7th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Important Current Affairs 2023 7th July

Rate this post

7th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Important Current Affairs 2023 7th July থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 7th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Important Current Affairs 2023 7th July যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

7th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – Important Current Affairs 2023 7th July 2023

1. Aadhav Arjuna কে বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচিত করা হলো।

2. Sirisha Voruganti কে ভারতে Lloyds Banking Group এর টেকনোলজি সেন্টারের MD এবং CEO পদে নিযুক্ত করা হলো।

3. Unmanned aircraft এ সহযোগিতার জন্য ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA) এবং ইউরোপিয়ান ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি চুক্তি স্বাক্ষর করলো।

4. প্রথম আরবান বডি হিসেবে EPR ক্রেডিট পেলো ইন্দোর মিউনিসিপ্যাল কর্পোরেশন।

5. মেটা সম্প্রতি ‘Threads’ নামক ট্যুইটার কিলার অ্যাপ লঞ্চ করলো।

6. ভারতের পলিসি হেড হিসেবে অ্যাপেলের প্রাক্তন এক্সিকিউটিভ Sreenivasa Reddy কে নিযুক্ত করতে চলেছে গুগল।

7. গুজরাটে কো-অপারেটিভ চালিত প্রথম সৈনিক স্কুলের শিলান্যাস করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

8. বিশাখাপত্তনমে সপ্তম ভারত-জাপান দ্বিপাক্ষিক সামুদ্রিক অনুশীলন 2023 (JIMEX 2023) শুরু হতে চলেছে।

9. এনহ্যান্সড ডেটা ম্যানেজমেন্টের জন্য সেন্ট্রালাইজড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম লঞ্চ করলো RBI.

10. স্বরাষ্ট্রমন্ত্রক সম্প্রতি ‘Scheme for Expansion and Modernization of Fire Services in the States লঞ্চ করলো।

আরও পড়ুন:

Leave a Comment