কারেন্ট অ্যাফেয়ার্স 2nd মে 2024 | Gksolve Bengali Current Affairs 2nd May 2024

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 2nd মে 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolve Bengali Current Affairs 2nd May 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 2nd মে 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Gksolve Bengali Current Affairs 2nd May 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 2nd মে 2024 | Gksolve Bengali Current Affairs 2nd May 2024

1. জিম্বাবুয়ে সম্প্রতি নতুন মুদ্রা ZIG (Zimbabwe Gold) লঞ্চ করলো।

2. DRDO এর সুপারসনিক মিসাইল-অ্যাসিস্টেড টরপেডো ডেলিভারি সিস্টেম সফলতা অর্জন করলো।

3. ব্যাংকিং নীতি লঙ্ঘনের জন্য Acemoney (India) NBFC লাইসেন্স বাতিল করলো। ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI).

4. প্রখ্যাত সাংবাদিক Vinay Vir সম্প্রতি 72 বছর বয়সে প্রয়াত হলেন।

5. প্রতি বছর 1 লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়।

6. Securities Appellate Tribunal (SAT) এর প্রিসাইডিং অফিসার হিসেবে বিচারপতি দীনেশ কুমারকে নিযুক্ত করা হলো।

7. 16 তম TCS World 10K Bengaluru তে কেনিয়ান দৌড়বিদ Peter Mwaniki এবং Lilian Kasait বিজয়ী হলো।

8. 2023-24 সিজনে 12th Ligue-1 খেতাব জিতলো Paris Saint-Germain.

9. 6G টেকনোলজিতে সহযোগিতা বাড়াতে ভারত এবং ইউরোপ সহযোগিতা চুক্তি স্বাক্ষর করতে চলেছে।

10. ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশনের সদস্য হিসেবে A Ganesh Kumar এবং Debasis Kundu কে নিযুক্ত করা হলো।

আরও পড়ুন:

Leave a Comment