বিভিন্ন সংস্থার সদর দপ্তর তালিকা – Headquarter of Organizations: আজ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর তালিকা PDF টি আপনাদের প্রদান করছি, যেটিতে উল্লেখযোগ্য সংস্থার হেড কোয়ার্টারের নাম দেওয়া হয়েছে। কারণ Competitive Exam-এ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা এবং সেগুলির সদর দপ্তর কোথায় অবস্থিত তার তালিকা থেকে প্রায়ই প্রশ্ন আসে। যেমন:- সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ইত্যাদি।
১. UNDP এর সদর দপ্তর- নিউইয়র্ক
২. জাতিসংঘের সদর দপ্তর- নিউইয়র্ক
৩. CIA এর সদর দপ্তর- ভার্জিনিয়া
৪. OIC এর সদর দফতর- জেদ্দা
৫. IRRI এর সদর দপ্তর- ফিলিপাইন (লস ব্যানোস)
৬. সার্কের সদর দপ্তর- নেপাল (কাঠমুন্ডু)
৭. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর- ব্রাসেলস
৮. NATO এর সদর দপ্তর- ব্রাসেলস
৯. ‘UNESCO’ এর সদর দপ্তর- প্যারিসে
১০. WIPO এর সদর দপ্তর- জেনেভা
১১. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর- বার্লিন,জার্মানি
১২. আন্তজার্তিক রেডক্রস এর সদর দপ্তর- জেনেভা
১৩. এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর- ম্যানিলা
১৪. ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দফতর- জেদ্দা
১৫. World Bank এর সদর দপ্তর- ওয়াশিংটন
১৬. আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর- হেগ
১৭. IMF এর সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি
১৮. ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয়- হোয়াইট হল
১৯. PLO এর সদর দপ্তর- রামাল্লা, ফিলিস্তিন
২০. IAEA এর সদর দপ্তর- ভিয়েনা
২১. WHO এর সদর দপ্তর- জেনেভা
২২. FAO এর সদর দপ্তর- রোম
২৩. BIMSTEC এর সদর দপ্তর- ঢাকা
২৪. ‘সিরডাপ’ (CIRDAP) এর সদর দপ্তর- ঢাকা
২৫. NAM এর সদর দপ্তর- সদর দপ্তরবিহীন
২৬. G-8 এর সদর দপ্তর- সদর দপ্তরবিহীন
২৭. UNIDO এর সদর দপ্তর- ভিয়েনা
২৮. ICJ ( International Court of Justice) এর সদর দপ্তর- হেগ
২৯. OPCW (Organisation for the Prohibition of Chemical Weapons) এর সদর দপ্তর- হেগ
৩০. OPEC এর সদর দপ্তর- ভিয়েনা