কারেন্ট অ্যাফেয়ার্স 28th মে 2024 | Gksolve Bengali Current Affairs 28th May 2024

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 28th মে 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolve Bengali Current Affairs 28th May 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 28th মে 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Gksolve Bengali Current Affairs 28th May 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 28th মে 2024 | Gksolve Bengali Current Affairs 28th May 2024

1. 77 তম Cannes ফিল্ম উৎসবে ‘All We Imagine as Light’ এর জন্য গ্র্যান্ড প্রিক্স জিতলেন Payal Kapadia.

2. ভারতের প্রিমিয়ার হাইড্রোপাওয়ার কোম্পানি NHPC কে ‘The Economic Times HR World Future Ready Organization Award 2024-25’ -এ সম্মানিত করা হলো।

3. ভারতের প্রবীণতম মহিলা হিসেবে এভারেস্ট জয় করলেন মধ্যপ্রদেশের Jyoti Ratre.

4. রাজা চার্লস – III এর কাছ থেকে Amal Clooney Women’s এমপাওয়ারমেন্ট আওয়ার্ড পেলেন উত্তরপ্রদেশের আরতি।

5. $1 বিলিয়ন অর্থের বিনিময়ে Disney তার 30% মালিকানা বিক্রি করতে চলেছে Tata Play Ltd কে।

6. মাইক্রোসফট সম্প্রতি AI-এনহান্সড এক নতুন ক্যাটাগরির পার্সোনাল কম্পিউটার লঞ্চ করতে চলেছে যার নাম ‘Copilot+ PCs’.

7. Walmart এর ই-কমার্স ফার্ম ফ্লিপকার্ট -এ $350 মিলিয়ন বিনিয়োগ করতে চলেছে গুগল।

8. নিয়ম নীতি লঙ্ঘনের জন্য Hero FinCorp লিমিটেডের উপর 3.1 লক্ষ টাকা ফাইন চাপালো ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI).

9. দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক মজবুত করতে ভারত এবং মালদ্বীপ ভারতের রূপে সার্ভিস লঞ্চ করতে চলেছে।

10. ICC পুরুষ টি-20 বিশ্বকাপের ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে পাকিস্তানের লিজেন্ড ক্রিকেটার শাহীদ আফ্রিদিকে নিযুক্ত করা হলো।

আরও পড়ুন:

Leave a Comment