কারেন্ট অ্যাফেয়ার্স 11th মে 2024 | Gksolve Bengali Current Affairs 11th May 2024

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 11th মে 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolve Bengali Current Affairs 11th May 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 11th মে 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Gksolve Bengali Current Affairs 11th May 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 11th মে 2024 | Gksolve Bengali Current Affairs 11th May 2024

1. Wealthiest Cities রিপোর্ট 2024 অনুযায়ী সেরা 50 টি শহরের তালিকায় ভারতের মুম্বাই (24 তম) এবং দিল্লী (37 তম) স্থান পেলো।

2. গ্লোবাল ফিনটেক ফার্ম EBANX এবং ভারতীয় প্রাইভেট সেক্টর ব্যাংক YES Bank জোটবদ্ধ হলো।

3. তরল অক্সিজেন কেরোসিনের ব্যবহার করে সেমি-ক্রায়োজেনিক ইঞ্জিন নির্মাণ করলো ISRO.

4. দাবানলের বিরুদ্ধে লড়তে উত্তরাখন্ড সরকার সম্প্রতি ‘Pirul Lao-Paise Pao’ ক্যাম্পেইন লঞ্চ করলো।

5. ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং ভারতীয় কুস্তিবিদ বজরং পুনিয়াকে নির্দেশ অবমাননার জন্য সাসপেন্ড করলো।

6. প্রতি বছর 10 ই মে International Day of Argania পালিত হয়।

7. পবন সিন্ধিকে গ্লোবাল প্রাইড অফ সিন্ধি আওয়ার্ড 2024 -এ সম্মানিত করা হলো।

8. Larsen and Toubro (L&T) সংস্থার প্রেসিডেন্ট হিসেবে বর্তমান ডিরেক্টর এবং CFO R Shankar Raman কে নিযুক্ত করা হলো।

9. টি-20 বিশ্বকাপ 2024 এর জন্য শ্রীলঙ্কার পুরুষ ক্রিকেট দলের অফিসিয়াল স্পনসর হলো Amul সংস্থা।

10. আদানি গ্রীন এনার্জির সাথে 20 বছরের পাওয়ার পারচেস চুক্তি করলো শ্রীলঙ্কা সরকার।

আরও পড়ুন:

Leave a Comment