একনজরে মানবদেহ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর – Human Body GK in Bengali: মানব দেহ হল একটি মানুষের পূর্ণাঙ্গ দেহ কাঠামো যা মাথা, ঘাড়, ধড় (যাতে অন্তর্ভুক্ত হলো বক্ষ এবং পেট), বাহু এবং হাত, পা এবং পায়ের পাতা। মানব দেহের প্রতিটি অংশই বিভিন্ন ধরনের কোষ দ্বারা গঠিত, যা জীবনের মৌলিক একক।
পরিণত অবস্থায়, মানবদেহের কোষের সংখ্যা থাকে গড়ে প্রায় ৩৭.২ ট্রিলিয়ন। এই সংখ্যাটিকে মানবদেহের অন্যতম উপাত্ত হিসেবে উল্লেখ করা হয় এবং পরবর্তী ধাপের অন্যান্য হিসেবনিকেশের সূচনা হিসেবে ব্যবহৃত হয়। দেহের সকল অঙ্গের এবং সকল প্রকারের কোষের সংখ্যাকে যোগ করে এই সংখ্যাটি নির্ণয় করা হয়েছে। মানব বেশ কিছু নির্দিষ্ট রাসায়নিক পদার্থের সমন্বয়ে গঠিত যাদের মধ্যে অন্যতম হলো কার্বন, ক্যালসিয়াম এবং ফসফরাস।
মানবদেহ নিয়ে অধ্যয়নের প্রধান দুটি শাখা হলো শারীরস্থান এবং শারীরবিদ্যা। মানব দেহে প্রায়শই কিছু অঙ্গসংস্থানিক ও রোগনির্ণয়-ভিত্তিক বৈচিত্র্য ও অনিয়মিত অস্বাভাবিকতা দেখা যায় যা শনাক্ত করার প্রয়োজন পড়ে। শারীরবিদ্যা দেহের অঙ্গতন্ত্রের এবং অঙ্গের কার্যপ্রণালির দিকে নজর দেয়। মানবদেহের বহু তন্ত্র ও কার্যপ্রণালি দৈহিক ভারসাম্য নিয়ন্ত্রণের জন্য পারস্পরিকভাবে সম্পর্ক তৈরি করে।
একনজরে মানবদেহ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর – Human Body GK in Bengali
◼ মানবদেহে মোট পেশির সংখ্যা — ৬৩৯ টি
◼ মানবদেহে মোট অস্থির সংখ্যা — ২০৬ টি
◼ মানবদেহে করোটি অস্থির সংখ্যা — ২২ টি
◼ মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা — ১২ জোড়া
◼ মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা — ৩১ জোড়া
◼ মানবদেহে বৃহত্তম পেশি — গ্লুটিয়াস
◼ মানবদেহে ক্ষুদ্রতম পেশি — স্টেপিডিয়াস
◼ মানবদেহে দেহের দীর্ঘতম কোশ — স্নায়ুকোশ
◼ মানবদেহে দীর্ঘতম নার্ভ / স্নায়ু — সায়াটিক নার্ভ
◼ মানবদেহে সর্বাপেক্ষা হালকা অস্থি — ন্যাসো-টারবিনালস
◼ মানবদেহের সর্ববৃহৎ হার — ফিমার
◼ মানবদেহে ক্ষুদ্রতম অস্থি — স্টেপিস
◼ মানবদেহের সর্ববৃহৎ ধমনী — উদার মহাধমনী
◼ মানবদেহের সর্ববৃহৎ শিরা — নিম্ন মহাশিরা
◼ মানবদেহে সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি — থাইরয়েড
◼ মানবদেহে ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি — পিনিয়াল বডি
◼ মানবদেহে সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি — যকৃৎ
◼ মানবদেহে ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থি — অক্সিন্টিক গ্রন্থি (এককোশি)
◼ মানবদেহে সর্ববৃহৎ লসিকা গ্রন্থি — প্লীহা
◼ মানবদেহে সর্বাপেক্ষা পাতলা ত্বকের নাম — কনজাংটিভা
◼ পৌষ্টিক নালীর দৈর্ঘ্য — ৯ মিটার
◼ বৃক্কীয় নালিকার দৈর্ঘ্য — ৩৫-৫০mm.
◼ সুষুম্নাকান্ডের দৈর্ঘ্য — ৪২-৪৫ সেমি.
◼ ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য — ৭ মিটার
◼ বৃহদন্ত্রের দৈর্ঘ্য — ১.৫ মিটার
◼ মানবদেহে মস্তিষ্কের ওজন — ১.৩৬ কিগ্ৰা.
◼ পিট্যুইটারী গ্রন্থির ওজন — ০.৫ গ্রাম
◼ অগ্ন্যাশয়ের ওজন — ৬৫-১৫০ গ্রাম
◼ যকৃতের ওজন — ১.৫ কিগ্রা
◼ দেহে হিমোগ্লোবিনের মোট পরিমাণ — ১০০০ গ্রাম
১৪-১৮ গ্রাম / ১০০ মিলি. রক্তে (পুরুষ)
১২-১৫ গ্রাম / ১০০ মিলি. রক্তে (স্ত্রী)
◼ সর্বাপেক্ষা দেহ উষ্ণতা — ৯৮.৪°F (প্রায় ৩৭°C)
◼ জন্মের সময় স্বাভাবিক শ্বাসগতি — ৪০-৬০ / মিনিট
◼ ৫ বছর বয়সে স্বাভাবিক শ্বাসগতি — ২৪-২৬ / মিনিট
◼ ১৫ বছর বয়সে স্বাভাবিক শ্বাসগতি — ২০-২২ / মিনিট
◼ হাঁচির গতি — ১৬০ কিমি / ঘন্টা
◼ সারাদেহে রক্ত প্রবাহের সময় — ২২ সেকেন্ড
◼ রক্ততঞ্চনের সময়কাল — ৩.৬ মিনিট
◼ মোট রক্তের পরিমাণ — ৫.৬ লিটার
◼ প্রতি মিনিটে কার্বন-ডাই-অক্সাইড নির্গতের পরিমাণ — ২০০ মিলি.
◼ ক্যালোরি অনুসারে B.M.R. —
১,০০০-২,০০০ Kcal/দিনে (পুরুষ)
১,০০০-১,৭০০ Kcal/দিনে (স্ত্রী)
◼ দেহতল অনুসারে B.M.R. — ৪০ Kcal/বর্গ মি./ঘন্টা
◼ দেহের ওজন অনুসারে B.M.R. — ১ Kcal/কেজি/ঘণ্টা