কারেন্ট অ্যাফেয়ার্স 1st মে 2024 | Gksolve Bengali Current Affairs 1st May 2024

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 1st মে 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolve Bengali Current Affairs 1st May 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 1st মে 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Gksolve Bengali Current Affairs 1st May 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 1st মে 2024 | Gksolve Bengali Current Affairs 1st May 2024

1. ইনোভেটিভ 3D প্রিন্টেড ডামি ব্যালট ইউনিটের উন্মোচন করলো আইআইটি গুয়াহাটি।

2. মনিপাল একাডেমী অফ হায়ার এডুকেশন K.V. Kamath কে সম্মানীয় ডক্টরেট সম্মানে সম্মানিত করলো।

3. স্ট্রাইক করার সামর্থ বাড়াতে র‍্যামপেজ মিসাইল কে অন্তর্ভুক্ত করলো ভারতীয় বায়ুসেনা ও নৌবাহিনী।

4. স্কটল্যান্ডের প্রথম মুসলীম মন্ত্রী Humza Yousaf তার পদ থেকে পদত্যাগ করলেন।

5. বিশ্বের বৃহত্তম এয়ারপোর্ট Al Maktoum আন্তর্জাতিক এয়ারপোর্ট দুবাইতে গড়ে উঠতে চলেছে।

6. 2030 সালের মধ্যে ভারতীয় অর্থনীতি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে বলে নির্ধারণ করলো Invest India.

7. হিন্দি সিনেমার সুপারস্টার অভিনেত্রী হেমা মালিনী এবং সাইরা বানুকে সম্মানীয় Pandit Lacchu Maharaj আওয়ার্ড -এ সম্মানিত করা চলেছে।

8. প্রতিবছর 30 শে এপ্রিল আয়ুষ্মান ভারত দিবস পালন করা হয়।

9. গ্লোবাল মিডিয়া আওয়ার্ড -এ AI চালিত সংবাদ সঞ্চালক Sana ‘Best Use of AI in Customer-Facing Products’ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার জিতলো।

10. 2024 অর্থবর্ষের জন্য ভারতীয় জিডিপি গ্রোথ 7.6 – 7.8% নির্ধারণ করলো Deloitte India.

আরও পড়ুন:

Leave a Comment