কারেন্ট অ্যাফেয়ার্স 26th মার্চ 2024 | Gksolve Bengali Current Affairs 26th March 2024

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 26th মার্চ 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolve Bengali Current Affairs 26th March 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 26th মার্চ 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Gksolve Bengali Current Affairs 26th March 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 26th মার্চ 2024 | Gksolve Bengali Current Affairs 26th March 2024

1. Pushpak Reusable লঞ্চ ভেহিকেলের সফল পরীক্ষণ করলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO).

2. রিজিওনাল রুরাল ব্যাংকগুলিকে বুস্ট করতে 6200 কোটি টাকা বরাদ্দ করলো কেন্দ্রীয় সরকার।

3. ইন্ডিয়ান স্টিল এসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন Naveen Jindal.

4. ‘Blade Runner’ সিনেমার অভিনেতা M Emmet Walsh 88 বছর বয়সে প্রয়াত হলেন।

5. বর্ষীয়ান নাগরিকদের পরিষেবা দিতে Max India এর সাবসিডিয়ারি এবং আইআইটি দিল্লী চুক্তি স্বাক্ষর করলো।

6. বিহারের Bengusarai 2023 এর গ্লোবালি সবথেকে দূষিত মেট্রোপলিটন শহরের তকমা পেলো।

7. আসাম লেজিসলেটিভ এসেম্বলি গুয়াহাটিতে ন্যাশনাল ই-বিধান এপ্লিকেশনের (NeVA) আয়োজন করলো।

8. অর্জুন পুরস্কার প্রাপ্ত শীতল দেবীকে PwD ন্যাশনাল আইকন ঘোষণা করলো ভারতের নির্বাচন কমিশন।

9. Free Seed Kits প্রোগ্রাম চালু করলো রাজস্থান সরকার।

10. তিন বছরের জন্য প্রসার ভারতীর চেয়ারম্যান হিসেবে Navneet Kumar Sehgal কে নিযুক্ত করা হলো।

আরও পড়ুন:

Leave a Comment