বিভিন্ন ভারতীয় সংস্থার সদর দপ্তর তালিকা – Headquarters of Indian Organizations

Rate this post

বিভিন্ন ভারতীয় সংস্থার সদর দপ্তর তালিকা – Headquarters of Indian Organizations: ভারতের বিভিন্ন সংস্থার সদর দপ্তর PDF টি শেয়ার করছি, যেটিতে ভারতের সরকারী ও বেসরকারী সংস্থা ও প্রতিষ্ঠান গুলির হেডকোয়ার্টার বা সদরদপ্তরের তালিকা দেওয়া হয়েছে। চাকরীর পরীক্ষাসহ বিভিন্ন ক্যুইজ প্রতিযোগিতায় এখান থেকে প্রশ্ন আসে। যেমন:- ইসরোর সদরদপ্তর কোথায়? রিজার্ভ ব্যাঙ্কের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত?

বিভিন্ন ভারতীয় সংস্থার সদর দপ্তর তালিকা – Headquarters of Indian Organizations

ভারতীয় সংস্থাসদর দপ্তর
অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ONGC)নতুন দিল্লি
ইন্ডিয়ান অয়েল কপোরেশন লিমিটেড(IOC)নতুন দিল্লি
ইন্ডিয়ান আর্মিনতুন দিল্লি
ইন্ডিয়ান এয়ার ফোর্স(IAF)নতুন দিল্লি
ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ(ICAR)নতুন দিল্লি
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ(ICMR)নতুন দিল্লি
ইন্ডিয়ান কোস্ট গার্ড(ICG)নতুন দিল্লি
ইন্ডিয়ান নেভিনতুন দিল্লি
ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউট(ISI)কলকাতা
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন(ISRO)বেঙ্গালুরু
কাউন্সিল অফ সাইন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ(CSIR)নতুন দিল্লি
জিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া(GSI)নতুন দিল্লি
টেলিকম রেগুলেটরী অথরিটি অফ ইন্ডিয়া(TRAI)নতুন দিল্লি
ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(DRDO)নতুন দিল্লি
নীতি আয়োগ(NITI Aayog)নতুন দিল্লি
ন্যাশনাল ইনস্টিটিউশন অফ আয়ুর্বেদ(NIA)জয়পুর
ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং(NCERT)নতুন দিল্লি
ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড(NTPC)নতুন দিল্লি
ন্যাশনাল ব্যাঙ্ক অফ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট(NABARD)মুম্বাই
ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC)নতুন দিল্লি
ন্যাশনাল সেফটি কাউন্সিল(NSC)নবী মুম্বাই
প্রসার ভারতীনতুন দিল্লি
প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া(PCI)নতুন দিল্লি
ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া(FSSAI)নতুন দিল্লি
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া(BCCI)মুম্বাই
ভারত সঞ্চার নিগম লিমিটেড(BSNL)নতুন দিল্লি
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক(RBI)মুম্বাই
লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া(LIC)মুম্বাই
সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া(SEBI)মুম্বাই
সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড(CPCB)নতুন দিল্লি
সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স(CBDT)নতুন দিল্লি
সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন(CBFC)মুম্বাই
সেন্ট্রাল স্ট্যাটিসটিকস অফিস(CSO)নতুন দিল্লি
স্টিল অথরিটি অফ ইন্ডিয়া(SAIL)নতুন দিল্লি
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)মুম্বাই
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া(SAI)নতুন দিল্লি

Leave a Comment