ঐতিহাসিক গ্রন্থ ও রচয়িতা তালিকা: আজ ঐতিহাসিক বই ও লেখক তালিকা PDF টি আপনাদের দিচ্ছি, যেটিতে ইতিহাসের কয়েকটি বিখ্যাত বই ও সেগুলোর লেখকের নাম দেওয়া হয়েছে। কারণ পরীক্ষাতে জিকে ও ইতিহাসের অংশ হিসাবে ঐতিহাসিক বইয়ের নাম থেকে প্রশ্ন আসতে দেখা যায়। যেমন:- রাজতরঙ্গিনী গ্রন্থের লেখক কে?ইন্ডিকা গ্রন্থের লেখক কে? ইত্যাদি।