ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ

Rate this post

ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ: আজ ভারতের বিভিন্ন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ তালিকা PDF টি দিচ্ছি, যেটিতে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম দেওয়া হয়েছে। ভারতের জিকের অংশ হিসাবে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে; যেমন:- পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? স্যাডল পিক কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ? ইত্যাদি।

ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ

নংরাজ্য – কেন্দ্রশাসিত অঞ্চলসর্বোচ্চ শৃঙ্গ
অন্ধ্রপ্রদেশআর্মা কোন্ডা/সিথাম্মাকোন্ডা
অরুনাচল প্রদেশকাংটো
নাগাল্যান্ডমাউন্ট সরামতি
বিহারসোমেশ্বর ফোর্ট
ছত্তিশগড়নামবিহীন (নামযুক্ত সর্বোচ্চ স্থান হল গৌড়লতা, ১২২৫ মি উচ্চতা)
গোয়াসংসগর
গুজরাটগিরনার
হরিয়ানাকরহ পিক
হিমাচলপ্রদেশরিও পুর্গিল
১০ঝারখন্ডপরেশনাথ
১১কর্নাটকমুল্লয়ানাগিরি
১২কেরালাআনাইমুদি
১৩মধ্যপ্রদেশধুপগড়
১৪মহারাষ্ট্রকলসুবাই
১৫মনিপুরমাউন্ট ইসো
১৬মেঘালয়শিলং পিক
১৭মিজোরামফৌংগপুই
১৮আসামতুমজাঙ্গ
১৯উড়িষ্যাদেওমালি
২০পাঞ্জাবনাম বিহীন শৃঙ্গ
২১রাজস্থানগুরু শিখর
২২সিকিমকাঞ্চনজঙ্ঘা
২৩তামিলনাড়ুদোদাবেতা
২৪তেলেঙ্গানাডলি গুত্তা
২৫ত্রিপুরাবেটলিংছিপ
২৬উত্তরপ্রদেশআমসট পিক
২৭উত্তরাখন্ডনন্দা দেবী
২৮পশ্চিমবঙ্গসান্দাকফু
২৯আন্দামান ও নিকোবরস্যাডল পিক
৩০লাদাখসালতরা কাংরী
৩১জম্মু ও কাশ্মীরনুন পিক
৩২দিল্লীতুঘলকবাদ দূর্গ

Leave a Comment