ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ: আজ ভারতের বিভিন্ন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ তালিকা PDF টি দিচ্ছি, যেটিতে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম দেওয়া হয়েছে। ভারতের জিকের অংশ হিসাবে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে; যেমন:- পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? স্যাডল পিক কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ? ইত্যাদি।
ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ
নং | রাজ্য – কেন্দ্রশাসিত অঞ্চল | সর্বোচ্চ শৃঙ্গ |
---|---|---|
১ | অন্ধ্রপ্রদেশ | আর্মা কোন্ডা/সিথাম্মাকোন্ডা |
২ | অরুনাচল প্রদেশ | কাংটো |
৩ | নাগাল্যান্ড | মাউন্ট সরামতি |
৪ | বিহার | সোমেশ্বর ফোর্ট |
৫ | ছত্তিশগড় | নামবিহীন (নামযুক্ত সর্বোচ্চ স্থান হল গৌড়লতা, ১২২৫ মি উচ্চতা) |
৬ | গোয়া | সংসগর |
৭ | গুজরাট | গিরনার |
৮ | হরিয়ানা | করহ পিক |
৯ | হিমাচলপ্রদেশ | রিও পুর্গিল |
১০ | ঝারখন্ড | পরেশনাথ |
১১ | কর্নাটক | মুল্লয়ানাগিরি |
১২ | কেরালা | আনাইমুদি |
১৩ | মধ্যপ্রদেশ | ধুপগড় |
১৪ | মহারাষ্ট্র | কলসুবাই |
১৫ | মনিপুর | মাউন্ট ইসো |
১৬ | মেঘালয় | শিলং পিক |
১৭ | মিজোরাম | ফৌংগপুই |
১৮ | আসাম | তুমজাঙ্গ |
১৯ | উড়িষ্যা | দেওমালি |
২০ | পাঞ্জাব | নাম বিহীন শৃঙ্গ |
২১ | রাজস্থান | গুরু শিখর |
২২ | সিকিম | কাঞ্চনজঙ্ঘা |
২৩ | তামিলনাড়ু | দোদাবেতা |
২৪ | তেলেঙ্গানা | ডলি গুত্তা |
২৫ | ত্রিপুরা | বেটলিংছিপ |
২৬ | উত্তরপ্রদেশ | আমসট পিক |
২৭ | উত্তরাখন্ড | নন্দা দেবী |
২৮ | পশ্চিমবঙ্গ | সান্দাকফু |
২৯ | আন্দামান ও নিকোবর | স্যাডল পিক |
৩০ | লাদাখ | সালতরা কাংরী |
৩১ | জম্মু ও কাশ্মীর | নুন পিক |
৩২ | দিল্লী | তুঘলকবাদ দূর্গ |