পিটুইটারি নিঃসৃত প্রধান হরমোন – পিটুইটারি গ্রন্থি নিঃসৃত বিভিন্ন হরমোনের কাজ

Rate this post

পিটুইটারি নিঃসৃত প্রধান হরমোন – পিটুইটারি গ্রন্থি নিঃসৃত বিভিন্ন হরমোনের কাজ: পিটুইটারি গ্রন্থি (Pituitary gland) হলো একটি অন্তঃক্ষরা গ্রন্থি, মানব শরীরে যার ওজন ০.৫ গ্রাম (০.০১৮ আউন্স) এটা মস্তিষ্কের নিম্নাংশের হাইপোথ্যালামাসের নিম্নাংশ থেকে উৎপত্তি লাভ করে। এটি স্ফেনয়েড অস্থির হাইপোফাইসিয়াল ফসাতে অবস্থিত।[২] পিটুইটারি গ্রন্থির ৩টি অংশ আছে। যথাঃ– (১) সম্মুখ অংশ (Anterior Lobe)/অ্যাডিনোহাইপোফাইসিস (২) মধ্য অংশ (Intermediate lobe) (৩) পশ্চাৎ অংশ (Posterior lobe)/ নিউরোহাইপোফাইসিস

পিটুইটারি গ্রন্থির সম্মুখ অংশ থেকে ৬ ধরনের হরমোন নিঃসৃত হয়। (১) শরীর বর্ধক হরমোন(STH/GH) (২) থাইরোট্রপিক স্টিমুলেটিং হরমোন(TSH) (৩) অ্যাড্রিনোকোর্টিকোর্ট্রপিক হরমোন(ACTH) (৪) ফলিকন উদ্দীপক(স্টিমুলেটিং) হরমোন(FSH)(৫) লিউটিনাইজিং হরমোন (LH)(৬) প্রোল্যাকটিন বা ল্যাকটোজেনিক হরমোন।

পিটুইটারি গ্রন্থির মধ্য অংশ হতে খুব বেশি হরমোন নিঃসৃত হয়না। এ অংশের নিঃসৃত একমাত্র হরমোনের নাম মেলানোসাইট উদ্দীপক হরমোন(MSH)

পশ্চাৎ অংশ থেকে দুই ধরনের হরমোন নিঃসৃত হয়। যথাঃ– (১) অ্যান্টিডিউরেটিক হরমোন(ADH) (২) অক্সিটোসিন হরমোন।

পিটুইটারি গ্রন্থির ব্যাপক কার্যকলাপের জন্য একে অন্তঃক্ষরা সুইচ বোর্ড ( Endrocrinological switch board) , প্রভু গ্রন্থি(Master gland)নামেও অভিহিত করা হয়।

ACTH (অ্যাড্রিনো কর্টিকোট্রাফিক হরমোন) সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য:

ACTH হরমোনের পুরো নাম অ্যাড্রিনো কর্টিকোট্রাফিক হরমোন যার কোষীয় উৎস হল বেসফিল, এই হরমোনের প্রধান উৎস হলো প্রোটিন এবং এই হরমোন কম ক্ষরণে অ্যাড্রিনাল ক্ষরণ কমানো যায় ও অধিক ক্ষরণে কুশিং বর্ণিত রোগ হয়।

GH/STH (গ্রোথ হরমোন/সোমাটোট্রফিক হরমোন) সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য:

গ্রোথ হরমোন বা সোমাটোট্রফিক হরমোন এর প্রধান উৎস পার্স ডিস্টালিস এবং STH হরমোনের উৎস উৎস হল অ্যাসিডোফিল, রাসায়নিক প্রকৃতি হল প্রোটিন এবং এই হরমোন কম ক্ষরণে বামনত্ব রোগ লক্ষ্য করা যায় ও অধিক ক্ষরণে অতিকায়ত্ব ও অ্যাক্রমেগালি রোগ দেখা যায়।

