বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10th সেপ্টেম্বর 2023 | Gk Current Affairs 10th September 2023

Rate this post

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10th সেপ্টেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gk Current Affairs 10th September 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10th সেপ্টেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Gk Current Affairs 10th September 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10th সেপ্টেম্বর 2023 | Gk Current Affairs 10th September 2023

1. ভারতের সভাপতিত্বে G20 এর স্থায়ী সদস্য হল আফ্রিকান ইউনিয়ন।

2. ট্রান্সজেন্ডার কমিউনিটির জন্য পেনশন এবং OBC স্ট্যাটাস এর মান্যতা দিল ঝাড়খন্ড মন্ত্রী পরিষদ।

3. ভিজিটরদের জন্য G20 ইন্ডিয়া মোবাইল অ্যাপ লঞ্চ করলো ভারত সরকার।

4. জি-20 সামিটের আগে ইউএস রাষ্ট্রপতি জো বিডেন এর সাথে দ্বিপাক্ষিক মিটিং সম্পন্ন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

5. আরব সাগরে ভারত ও ফ্রান্সের মধ্যে 21 তম দ্বিপাক্ষিক নৌ-অনুশীলন ‘Varuna – 2023’ সম্পন্ন হলো।

6. মহিলা ফ্যাশন ব্র্যান্ড W অনুষ্কা শর্মাকে ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করলো।

7. 37 তম ন্যাশনাল গেমসের জন্য গোয়া রাজ্যপাল পি এস শ্রীধরণ পিল্লাই ‘মশাল’ লঞ্চ করলেন।

8. দেশের প্রথম আন্ডার-গ্রাউন্ড পাওয়ার ট্রান্সফর্মার বেঙ্গালুরুতে বসানো হলো।

9. উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপর একটি বই প্রকাশিত হল যার শিরোনাম ‘Ajay to Yogi Adityanath’.

10. গত 8 ই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হলো, এবছরের থিম – ‘Prevention and Management of Osteoarthritis’.

আরও পড়ুন:

Leave a Comment