ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর PDF – আধুনিক ভারতের ইতিহাসের প্রশ্ন ও উত্তর PDF

Rate this post

ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় 1000 History Questions and Answers PDF in Bengali থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতীয় ইতিহাস প্রশ্ন উত্তর PDF.

নিচে আধুনিক ভারতের ইতিহাসের প্রশ্ন ও উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর PDF – আধুনিক ভারতের ইতিহাসের প্রশ্ন ও উত্তর PDF

১। ওয়াটার গেট কেলেংকারীর সাথে জড়িত মার্কিন প্রেসিডেন্ট ?
উত্তর: রিচার্ড নিক্সন
২। “My life”গ্রন্থের লেখক?
উত্তর: বিল ক্লিনটন
৩। “গ্লাস্তনস্ত” ও “পেরেস্ত্রৈকা” নীতির প্রবর্তক ?
উত্তর: মিখাইল গর্বাচেভ
৪। “নিউ ফ্রিডম” গ্রন্থটির লেখক ?
উত্তর: উড্রো উইলসন
৫। হিটলারের গোপন পুলিশ বাহিনী নাম ?
উত্তর: গেস্টাপো
৬। ফরাসি বিপ্লবেরর শিশু বলা হয় ?
উত্তর: নেপোলিয়ানকে
৭। যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপ করেন ?
উত্তর: আব্রাহাম লিন্কন
৮। ভারতীয় উপমহাদেশে হরতালের প্রবর্তক ?
উত্তর: মহাত্মা গান্ধী
৯। মহাত্মা গান্ধীকে “মহাত্মা” উপাধি দেন ?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
১০। “History of the second world war” গ্রন্থটির রচয়িতা ?
উত্তর: উইনস্টন চার্চিল
১১। “আন্কেল হো” নামে পরিচিত ?
উত্তর: হো চি মিন
১২। “প্রথম পঞ্চশীলা নীতি” পবর্তন করেন ?
উত্তর: আহমেদ সুকর্ন
১৩। OIC র প্রথম মহাসচিব ?
উত্তর: টেংকু আবদুর রহমান
১৪। নেলসন ম্যান্ডেলার ডাক নাম ?
উত্তর: ম্যাদিবা
১৫। চে গুয়েভেরা পেশায় ছিলেন ?
উত্তর: চিকিৎসক
১৬। “A long walk to freedom”গ্রন্থটির রচয়িতা ?
উত্তর: নেলসন ম্যান্ডেলা
১৭। অংসান সূচির রাজনৈতিক দল ?
উত্তর: ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি
১৮। অং সান সুচি শান্তিতে নোবেল পান ?
উত্তর: ১৯৯১ সালে
১৯। জাতিসংঘের প্রস্তাবক ?
উত্তর: রুজভেল্ট
২০। “লৌহমানবী” বলে পরিচিত ?
উত্তর: মার্গারেট থ্যাচার
২১। “পঞ্চবার্ষিকী পরিকল্পনা” নীতির প্রবর্তক ?
উত্তর: যোশেফ স্ট্যালিন
২২। বারাক ওবামা শান্তিতে নোবেল পান ?
উত্তর: ২০০৯ সালে
২৩। সিগমন্ড ফ্রয়েড –
উত্তর: মনোবিজ্ঞানী
২৪। জেনেটিক্সের জনক ?
উত্তর: মেনডেল
২৫। “এনথ্র্যাক্স” রোগের প্রতিষেধক আবিষ্কারক ?
উত্তর: লুই পাস্তুর
২৬। ” অরিজিন অব স্পেসিজ” গ্রন্থটি কার ?
উত্তর: চার্লস ডারউইন
২৭। “ব্ল্যাকহোল” থিওরির প্রবক্তা ?
উত্তর: স্টিফেন হকিংস
২৮। পোলিও টীকার আবিষ্কারক- জোনাস সাল্ক মারা যান ?
উত্তর: লা জুলা (যুক্তরাষ্ট) শহরে।
২৯। ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের প্রবক্তা ?
উত্তর: জন স্টুয়ার্ট মিল
৩০। “আল মুকাদ্দিমা” গ্রন্থের রচয়িতা ?
উত্তর: ইবনে খালদুন
৩১। “Know thyself” উক্তিটি কার ?
উত্তর: সক্রেটিস
৩২। ভাস্কো দা গামা কত সালে ভারতে আসেন ?
উত্তর: ১৪৯৮ সালে
৩৩। I have a dream ভাষনটি কার ?
উত্তর: মার্টিন লুথার কিং
৩৪। রেড ক্রসের প্রতিষ্ঠাতা ?
উত্তর: জ্যঁ হেনরি ডুনাল্ট
৩৫। অর্থনীতি সম্পদের বিজ্ঞান” উক্তিটি কার ?
উত্তর: অ্যাডাম স্মিথ
৩৬। “The prince” গ্রন্থটির রচয়িতা ?
উত্তর: নিকোলা মেকিয়াভেলি
৩৭। “লেডি উইথ দ্য ল্যাম্প” কার উপাধি ?
উত্তর: ফ্লোরেন্সন নাইটিঙ্গেল
৩৮। “খাজনা” তত্ত্বের প্রবক্তা ?
উত্তর: ডেভিড রিকার্ডো
৩৯। “সিটি অব গড” গ্রন্থের লেখক ?
উত্তর: সেন্ট অগাস্টিন
৪০। বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট ?
উত্তর: ইসাবেলা পেরন ( আর্জেন্টিনা)
৪১। বিশ্বের প্রথম মুসলিম নারী প্রেসিডেন্ট ?
উত্তর: মেঘবতী সুকর্নপুত্রী
৪২। বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী ?
উত্তর: শ্রীমাভো বন্দর নায়েকে
৪৩। বিশ্বের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী ?
উত্তর: বেনজির ভুট্রো
৪৪। “দ্য লাস্ট সাপার” চিত্রটির চিত্রকর ?
উত্তর: লিওনার্দো দ্য ভিঞ্চি
৪৫। “Justice delayed is Justice denied” উক্তিটি কার ?
উত্তর: গ্ল্যাডস্টোন
৪৬। বিখ্যাত সুইসাইড তত্ত্বটি কার ?
উত্তর: এমিল ডুর্খেইম
৪৭। “গ্লোবাল ভিলেজ” তত্ত্বটির প্রবক্তা ?
উত্তর: মার্শাল ম্যাকলুহান
৪৮। “মিশনারিজ অব চ্যারিটি’র প্রতিষ্ঠাতা ?
উত্তর: মাদার তেরেসা
৪৯। বিখ্যাত “আসাবিয়া” প্রত্যয়টি কার ?
উত্তর: ইবনে খালদুনের
৫০। ওয়াটার গেট কেলেংকালীর সাথে জড়িত মার্কিন প্রেসিডেন্ট ?
উত্তর: রিচার্ড নিক্সন

File Details:
File Name: প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর [www.gksolve.in]
File Format: PDF
Quality: High
File Size: 3 Mb
File Location: Google Drive

Click Here to Download

Leave a Comment