কারেন্ট অ্যাফেয়ার্স 15th মার্চ 2024 | Gksolve Bengali Current Affairs 15th March 2024

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 15th মার্চ 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolve Bengali Current Affairs 15th March 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 15th মার্চ 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Gksolve Bengali Current Affairs 15th March 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 15th মার্চ 2024 | Gksolve Bengali Current Affairs 15th March 2024

1. কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর নিউজ শেয়ারিং সার্ভিস PB-SHABD এর উদ্বোধন করলেন।

2. গল্ফ উপসাগরে Security Belt – 2024 অনুশীলনে চীন, ইরান এবং রাশিয়ার নৌ-বাহিনী অংশগ্রহণ করলো।

3. ব্যাংক অফ বরোদা bob Earth গ্রীন টার্ম ডিপোজিট স্কীম লঞ্চ করলো।

4. ভারতের Numaligarh Refinery লিমিটেড বাংলাদেশে তাদের প্রথম অভারসিস অফিস খুললো।

5. মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজ ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কীম 2024 ঘোষণা করলো।

6. হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট 2023-24 এ Gender Inequality ইনডেক্সে ভারত 108 তম স্থান অধিকার করলো।

7. যৌথ ইকোনমিক এবং ট্রেড কমিটি স্থাপন করতে ভারত এবং ডোমিনিকান রিপাবলিক চুক্তি স্বাক্ষর করলো।

8. গুজরাটের আহমেদাবাদে মোবিলিটি এবং লাইভাবিলিটি উন্নীত করতে ভারত এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে $181 মিলিয়ন লোন চুক্তি হলো।

9. তামিলনাড়ুতে 9000 কোটি টাকার ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপন করতে চলেছে টাটা মোটরস।

10. NHPC লিমিটেডের পরবর্তী ডিরেক্টর (প্রজেক্ট) হিসেবে সঞ্জয় কুমার সিংকে মনোনীত করা হল।

আরও পড়ুন:

Leave a Comment