কারেন্ট অ্যাফেয়ার্স 7th আগস্ট 2023 | Gksolve Daily Current Affairs 7th August 2023

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 7th আগস্ট 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolve Daily Current Affairs 7th August 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 7th আগস্ট 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে কারেন্ট অ্যাফেয়ার্স 7th আগস্ট 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 7th আগস্ট 2023 | Gksolve Daily Current Affairs 7th August 2023

1. প্রতিবছর 6 ই আগস্ট হিরোশিমা দিবস পালন করা হয়।

2. চেন্নাই সার্কিটে দুর্ঘটনার কারণে 13 বছর বয়সী রেসিং খেলোয়াড় Shreyas Hareesh প্রয়াত হল।

3. Ketoprofen এবং Aceclofenac বিক্রি নিষিদ্ধ করলো স্বাস্থ্য মন্ত্রক।

4. অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইলের ট্রায়াল সফলভাবে সম্পন্ন করলো ভারত।

5. পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত এবং আইএএস অফিসার N Vittal 85 বছর বয়সে প্রয়াত হলেন।

6. ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ 2023 এ প্রথম ভারতীয় হিসেবে ওয়ার্ল্ড টাইটেল জিতলেন অদিতি স্বামী।

7. 35 টি প্রসিদ্ধ প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করল ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস।

8. ভারতের লুনার মিশন চন্দ্রায়ন – 3, 23 দিন পর সফলভাবে লুনার অর্বিটে প্রবেশ করল।

9. সাগর সেতুর অধীনে পোর্ট হেল্থ অর্গানাইজেশন লঞ্চ করল কেন্দ্রীয় মন্ত্রী সর্বনন্দ সোনোয়াল।

10. বাল্টিক সাগরে ওসান শিল্ড 2023 নামক নৌ-অনুশীলন শুরুর ঘোষণা করল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক।

আরও পড়ুন:

Leave a Comment