ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর – History of India Question Answers

Rate this post

ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর – History of India Question Answers: ভারতের ইতিহাস বলতে মূলত খ্রিষ্টপূর্ব তৃতীয় সহস্রাব্দ থেকে খ্রিষ্টীয় বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত, ভারতীয় উপমহাদেশের প্রাচীন -মধ্যযুগীয় ও প্রাক-আধুনিক কালের ইতিহাসকেই বোঝানো হয়। খ্রিষ্টের জন্মের প্রায় দশ লক্ষ বছর আগে উক্ত ভূখণ্ডে প্রথম মানববসতি গড়ে উঠতে দেখা যায়। তবে ভারতের জ্ঞাত ইতিহাসের সূচনা হয় ৩৩০০ খ্রিষ্টপূর্বাব্দ থেকে ১৩০০ খ্রিষ্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে ভারতীয় উপমহাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে সিন্ধু সভ্যতার উন্মেষ ও প্রসারের সঙ্গে সঙ্গে। পরবর্তী হরপ্পা যুগের সময়কাল ২৬০০ – ১৯০০ খ্রিষ্টপূর্বাব্দ।

ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর – History of India Question Answers

1. স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন?
উত্তর: লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন।

2. কাকে ভারতের লৌহ মানব বলা হয়?
উত্তর: সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয়।

3. নীলদর্পণ কে রচনা করেন?
উত্তর: দীনবন্ধু মিত্র নীলদর্পণ রচনা করেন।

4. শকাব্দ কে প্রচলন করেন?
উত্তর: কনিস্ক শকাব্দ প্রচলন করেন।

5. সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল?
উত্তর: 1855 সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল।

6. আমির খসরু কার সভাকবি ছিলেন?
উত্তর: আমির খসরু আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন।

7. ভাস্কোদাগামা কবে কালিকট বন্দরে এসেছিলেন?
উত্তর: ভাস্কোদাগামা 1498 সালে কালিকট বন্দরে এসেছিলেন।

8. বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উত্তর: পর্তুগিজ  ব্রিটিশদের মধ্যে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল।

9. আরবরা কবে সিন্ধু জয় করেছিল?
উত্তর: আরবরা 712 সালে সিন্ধু জয় করেছিল।

10. স্বরাজ পার্টি কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: 1923 সালে স্বরাজ পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল।

11. অতীশ দীপঙ্কর কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন?
উত্তর: অতীশ দীপঙ্কর বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন।

12. পাল যুগের দুইজন বিখ্যাত শিল্পীর নাম লেখ?
উত্তর: ধীমান  বীতপাল ছিলেন পাল যুগের দুইজন বিখ্যাত শিল্পী।

13. গায়ত্রী মন্ত্র কে রচনা করেছেন?
উত্তর: বিশ্বামিত্র গায়ত্রী মন্ত্র রচনা করেছেন।

14. পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর: 1932 সালের 24 শে সেপ্টেম্বর পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

15. ক্যাবিনেট মিশন কবে ভারতে এসেছিল?
উত্তর: ক্যাবিনেট মিশন 1946 সালে ভারতে এসেছিল।

16. লাহোর কংগ্রেসের মূল উদ্দেশ্য কি ছিল (1929)?
উত্তর: পূর্ণ স্বাধীনতা অর্জন ছিল লাহোর কংগ্রেসের মূল উদ্দেশ্য।

17. দেশভাগের সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
উত্তর: জেবিকৃপালিনী ছিলেন দেশভাগের সময় জাতীয় কংগ্রেসের সভাপতি।

18. ঋকবেদে মোট কয়টি শ্লোক রয়েছে?
উত্তর: ঋকবেদে মোট 1028 টি শ্লোক রয়েছে।

19. কংগ্রেস সমাজতন্ত্রী দল কবে গঠিত হয়েছিল?
উত্তর: 1934 সালে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠিত হয়েছিল।

20. ‘করেঙ্গে ইয়ে মরেঙ্গে’- কোন আন্দোলনের মূলমন্ত্র ছিল?
উত্তর: ভারতছাড়ো আন্দোলনের মূলমন্ত্র ছিল ‘করেঙ্গে ইয়ে মরেঙ্গে’।

21. সিপাহী বিদ্রোহের সময় কাকে ভারত সম্রাট হিসেবে ঘোষণা করা হয়?
উত্তর: সিপাহী বিদ্রোহের সময় বিদ্রোহীরা দ্বিতীয় বাহাদুর শাহকে ভারত সম্রাট হিসেবে ঘোষণা করে।

