেখা যায়। গর্ভকালীন সময়ে স্তন্যপায়ী প্রাণীদের এক বা একাধিকবার একই সময় গর্ভকাল দেখা যেতে পারে। যেমনঃ বহু জন্মের ক্ষেত্রে।

জীবন বিজ্ঞানের অংশ হিসাবে বিভিন্ন প্রাণীর গর্ভকাল তালিকা PDFটি নিয়ে হাজির হলাম। বিভিন্ন পরীক্ষাতে মানুষের গর্ভকাল কতদিন? ঘোড়ার গর্ভকাল কত দিন?-এইভাবে প্রশ্ন আসে। তাই আমরা এই টপিকের উপর এই পিডিএফটি বানিয়ে দিলাম, যেটি আপনাদের খুবই কাজে আসবে পরীক্ষার প্রস্তুতিতে। প্রানীদের গর্ভকালকে ইংরাজিতে ‘Gestation Period ‘ বা Pregnancy Period-ও বলা হয়ে থাকে। এটি বাংলা জিকেরও অন্যতম একটি অধ্যায়।

বিভিন্ন প্রাণীর গর্ভকাল তালিকা – Gestation Period of Animals

নংপ্রাণীর নামগর্ভকাল (গড় দিন)
মানুষ২৬৬
আফ্রিকান হাতি৬৪৫
ইঁদুর১৯
উট২৬০-৪২০
এশিয়ান হাতি৬১৭
কাঠবেড়ালি৩০-৪০
কুকুর৬১
ক্যাঙ্গারু৪২
খরগোশ৩২
১০গন্ডার৪৫০
১১গরিলা২৫৫-২৬০
১২গরু২৭৯-২৯২
১৩গাধা৩৬৫
১৪গিনিপিগ৫৬-৭৪
১৫ঘোড়া৩৩০-৩৪২
১৬চিতাবাঘ৯২-৯৫
১৭ছাগল১৪৫-১৫৫
১৮জলহস্তি২২৫-২৫০
১৯জিরাফ৪২০-৪৫০
২০জেব্রা৩৬১-৩৯০
২১ডলফিন২৭৬
২২তিমি৪৮০-৫৯০
২৩নেকড়ে৬০-৬৮
২৪বাইসন২১৭
২৫বাঘ১০৫-১১৩
২৬বানর১৬৪
২৭বিড়াল৬৪
২৮ভাল্লুক২২০
২৯ভেড়া১৪৪-১৫১
৩০মহিষ২৮১-৩৩৪
৩১শিয়াল৫২
৩২শীল৩৩০
৩৩শূকর১১২-১১৫
৩৪সিংহ১০৮
৩৫হরিন২০১
৩৬হাঙ্গরপ্রায় ৭২০

Leave a Comment