ভারতের গুরুত্বপূর্ণ গুহা তালিকা – Important Caves of India

Rate this post

ভারতের গুরুত্বপূর্ণ গুহা তালিকা: গুহা হল প্রাকৃতিকভাবে নির্মিত ভূগর্ভস্থিত ফাঁপা অংশবিশেষ। স্পেলিওলজি বা ‘গুহাবিদ্যা’ অনুসারে কোনও ভূ-অভ্যন্তরস্থিত পাথরনির্মিত প্রাকৃতিক ফাঁপা অংশ যদি অন্তত মানুষের প্রবেশের উপযুক্ত বড় হয়, তবেই তাকে গুহা বলা হয়ে থাকে

স্বাভাবিকভাবেই গুহাবিদ্যা অনুযায়ী গুহার এই সংজ্ঞা গুহা বলতে সাধারণভাবে আমরা যা বুঝে থাকি, তার থেকে কিছুটা হলেও আলাদা। বাংলা ভাষায় ‘গুহা’ শব্দটির দ্বারা আমরা এই ‘গুহাবিদ্যা’ প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী গুহাগুলি ছাড়াও সাধারণ অর্থে আরও অনেক ধরনের অপেক্ষাকৃত ছোট গুহা, পাথুরে আশ্রয়স্থল, গ্রোটো, কৃত্রিম বা মনুষ্যনির্মিত গুহা, সামুদ্রিক বা সমুদ্রনির্মিত গুহাকেও বুঝে থাকি।

ভারতের গুরুত্বপূর্ণ গুহা তালিকা – Important Caves of India

নংগুহাঅবস্থান
বোরা কেভঅন্ধ্রপ্রদেশ
উন্দাভাল্লি গুহাঅন্ধ্রপ্রদেশ
বেলুম গুহাঅন্ধ্রপ্রদেশ
ভুবন পাহাড় গুহাআসাম
উদয়গিরি ও খন্ডগিরি গুহাউড়িষ্যা
পাতাল ভুবনেশ্বর গুহাউত্তরাখণ্ড
কোটেশ্বর গুহাউত্তরাখণ্ড
নেলিতীর্থ গুহাকর্ণাটক
বাদামী গুহাকর্নাটক
১০জগিমারা গুহাছত্তিশগড়
১১কুটুমসার গুহাছত্তিশগড়
১২অমরনাথ গুহাজম্মু-কাশ্মীর
১৩বরাহা গুহাতামিলনাড়ু
১৪সিত্তানভাসাল গুহাতামিলনাড়ু
১৫ডুঙ্গেশ্বরী গুহাবিহার
১৬বারাবর গুহাবিহার
১৭ভিমবেটকা গুহামধ্যপ্রদেশ
১৮বাগ গুহামধ্যপ্রদেশ
১৯অজন্তা ইলোরা গুহামহারাষ্ট্র
২০এলিফ্যান্টা গুহামহারাষ্ট্র
২১পাতালেশ্বর গুহামহারাষ্ট্র
২২কার্লা গুহামহারাষ্ট্র
২৩ত্রিচি গুহামাদুরাই
২৪ক্রেম লিয়াট প্রাহমেঘালয়
২৫ক্রেম কোটস গুহামেঘালয়
২৬মাওসমাই গুহামেঘালয়
২৭টাবো গুহাহিমাচল প্রদেশ

Leave a Comment