বিভিন্ন ঐতিহাসিক প্রথা ও প্রবর্তক তালিকা – ঐতিহাসিক প্রথা ও তার প্রবর্তক

Rate this post

বিভিন্ন ঐতিহাসিক প্রথা ও প্রবর্তক তালিকা – ঐতিহাসিক প্রথা ও তার প্রবর্তক: আজ ঐতিহাসিক প্রথা ও তার প্রবর্তক তালিকা PDF টি আপনাদের দিচ্ছি, যেটিতে উল্লেখযোগ্য বিভিন্ন প্রথা গুলির প্রবর্তকদের নাম দেওয়া হয়েছে। ইতিহাসের বিষয় হিসাবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন- সিজদা ও পাইবস প্রথা কে প্রবর্তন করেন? ইক্তা প্রথা কে প্রবর্তন করন? দাগ ও হুলিয়ার প্রবর্তক কে? ইত্যাদি।

বিভিন্ন ঐতিহাসিক প্রথা ও প্রবর্তক তালিকা – ঐতিহাসিক প্রথা ও তার প্রবর্তক

নংঐতিহাসিক প্রথাপ্রবর্তক
মনসবদারী প্রথাআকবর
জিজিয়া, জাকাত,খামস কর ব্যবস্থাআলাউদ্দিন খিলজি
দাগ ও হুলিয়া প্রথাআলাউদ্দিন খিলজি
রেশনিং প্রথাআলাউদ্দিন খিলজি
সেনাদের নগদ বেতনআলাউদ্দিন খিলজি
রায়তওয়ারী প্রথাআলেকজান্ডার রিড, টমাস মনরো
চল্লিশচক্র ও ইক্তা প্রথাইলতুৎমিস
ভাইয়াচারি ব্যবস্থাএলফিনস্টোন, ম্যাকেনজির
সিজদা ও পাইবসগিয়াসুদ্দিন বলবন
১০ইক্তাদারী প্রথানিজামুল মুল্ক
১১ঋণদান প্রথাফিরোজশাহ তুঘলক
১২কৌলিন্য প্রথাবল্লাল সেন
১৩চিরস্থায়ী বন্দোবস্তলর্ড কর্ণওয়ালিস
১৪মারাঠা পেশবাতন্ত্রশাহু
১৫চৌথ ও সরদেশমুখী করশিবাজী
১৬শিলাদার ও বর্গীর অশ্বারোহীশিবাজী
১৭ডাক ব্যবস্থাশেরশাহ
১৮পাট্টা ও কবুলিয়তশেরশাহ
১৯মহলওয়ারী ব্যবস্থাহল্ট ম্যাকেঞ্জি

Leave a Comment