26th এপ্রিল 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Gk And Current Affairs 26th April 2023 @gksolve.in

Rate this post

26th এপ্রিল 2023 কারেন্ট অ্যাফেয়ার্স: It is very important for all WBPSC exams like WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, Food SI, etc, and also for other exams like Rail, Bank, Staff Selection Commission, IB, and LIC exams. gksolve.in provides Gk And Current Affairs 26th April 2023 @gksolve.in (26th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স) for all competitive exams.

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

আরও ডাউনলোড করুন:

26th এপ্রিল 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Gk And Current Affairs 26th April 2023 @gksolve.in

1. প্রতিবছর 25 শে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়, এবছরের থিম – Time to deliver zero malaria: invest, innovate, implement, ভারতের টেকনোলজিক্যাল হাব বেঙ্গালুরু তে 25 শে এপ্রিল Zero Shadow Day পালিত হলো।

2. উত্তরাখণ্ডের মানা গ্রামকে ‘ভারতের প্রথম গ্রাম’ হিসেবে সাইনবোর্ড লাগালো BRO.

3. নিউইয়র্ক সিটির নবগঠিত জাস্টিস অ্যাডভাইজারি বোর্ডের সদস্য হিসেবে ভারতীয়-বংশোদ্ভূত উদয় তাম্বর কে নিযুক্ত করা হলো।

4. দিল্লীতে ভারত সরকার G20 পার্ক গড়ে তুলতে চলেছে, এটির থিম হবে – ‘One Earth, One Family, One Future’.

5. দূরবর্তী স্থানের মধ্যে সংযোগ বাড়াতে সিভিল এভিয়েশন মন্ত্রক ‘UDAN 5.0’ লঞ্চ করলো।

6. ইসরোর PSLV – C55 সফলভাবে 2 টি সিঙ্গাপুরের স্যাটেলাইট কে পৃথিবীর কক্ষপথে স্থাপন করলো।

7. 2025 সালের মধ্যে মঙ্গোলিয়া তে প্রথম অয়েল রিফাইনারি স্থাপন করতে চলেছে ভারত।

8. কোচিতে ভারতের প্রথম Water Metro এর শুভ সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

9. সুদান থেকে ভারতীয়দের সরিয়ে আনতে ভারত সরকার ‘অপারেশন কাবেরী’ লঞ্চ করলো।

10. পাকিস্তানি-কানাডিয়ান সাংবাদিক Tarek Fatah 73 বছর বয়সে প্রয়াত হলেন।

আরও পড়ুন:

Leave a Comment