31st জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Gk Today Bengali 31st July 2023

Rate this post

31st জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gk Today Bengali 31st July 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 31st জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Gk Today Bengali 31st July 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

31st জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Gk Today Bengali 31st July 2023

1. ভারতের প্রথম ফিশারি অটল ইনকিউবেশন সেন্টার কেরলে গড়ে উঠতে চলেছে।

2. Atal Beemit ব্যক্তি কল্যাণ যোজনার সময়সীমা 2 বছরের জন্য 2024 এর 30 শে জুন পর্যন্ত বাড়ালো কেন্দ্রীয় সরকার।

3. ব্রিটেনের best-dressed পার্সোনালিটি ফর 2023 তালিকায় শীর্ষস্থান অধিকার করল Akshata Murty.

4. রাজস্থানে আরবান সার্ভিস বৃদ্ধির জন্য ভারত এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) এর মধ্যে $200 mn লোন চুক্তি হল।

5. প্রতিবছর 30 শে জুলাই World Day against Trafficking in Persons পালিত হয়।

6. দক্ষিণ কোরিয়াতে অনুষ্ঠিত ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2023 এ 17 টি মেডেল (সোনা – 6, রুপা – 6 এবং ব্রোঞ্জ – 5) সহ ভারত দ্বিতীয় স্থান অধিকার করল।

7. 417 কোটি টাকা দিয়ে RBL ব্যাংকের 3.53% শেয়ার কিনলো মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা।

8. মুম্বাইয়ের Byculla রেলওয়ে স্টেশন UNESCO এর এশিয়া প্যাসিফিক কালচারাল হেরিটেজ আওয়ার্ড জিতলো।

9. এন এস বিশ্বনাথন কে অ্যাক্সিস ব্যাংকের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে নিযুক্ত করা হল।

10. ভারত এবং মালয়েশিয়ার মধ্যে মিলিটারি সহযোগিতার উপর 10ম সাব কমিটি মিটিং নতুন দিল্লীতে অনুষ্ঠিত হল।

আরও পড়ুন:

Leave a Comment