জিকে প্রশ্নোত্তর – GK Questions and Answers:
১. জে কে রাউলিং কোন কাল্পনিক চরিত্রের স্রষ্টা ?
উত্তর. হ্যারি পটার
২. পদাতিক কাব্যগ্রন্থ কার লেখা ?
উত্তর. সুভাষ মুখোপাধ্যায়
৩. ইতালি সাহিত্যিক কার্লো কলোডি কোন চরিত্রের স্রষ্টা ?
উত্তর. পিনোচ্চিও
৪. নষ্টনীড় কবিতাটি কার লেখা ?
উত্তর. সমর সেন
৫. বরাহমিহির রচিত গ্রন্থের নাম কি ?
উত্তর. বৃহৎসংহিতা এবং পঞ্চসিদ্ধান্তিকা
৬. বিমল কর সৃষ্ট গোয়েন্দার নাম কি ?
উত্তর. কিঙ্কর কিশোর রায়
৭. প্রথম বাংলা ধারাবাহিক ‘তেরো পার্বণ’ এর কাহিনীকার কে ছিলেন ?
উত্তর. সমরেশ মজুমদার
৮. বাংলা ভাষায় চতুর্দশপদী কবিতা (সনেট) কে প্রথম রচনা করেন ?
উত্তর. মাইকেল মধুসূদন দত্ত
৯. ইয়ান ফ্লেমিং কোন চরিত্রের স্রষ্টা ?
উত্তর. জেমস বন্ড
১০. ‘হু কিলড ড্যানিয়েল পার্ল’ গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর. বার্নাড হেনরি লেভি
১১. টারজান চরিত্রটি কার সৃষ্টি ?
উত্তর. এডগার রাইস বারোজ
১২. ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ কাব্যগ্রন্থের জন্য কোন লেখকের ‘জ্ঞানপীঠ’ পুরস্কার পান ?
উত্তর. বিষ্ণু দে (১৯৭১)
১২. ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ প্রহসন কার লেখা ?
উত্তর. মাইকেল মধুসূদন দত্ত
১৩. ‘A Suitable Boy’ বইটি কার লেখা ?
উত্তর. বিক্রম সেট
১৪. বিদ্যাসাগর ‘কস্যচিত উপযুক্ত ভাইপোস্য’ ছদ্মনাম নিয়ে কি কি রচনা করেছিলেন ?
উত্তর. অতি অল্প হইল (১৮৭৩), আবার অতি অল্প হইল (১৮৭৩), ব্রজবিলাস (১৮৮৪)
১৫. মধুসূদন সৃষ্ট ছন্দের নাম কি ?
উত্তর. অমিত্রাক্ষর ছন্দ
১৬. অমিত্রাক্ষর ছন্দের অনুসৃত ছন্দের নাম কি ?
উত্তর. এই ছন্দের অনুসৃত চন্দ্রের নাম গৈরিশ ছন্দ, মুক্তক ছন্দ
১৭. দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের এর নাম কি ?
উত্তর. The indigo planting mirror
১৮. কে এই ইংরেজি অনুবাদ করেছিলেন ?
উত্তর. মাইকেল মধুসূদন দত্ত
১৯. বিদ্যাপতি কার সভাকবি ছিলেন ?
উত্তর. মিথিলার রাজা শিবসিংহের
২০. কার অনুরোধে কাজী নজরুল ইসলাম ‘কান্ডারী হুশিয়ার’ লিখেছিলেন ?
উত্তর. নেতাজি সুভাষচন্দ্র বসু
২১. কোন দেশে সনেটের উৎপত্তি হয় ?
উত্তর. ইতালি
২২. বঙ্গীয় সাহিত্য সম্মেলন এর প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন ?
উত্তর. রবীন্দ্রনাথ ঠাকুর
২৩. সত্যজিৎ রায়ের ‘তিন কন্যা’এর তিনটি গল্পের নাম কি কি ?
উত্তর. পোস্টমাস্টার, মনিহারা, এবং সমাপ্তি
২৪. ঈশপের গল্পের প্রথম অনুবাদ কে করেছিলেন ?
উত্তর. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২৫. যে অভিনেত্রী শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ পেয়েছিলেন তার নাম কি ?
উত্তর. নটী বিনোদিনী