কারেন্ট অ্যাফেয়ার্স 20th আগস্ট 2023 | Important Current Affairs 20th August 2023

Rate this post

কারেন্ট অ্যাফেয়ার্স 20th আগস্ট 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Important Current Affairs 20th August 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 20th আগস্ট 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Important Current Affairs 20th August 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

কারেন্ট অ্যাফেয়ার্স 20th আগস্ট 2023 | Important Current Affairs 20th August 2023

1. প্রতিবছর 19 শে আগস্ট বিশ্ব ফটোগ্রাফি দিবস পালিত হয়।

2. প্রধান রোডের সাথে ট্রাইবাল গ্রাম সংযুক্ত করতে মহারাষ্ট্র সরকার Bhagwan Birsa Munda Jodaraste স্কীম লঞ্চ করলো।

3. ইন্ডিয়ান টেকনোলজি স্ট্যাক শেয়ার করার জন্য ত্রিনিদাদ এবং টোবাগো চুক্তি স্বাক্ষর করল।

4. সেন্ট্রাল ওয়াটার কমিশন, চেয়ারম্যান Shri Kushvinder Vohra জনগণের মধ্যে ‘Floodwatch’ নামক রিয়েল-টাইম বন্যা পূর্বাভাস মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করলেন।

5. মিনিস্ট্রি অফ এক্সটার্নাল আফফায়ার্স এবং ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার আয়োজিত G20 ফিল্ম উৎসব দিল্লীতে শুরু হল।

6. 2024 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি বৃদ্ধি 6% এর পূর্বাভাস দিল Crisil.

7. ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) UDGAM (Unclaimed Deposits – Gateway to Access Information) পোর্টালের সূচনা করল।

8. কিষাণ ক্রেডিট কার্ড লঞ্চ করার জন্য Axis ব্যাংক এবং RBI ইনোভেশন হাব জোটবদ্ধ হল।

9. পারমিন্দার চোপড়া কে চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (CMD) নিযুক্ত করল পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন।

10. AFI প্রেসিডেন্ট Adille Sumariwalla কে ওয়ার্ল্ড এথলোটিক্স এর চারজন প্রেসিডেন্টের একজন হিসেবে নির্বাচিত করা হল।

আরও পড়ুন:

Leave a Comment