ঐতিহাসিক গ্রন্থ ও রচয়িতা তালিকা – Important Books and Authors in Ancient

Rate this post

ঐতিহাসিক গ্রন্থ ও রচয়িতা তালিকা: আজ ঐতিহাসিক বই ও লেখক তালিকা PDF টি আপনাদের দিচ্ছি, যেটিতে ইতিহাসের কয়েকটি বিখ্যাত বই ও সেগুলোর লেখকের নাম দেওয়া হয়েছে। কারণ পরীক্ষাতে জিকে ও ইতিহাসের অংশ হিসাবে ঐতিহাসিক বইয়ের নাম থেকে প্রশ্ন আসতে দেখা যায়। যেমন:- রাজতরঙ্গিনী গ্রন্থের লেখক কে? ইন্ডিকা গ্রন্থের লেখক কে? ইত্যাদি।

ঐতিহাসিক গ্রন্থ ও রচয়িতা তালিকা

গ্ৰন্থরচয়িতা
অর্থশাস্ত্রকৌটিল্য
ইন্ডিকামেগাস্থিনিস
মুদ্রারাক্ষসবিশাখ দত্ত
রাজতরঙ্গিনীকলহন
কুমারসম্ভবকালিদাস
মেঘদূতকালিদাস
অভিজ্ঞান শকুন্তলমকালিদাস
মালবিকাগ্নিমিত্রমকালিদাস
দানসাগর ও অদ্ভুত সাগরবল্লাল সেন
মিলিন্দ পাঞ্চহোনাগসেন
পবনদূতমধোয়ী
বুদ্ধচরিতঅশ্বঘোষ
বিক্রমাঙ্কদেবচরিতবিলহন
আইন-ই-আকবরিআবুল ফজল
আকবরনামাআবুল ফজল

ঐতিহাসিক গ্রন্থ ও রচয়িতা তালিকা

গ্ৰন্থরচয়িতা
মহাভাষ্যপতঞ্জলি
হর্ষচরিতবানভট্ট
সু মা কিয়েনফা-হিয়েন
সি-ইউ-কিহিউয়েন সাঙ
তহকিক-ই-হিন্দআলবেরুণী
তারিখ-ই-হিন্দআলবেরুণী
রামচরিতসন্ধ্যাকর নন্দী
রামচরিত মানসতুলসীদাস
অষ্টাধ্যায়ীপাণিনি
রেহালাইবন বতুতা
গৌড়বাহবাকপতি রাজ
মৃচ্ছকটিকশূদ্রক
গীতগোবিন্দজয়দেব
রামায়ণবাল্মীকি
মহাভারতব্যাসদেব (কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস)

Leave a Comment