ভারতের গুরুত্বপূর্ণ গুহা তালিকা: গুহা হল প্রাকৃতিকভাবে নির্মিত ভূগর্ভস্থিত ফাঁপা অংশবিশেষ। স্পেলিওলজি বা ‘গুহাবিদ্যা’ অনুসারে কোনও ভূ-অভ্যন্তরস্থিত পাথরনির্মিত প্রাকৃতিক ফাঁপা অংশ যদি অন্তত মানুষের প্রবেশের উপযুক্ত বড় হয়, তবেই তাকে গুহা বলা হয়ে থাকে।
স্বাভাবিকভাবেই গুহাবিদ্যা অনুযায়ী গুহার এই সংজ্ঞা গুহা বলতে সাধারণভাবে আমরা যা বুঝে থাকি, তার থেকে কিছুটা হলেও আলাদা। বাংলা ভাষায় ‘গুহা’ শব্দটির দ্বারা আমরা এই ‘গুহাবিদ্যা’ প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী গুহাগুলি ছাড়াও সাধারণ অর্থে আরও অনেক ধরনের অপেক্ষাকৃত ছোট গুহা, পাথুরে আশ্রয়স্থল, গ্রোটো, কৃত্রিম বা মনুষ্যনির্মিত গুহা, সামুদ্রিক বা সমুদ্রনির্মিত গুহাকেও বুঝে থাকি।
ভারতের গুরুত্বপূর্ণ গুহা তালিকা – Important Caves of India
নং | গুহা | অবস্থান |
---|---|---|
১ | বোরা কেভ | অন্ধ্রপ্রদেশ |
২ | উন্দাভাল্লি গুহা | অন্ধ্রপ্রদেশ |
৩ | বেলুম গুহা | অন্ধ্রপ্রদেশ |
৪ | ভুবন পাহাড় গুহা | আসাম |
৫ | উদয়গিরি ও খন্ডগিরি গুহা | উড়িষ্যা |
৬ | পাতাল ভুবনেশ্বর গুহা | উত্তরাখণ্ড |
৭ | কোটেশ্বর গুহা | উত্তরাখণ্ড |
৮ | নেলিতীর্থ গুহা | কর্ণাটক |
৯ | বাদামী গুহা | কর্নাটক |
১০ | জগিমারা গুহা | ছত্তিশগড় |
১১ | কুটুমসার গুহা | ছত্তিশগড় |
১২ | অমরনাথ গুহা | জম্মু-কাশ্মীর |
১৩ | বরাহা গুহা | তামিলনাড়ু |
১৪ | সিত্তানভাসাল গুহা | তামিলনাড়ু |
১৫ | ডুঙ্গেশ্বরী গুহা | বিহার |
১৬ | বারাবর গুহা | বিহার |
১৭ | ভিমবেটকা গুহা | মধ্যপ্রদেশ |
১৮ | বাগ গুহা | মধ্যপ্রদেশ |
১৯ | অজন্তা ইলোরা গুহা | মহারাষ্ট্র |
২০ | এলিফ্যান্টা গুহা | মহারাষ্ট্র |
২১ | পাতালেশ্বর গুহা | মহারাষ্ট্র |
২২ | কার্লা গুহা | মহারাষ্ট্র |
২৩ | ত্রিচি গুহা | মাদুরাই |
২৪ | ক্রেম লিয়াট প্রাহ | মেঘালয় |
২৫ | ক্রেম কোটস গুহা | মেঘালয় |
২৬ | মাওসমাই গুহা | মেঘালয় |
২৭ | টাবো গুহা | হিমাচল প্রদেশ |