1000+ ইতিহাস প্রশ্ন উত্তর PDF – History Questions Answers in Bengali

Rate this post

1000+ ইতিহাস প্রশ্ন উত্তর PDF – History Questions Answers in Bengali: আজ 1000 ইতিহাস প্রশ্ন উত্তর PDF টি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বাংলা ভাষায় দেওয়া হয়েছে বিনামূল্যে। যেকোনো সরকারি ও বেসরকারী চাকরির পরীক্ষাতে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই কারণে ইতিহাস থেকে একাধিক প্রশ্ন এসে থাকে; যেমন:- শের শাহের আসল নাম কী? সম্রাট অশোকের পিতার নাম কী? ইত্যাদি।

1000+ ইতিহাস প্রশ্ন উত্তর PDF – History Questions Answers in Bengali

  1. বাংলার প্রথম জাতীয় রাজা কাকে বলা হয়?
    উত্তর: শশাঙ্ককে বাংলার প্রথম জাতীয় রাজা বলা হয়।
  2. সন্ন্যাসী বিদ্রোহের কথা কোন উপন্যাসে রয়েছে?
    উত্তর: সন্ন্যাসী বিদ্রোহের কথা আনন্দমঠ উপন্যাসে রয়েছে।
  3. জাতকের গল্পগুলি কোন ভাষায় লেখা?
    উত্তর: জাতকের গল্পগুলি পালি ভাষায় লেখা।
  4. কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
    উত্তর: 1780 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল।
  5. কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন?
    উত্তর: লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন।
  6. রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
    উত্তর: 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল।
  7. বেথুন কলেজ কে প্রতিষ্ঠা করেন?
    উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেথুন কলেজ প্রতিষ্ঠা করেন।
  8. ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
    উত্তর: রাজা রামমোহন রায় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন।
  9. শিবাজীর কবে রাজ্যভিষেক হয়েছিল?
    উত্তর: 1674 খ্রিস্টাব্দে শিবাজীর রাজ্যাভিষেক হয়েছিল।
  10. কোথায় শেরশাহের সমাধি দেওয়া হয়েছিল?
    উত্তর: বিহারের সাসারামে শেরশাহের সমাধি দেওয়া হয়েছিল।
  11. লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
    উত্তর: বহুলুল লোদী ছিলেন লোদী বংশের প্রতিষ্ঠাতা।
  12. ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন?
    উত্তর: ইউপর্ন বতুতা মহম্মদ বিন তুঘলকের রাজত্বকালে ভারতে আসেন।
  13. কে কুতুবমিনার নির্মাণ সম্পূর্ণ করেন?
    উত্তর: ইলতুৎমিস কুতুবমিনার নির্মাণ সম্পূর্ণ করেন।
  14. সূর্য মন্দির কোথায় রয়েছে?
    উত্তর: সূর্য মন্দির কোনারকে রয়েছে।
  15. তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল?
    উত্তর: 1565 খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধ হয়েছিল।
  16. সাঁচী স্তুপ কে নির্মাণ করেন?
    উত্তর: সম্রাট অশোক সাঁচী স্তুপ নির্মাণ করেন।
  17. সেলুকাস কার কাছে পরাজিত হয়েছিলেন?
    উত্তর: সেলুকাস চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে পরাজিত হয়েছিলেন।
  18. কে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছেন?
    উত্তর: দয়ারাম সাহানি সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছেন।
  19. কাকে বিন্ধ অধিপতি বলা হয়?
    উত্তর: গৌতমীপুত্র সাতকর্ণীকে বিন্ধ অধিপতি বলা হয়।
  20. খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
    উত্তর: বাবর এবং রানা সঙ্গের মধ্যে খানুয়ার যুদ্ধ হয়েছিল।
  1. কনিষ্কের রাজধানী কোথায় ছিল?
    উত্তর: কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর।
  2. জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?
    উত্তর: 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
  3. সিকন্দর-ঈ-সানি কাকে বলা হত?
    উত্তর: আলাউদ্দিন খলজীকে সিকন্দর-ঈ-সানি বলা হত।
  4. পাটলিপুত্র কে প্রতিষ্ঠা করেন?
