বিখ্যাত ভারতীয় ব্যক্তিদের ঐতিহাসিক উক্তি সমূহ

Rate this post

বিখ্যাত ভারতীয় ব্যক্তিদের ঐতিহাসিক উক্তি সমূহ: ভারতের ইতিহাস থেকে ভারতের বিখ্যাত ব্যক্তিদের উক্তি PDF টি বিনামূল্যে প্রদান করছি, যেটিতে জওহরলাল নেহেরু, গান্ধীজি, ভগত সিং সহ প্রমুখ ব্যক্তিদের উল্লেখযোগ্য এবং ঐতিহাসিক উক্তি সমূহ তালিকাকারে দেওয়া হলো। WBCS সহ অন্যান্য পরীক্ষাতে এই অংশ প্রশ্ন অবশ্যই আসবে। তাই দেরী না করে নীচ থেকে তালিকাটি দেখে নিন।

বিখ্যাত ভারতীয় ব্যক্তিদের ঐতিহাসিক উক্তি সমূহ

নংঐতিহাসিক উক্তি / স্লোগানউক্তিদাতা
জয় জওয়ান, জয় কিষান ও জয় বিজ্ঞানঅটল বিহারী বাজপেয়ী
গরীবি হাটাওইন্দিরা গান্ধি
দুশমানো কি গোলিও কা সামনা হাম কারেঙ্গে, আজাদ থে আজাদ হি রাহেঙ্গেচন্দ্রশেখর আজাদ
আরাম হারাম হ্যায়জওহরলাল নেহেরু
আংরেজ পেট পে লাথ মারতে হেদাদাভাই নৌরজি
বন্দেমাতরমবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
স্বরাজ আমার জন্মগত অধিকারবাল গঙ্গাধর তিলক
সাম্রাজ্যবাদ কা নাশ হোভগৎ সিং
ইনকিলাব জিন্দাবাদভগৎ সিং / হাসরাত মোহানী
১০মারো ফিরিঙ্গ কোমঙ্গল পান্ডে
১১সত্যমেব জয়তেমদন মোহন মালব্য
১২ভারত ছাড়োমহাত্মা গান্ধি
১৩করেঙ্গে ইয়া মরেঙ্গেমহাত্মা গান্ধি
১৪সারে যাঁহাসে আচ্ছামোহাম্মদ ইকবাল
১৫জনগনমন অধিনায়ক জয় হেরবীন্দ্রনাথ ঠাকুর
১৬মেরা ভারত মহান হ্যায়রাজীব গান্ধী
১৭মে আপনি ঝান্সি নেহি দুঙ্গিরানী লক্ষ্মীবাই
১৮জয় জওয়ান জয় কিষাণলাল বাহাদুর শাস্ত্রী
১৯তারা চেয়েছিল রুটি, পেয়েছিল পাথরের টুকরোলালা লাজপত রায়
২০সাইমন গো ব্যাকলালা লাজপত রায়
২১জয় হিন্দসুভাষচন্দ্র বসু
২২দিল্লী চলোসুভাষচন্দ্র বসু
২৩তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবোসুভাষচন্দ্র বসু
২৪ভারত ভারতীয়দের জন্যস্বামী দয়ানন্দ সরস্বতী

Leave a Comment