22. অমিত্রাঘাত কার উপাধি ছিল?
উত্তর: বিন্দুসারের উপাধি ছিল অমিত্রাঘাত।

23. তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর: দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন।

24. সাইমন কমিশন কি উদ্দেশ্যে নিয়োগ করা হয়েছিল?
উত্তর: ভারতের সংবিধান সংস্কারের জন্য সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল।

25. মুসলিম লীগ কবে অন্তর্বর্তী সরকারে যোগদান করেছিল?
উত্তর: মুসলিম লীগ  অক্টোবর, 1946 সালে অন্তর্বর্তী সরকারে যোগদান করেছিল।

26. বঙ্গভঙ্গ কবে রদ হয়?
উত্তর: 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়।

27. ভারত ছাড় আন্দোলন কবে শুরু হয়?
উত্তর: 1942 সালের আগস্ট মাসে ভারত ছাড় আন্দোলন শুরু হয়।

28. গান্ধীজীর কোন আন্দোলন খিলাফৎ আন্দোলনের সাথে যুক্ত হয়?
উত্তর: গান্ধীজীর অসহযোগ আন্দোলন খিলাফৎ আন্দোলনের সাথে যুক্ত হয়।

29. কোন ঘটনাই রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন?
উত্তর: জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন।

30. আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়?
উত্তর: 1930 সালে আইন অমান্য আন্দোলন শুরু হয়।

31. কে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন?
উত্তর: প্রফুল্ল চন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন।

32. কে বুলন্দ দরজা নির্মাণ করেছেন?
উত্তর: সম্রাট আকবর বুলন্দ দরজা নির্মাণ করেছেন।

33. সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং

34. কোন জায়গাকে সাঁওতালরা দামিন-ই-কোহ বলত?
উত্তর: রাজমহল পাহাড়কে সাঁওতালরা দামিন-ই-কোহ বলত।

35. কোন পত্রিকা নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করত?
উত্তর: হিন্দু পেট্রিয়ট পত্রিকা নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করত।

36. বাংলাতে তেভাগা আন্দোলন কবে শুরু হয়?
উত্তর: বাংলাতে তেভাগা আন্দোলন 1946 সালে শুরু হয়।

37. বক্সারের যুদ্ধ কবে হয়েছিল?
উত্তর: 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছিল।

38. কোন মুঘল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানী দান করেন?
উত্তর: মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানী প্রদান করেন।

39. আলিগড়ের সন্ধি কাদের মধ্যে হয়েছিল?
উত্তর: নবাব সিরাজ  রবার্ট ক্লাইভের মধ্যে আলিগড়ের সন্ধি হয়েছিল।

40. বাংলায় ফরাসিদের ঘাঁটি কোথায় ছিল?
উত্তর: বাংলায় চন্দননগরে ফরাসিদের ঘাঁটি ছিল।

41. কে গণপতি উৎসব প্রবর্তন করেন?
উত্তর: বালগঙ্গাধর তিলক গণপতি উৎসব প্রবর্তন করেন।

42. কোন সম্রাট পর্তুগীজদের দমন করেছিলেন?
উত্তর: সম্রাট শাহজাহান পর্তুগীজদের দমন করেছিলেন।

43. I.N.A. কে গঠন করেন?
উত্তর: রাসবিহারী বসু  I.N.A. গঠন করেন।

44. কে মনসবদারি প্রথা প্রবর্তন করেন?
উত্তর: আকবর মনসবদারি প্রথা প্রবর্তন করেন।

45. ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: সতীশচন্দ্র সামন্ত ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন।

46. গদর পার্টি কোথায়  প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: আমেরিকার সানফ্রান্সিস্কোতে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল।

47. হিউয়েন সাঙ কার রাজত্বকালে ভারতে আসেন?
উত্তর: হিউয়েন সাঙ হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন।

48. বঙ্গভঙ্গের আদেশ কে জারি করেন?
উত্তর: লর্ড কার্জন বঙ্গভঙ্গের আদেশ জারি করেন।

49. কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন?
উত্তর: স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।

50. চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনে কে নেতৃত্ব দিয়েছিলেন?
উত্তর: মাস্টারদা সূর্যসেন চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের নেতৃত্ব দিয়েছিলেন।

Leave a Comment