কারেন্ট অ্যাফেয়ার্স 14th মে 2024 | Gksolve Bengali Current Affairs 14th May 2024

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 14th মে 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolve Bengali Current Affairs 14th May 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 14th মে 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Gksolve Bengali Current Affairs 14th May 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 14th মে 2024 | Gksolve Bengali Current Affairs 14th May 2024

1. ভারতীয় নৌবাহিনীর চিফ অফ পার্সোনেল পদের দায়িত্ব নিলেন ভাইস-অ্যাডমিরাল সঞ্জয় ভাল্লা।

2. দেশীয় Marine-Grade অ্যালুমিনিয়াম এর জন্য ভারতীয় কোস্ট গার্ড এবং Hindalco চুক্তি স্বাক্ষর করলো।

3. মেঘালয়ের প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (DGP) হিসেবে Idashisha Nongrang কে নিযুক্ত করা হলো।

4. মেঘালয়তে ভারত এবং ফ্রান্সের মধ্যে সপ্তম যৌথ মিলিটারি অনুশীলন ‘Shakti’ অনুষ্ঠিত হতে চলেছে।

5. স্থানীয় শিল্পগুলিকে গতি প্রদান করতে দুবাই সম্প্রতি ইনোভেটিভ গেমিং ভিসা লঞ্চ করলো।

6. ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) সম্প্রতি 3D-প্রিন্টেড লিকুইড রকেট ইঞ্জিনের সফল পরীক্ষণ করলো।

7. ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন (DoT) ব্যাঙ্গালুরুতে ‘Telecom Design Collaboration Sprint’ -এর আয়োজন করলো।

8. ইকোনমিক এবং ট্রেড সম্পর্ক মজবুত করতে UAE-ইন্ডিয়া CEPA কাউন্সিল এবং ইন্ডিয়ান চেমার্স অফ কমার্স চুক্তি স্বাক্ষর করলো।

9. National Accreditation Board for Hospitals and Healthcare Providers (NABH) এর চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নিলেন Rizwan Kotla.

10. প্রাক্তন আমলা এবং পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত Moosa Raza 87 বছর বয়সে প্রয়াত হলেন।

আরও পড়ুন:

Leave a Comment