ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় History of Indian Freedom Struggle GK Questions and Answers PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF.
নিচে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। History of Indian Freedom Struggle GK Questions and Answers PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রশ্ন ও উত্তর | History of Indian Freedom Struggle GK Questions and Answers
১) শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়?
Ans: উইলিয়াম কেরি, মার্শম্যান ওয়ার্ড।
২) কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
Ans: স্যার এলিজা ইম্পে।
৩) ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী কে ছিলেন?
Ans: পট্টভী সিতারামাইয়া।
৪) কোন নীতি দ্বারা নানা সাহেবের বৃত্তি ও পেশোয়া উপাধি বাতিল করা হয়?
Ans: স্বত্ববিলোপ নীতি।
৫) “ইতিহাসমালা” গ্রন্থটি কে রচনা করেন?
Ans: উইলিয়াম কেরি।
৬) কোন চুক্তির দ্বারা ইংরেজরা বাংলার দেওয়ানী লাভ করেছিল?
Ans: এলাহাবাদের দ্বিতীয় চুক্তি।
৭) আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
Ans: থিওডোর বেক।
৮) ইলবার্ট বিল বিরোধী আন্দোলন কবে শুরু হয়েছিল?
Ans: 1883 খ্রিস্টাব্দে।
৯) মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়?
Ans: 1940 খ্রিস্টাব্দে, লাহোর অধিবেশন।
১০) বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন?
Ans: মীরজাফর।
১১)বাংলা গদ্য সাহিত্যের জনক কাকে বলা হয়?
Ans: রাজা রামমোহন রায়।
১২)পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
Ans: 1932 খ্রিস্টাব্দে গান্ধীজী এবং আম্বেদকর এর মধ্যে।
১৩) গন্ডমার্কের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
Ans: 1879 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ইয়াকুব খানের।
১৪) মহম্মদ আলী জিন্নাহ কবে 14 দফা দাবি পেশ করেন?
Ans: 1929 খ্রিস্টাব্দে।
১৫) মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন ব্রিটিশ কমিউনিস্ট নেতার নাম লেখ?
Ans: বেঞ্জামিন ব্রাডলি ও ফিলিপস স্প্রাট।
১৬) পাঞ্জাব কবে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়?
Ans: 1849 খ্রিস্টাব্দে।
১৭) ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
Ans: লর্ড ক্যানিং।
১৮) স্যাডলার কমিশন কবে গঠিত হয়?
Ans: 1917 খ্রিস্টাব্দে।
১৯) লখনৌ চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
Ans: 1916 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে।
২০) সনাতনপন্থী সংস্কারক কাকে বলা হয়?
Ans: স্বামী বিবেকানন্দ।
২১) চক্রবর্তী রাজাগোপালাচারী সমঝোতা সূত্র কবে প্রকাশিত হয়?
Ans: 1944 খ্রিস্টাব্দে।
২২) “The Indian Musalman”গ্রন্থটি কার লেখা?
Ans: উইলিয়াম হান্টার।
২৩) ভারতের দুজন জাতীয়তাবাদী ঐতিহাসিকের নাম লেখ।
Ans: যদুনাথ সরকার ও রমেশচন্দ্র দত্ত।
২৪) অ্যানি বেসান্ত কোন আইন কে “দাসত্বের পরিকল্পনা” বলে অভিহিত করেছেন?
Ans: 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন।
২৫)মারাঠা মেকিয়াভেলি কাকে বলা হয়?
Ans: নানা ফড়নবিশ।