কারেন্ট অ্যাফেয়ার্স 3rd মার্চ 2024 | Gksolve Bengali Current Affairs 3rd March 2024

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 3rd মার্চ 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolve Bengali Current Affairs 3rd March 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 3rd মার্চ 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Gksolve Bengali Current Affairs 3rd March 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 3rd মার্চ 2024 | Gksolve Bengali Current Affairs 3rd March 2024

1. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ সফরে এসে 7100 কোটি টাকা অর্থের মাল্টিপল প্রজেক্টের উদ্বোধন করলেন।

2. গুজরাটের হাজিরাতে দেশীয়ভাবে তৈরি হাইড্রোজেন ইলেক্ট্রোলাইজারের কমিশন করলো Larsen & Toubro (L&T).

3. ওড়িশার গ্রাজুয়েটদের জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ODISERV প্রজেক্ট লঞ্চ করলেন।

4. ভারত এবং মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সামুদ্রিক অনুশীলন Exercise Samudra Laksamana সম্পন্ন হলো।

5. উত্তরপ্রদেশের প্রাক্তন রাজ্যপাল আজিজ কুরেশি সম্প্রতি 83 বছর বয়সে প্রয়াত হলেন।

6. অনলাইন মিস-ইনফরমেশন এবং ডিপফেক রুখতে Google, Shakti -এর সাথে জোটবদ্ধ হলো।

7. হায়দ্রাবাদে 21 ফুট উঁচু মহারানা প্রতাপের মূর্তির স্থাপনা করা হলো।

8. ওড়িশা মুখ্যমন্ত্রী নভীন পট্টনায়েক সম্প্রতি একটি কফি টেবিল বই প্রকাশ করলেন যার শিরোনাম ‘FIH Odisha Hockey Men’s World Cup 2023’.

9. Tamilnad Mercantile ব্যাংক -এর পার্ট-টাইম চেয়ারম্যান পদে S. Ravindran কে নিযুক্ত করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক।

10. পার্লামেন্ট সিকিউরিটির নতুন প্রধান হিসেবে অনুরাগ আগারওয়ালকে নিযুক্ত করা হলো।

আরও পড়ুন:

Leave a Comment