    উত্তর: উদয়িনি পাটলিপুত্র প্রতিষ্ঠা করেন।
  5. এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কথা বর্ণনা করা হয়েছে?
    উত্তর: এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের কথা বর্ণনা করা হয়েছে।
  6. কোন বিদেশী দূত প্রথম ভারতে এসেছিলেন?
    উত্তর: বিদেশি দূত মেগাস্থিনিস প্রথম ভারতে এসেছিলেন।
  7. আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন?
    উত্তর: আলেকজান্ডার 327 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন।
  8. কে অশোকের ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেছেন?
    উত্তর: জেমস প্রিন্সেপ অশোকের ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেছেন।
  9. কুনিক কার উপাধি ছিল?
    উত্তর: অজাতশত্রুর উপাধি ছিল কুনিক।
  10. কোন যুগে গান্ধার শিল্প বিকাশ লাভ করেছিল?
    উত্তর: কুষাণ যুগে গান্ধার শিল্প বিকাশ লাভ করেছিল।
  11. ঔরঙ্গজেবের উপাধি কি ছিল?
    উত্তর: ঔরঙ্গজেবের উপাধি ছিল আলমগীরী বাদশাহ।
  12. স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন?
    উত্তর: অশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন।
  13. ভাস্কো-দা-গামা প্রথম ভারতের কোন বন্দরে এসেছিলেন?
    উত্তর: ভাস্কো-দা-গামা প্রথম ভারতের কালিকট বন্দরে এসেছিলেন।
  14. কে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন?
    উত্তর: রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন।
  15. স্বরাজ পার্টির সভাপতি কে ছিলেন?
    উত্তর: চিত্তরঞ্জন দাস স্বরাজ পার্টির সভাপতি ছিলেন।
  16. “আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে”- উদ্ধৃতিটির প্রবক্তা কে?
    উত্তর: উদ্ধৃতিটির প্রবক্তা হলেন গোপালকৃষ্ণ গোখলে।
  17. আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন?
    উত্তর: টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী।
  18. ভারতছাড়ো আন্দোলনের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?
    উত্তর: ভারতছাড়ো আন্দোলনের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল।
  19. বিপ্লবী যতীন দাস কিভাবে মারা গিয়েছিল?
    উত্তর: বিপ্লবী যতীন দাস অনশন করতে গিয়ে জেলে মারা গেছেন।
  20. রাওলাট অ্যাক্ট পাস করার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
    উত্তর: রাওলাট অ্যাক্ট পাস করার সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড চেমসফোর্ড।
  1. লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
    উত্তর: ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
  2. ইন্ডিয়া উইনস ফ্রিডম গ্রন্থটির রচয়িতা কে?
    উত্তর: ইন্ডিয়া উইনস ফ্রিডম গ্রন্থটির রচয়িতা হলেন মৌলানা আবুল কালাম আজাদ।
  3. সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘোষণা করেন?
    উত্তর: ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন।
  4. ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়?
    উত্তর: 1876 সালে ভারত সভা প্রতিষ্ঠিত হয়।
  5. কে সিপাহী বিদ্রোহের সূচনা করেছিলেন?
    উত্তর: মঙ্গল পান্ডে সিপাহী বিদ্রোহের সূচনা করেছিলেন।
  6. তেভাগা আন্দোলনের মূল কেন্দ্র কোথায় ছিল?
    উত্তর: তেভাগা আন্দোলনের মূল কেন্দ্র ছিল দিনাজপুর।
  7. স্যার টমাস রো কোন সম্রাটের রাজদরবারে আসেন?
    উত্তর: স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজদরবারে আছেন।
  8. জৈনদের শেষ তীর্থঙ্কর কে ছিলেন?
    উত্তর: মহাবীর ছিলেন জৈনদের শেষ তীর্থঙ্কর।
  9. The Light of Asia- কাকে বলা হয়?
    উত্তর: ভগবান বুদ্ধকে The Light of Asia বলা হয়।
  10. চতুর্থ বৌদ্ধসম্মেলনে কে সভাপতি ছিলেন?
    উত্তর:বসুমিত্র চতুর্থ বৌদ্ধসম্মেলনে সভাপতি ছিলেন।

Leave a Comment