কারেন্ট অ্যাফেয়ার্স 15th আগস্ট 2023 | Gk Current Affairs 2023 15th August

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 15th আগস্ট 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gk Current Affairs 2023 15th August থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 15th আগস্ট 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে কারেন্ট অ্যাফেয়ার্স 15th আগস্ট 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 15th আগস্ট 2023 | Gk Current Affairs 2023 15th August

1. গুজরাটের গান্ধীনগরে প্রথম WHO ট্রাডিশনাল মেডিসিন গ্লোবাল সামিট অনুষ্ঠিত হতে চলেছে।

2. দেশজুড়ে প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধী কেন্দ্র গড়ে উঠতে চলেছে।

3. ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট এবং দীনদয়াল অন্ত্যদয় যোজনা – ন্যাশনাল রুরাল লাভলিহুড মিশন জোটবদ্ধ হয়ে ‘ODOP Wall’ লঞ্চ করল।

4. ইন্ডিয়া মাইক্রোসাইটের ট্রাভেলর ম্যাপ লঞ্চ করতে চলেছে MakeMyTrip এবং মিনিস্ট্রি অফ ট্যুরিজম।

5. UPI ব্যবহার এবং নিরাপত্তা সচেতনতার জন্য NPCI ‘UPI Chalega 3.0’ ক্যাম্পেইন লঞ্চ করল।

6. গত 13 ই আগস্ট বিশ্ব অঙ্গ দান দিবস (এবছরের থিম – Step up to volunteer; need more organ donors to fill the lacunae) এবং আন্তর্জাতিক বাঁহাতি দিবস (এবছরের থিম – Left-Handers in Sports) পালিত হল।

7. ভারতীয় এয়ারফোর্স সম্প্রতি Heron Mark 2 ড্রোনকে অন্তর্ভুক্ত করলো।

8. PMAY-G কনভারজেন্স এর অধীনে Kupwara ‘বেস্ট পারফর্মার ডিস্ট্রিক্ট আওয়ার্ড’ জিতলো।

9. মধ্যপ্রদেশে Sant Ravidas মন্দিরের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

10. আমেরিকান গল্ফ খেলোয়াড় Lilia Vu ওমেন’স ব্রিটিশ ওপেন 2023 খেতাব জিতলেন।

আরও পড়ুন:

Leave a Comment