FSH (ফলিকল স্টিমুলেটিং হরমোন) সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য:

ফলিকল স্টিমুলেটিং হরমোন এর প্রধান উৎস হলো বিসফিল, রাসায়নিক প্রকৃতি হল গ্লাইকোপ্রোটিন এবং এই হরমোন কম ক্ষরণে বন্ধ্যাত্ব রোগ লক্ষণ প্রকাশ পায়।

TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য:

TSH হরমোনের কোষীয় অঙ্গানু হলো থাইরোট্রফ এই হরমোনের রাসায়নিক প্রকৃতি গ্লাইকোপ্রোটিন , এই প্রোটিন এর কম ক্ষরণে থাইরক্সিন নিঃসরণ কমে এবং অধিক ক্ষরণে বেড়ে যায় ।

পিটুইটারি নিঃসৃত প্রধান হরমোন – পিটুইটারি গ্রন্থি নিঃসৃত বিভিন্ন হরমোনের কাজ

হরমোনউৎসউৎসরাসায়নিক প্রকৃতিঅনিয়মিত ক্ষরণ এর প্রভাব – রোগ
ACTH (অ্যাড্রিনো কর্টিকোট্রাফিক হরমোন)পার্স ডিস্টালিসবেসোফিল (কটিকোট্রফ)প্রোটিনকম ক্ষরণে: অ্যাড্রিনাল ক্ষরণ কমানো যায় , অধিক ক্ষরণে – কুশিং বর্ণিত রোগ হয়
ADH/ভেসোপ্রেসিন (অ্যান্টি – ডাই ইউরেটিক হরমোন )নিউরো হাইপোফাইসিসহাইপোথ্যালামিক সুপ্রা -অপটিক্যাল এবং প্যারাভেন্টিকুলার নিউক্লিয়ায়পলিপেপটাইডকম ক্ষরণে : মুত্রের পরিমাণ বৃদ্ধি পায় এবং শর্করা বিহীন বহুমূত্র রোগ হয়
FSH (ফলিকল স্টিমুলেটিং হরমোন)পার্স ডিস্টালিসবেসোফিলগ্লাইকোপ্রোটিনকম ক্ষরণে : বন্ধ্যাত্ব রোগ লক্ষণ প্রকাশ পায়
LTH (লিউটোট্রফিক হরমোন)পার্স ডিস্টালিসঅ্যাসিডোফিলপ্রোটিনমাতৃদেহে কম ক্ষরণে স্তন দুগ্ধ ক্ষরণ হ্রাস পায়
GH/STH (গ্রোথ হরমোন/সোমাটোট্রফিক হরমোন)পার্স ডিস্টালিসঅ্যাসিডোফিলপ্রোটিনকম ক্ষরণে : বামনত্ব, অধিক ক্ষরণে : অতিকায়ত্ব ও অ্যাক্রোমেগালি
TSH (থাইরয়েড স্টিমুলেটিং হরমোন)পার্স ডিস্টালিসবেসোফিল (থাইরোট্রফ)গ্লাইকোপ্রোটিনকম ক্ষরণে : থাইরক্সিন নিঃসরণ কমে এবং অধিক ক্ষরণে : বাড়ে
LH/ ICSH (লিউটিনাইজিং হরমোন/ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন)পার্স ডিস্টালিসবেসোফিলগ্লাইকোপ্রোটিনকম ক্ষরণে : প্রোজেস্টেরন ও টেস্টোস্টেরন ক্ষরণ বন্ধ হয়ে গিয়ে বন্ধ্যাত্ব রোগের লক্ষণ প্রকাশ পায়
MSH (মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন)পার্স ইন্টারমিডিয়াবেসোফিল ও অ্যাসিডোফিলপলিপেপটাইডকম ক্ষরণে : ত্বক ফোকাসে হয় এবং অধিক ক্ষরণে : ত্বক গাঢ় বর্ণের হয়

Leave a Comment