বিশ্বের বিভিন্ন মরুভূমি তালিকা – Important Deserts of the World

Rate this post

বিশ্বের বিভিন্ন মরুভূমি তালিকা – Important Deserts of the World: মরুভূমি বলতে বোঝায় অত্যন্ত শুস্ক, বৃষ্টিবিরল ও অধিকাংশ ক্ষেত্রে বালি দিয়ে আবৃত অঞ্চল। মরুভূমি বসবাসের জন্য অত্যন্ত অনুপযোগী। মরুভূমির দিন ও রাতের তাপমাত্রার মধ্যে পার্থক্য খুব বেশি হয়। দিনে তাপমাত্রা অনেক বৃদ্ধি পায় রাতে সেই তাপমাত্রা অনেক কমে যায়।

একসময় মরুভূমিগুলো বড় বড় পাথরে অস্তিত্ব ছিল। দিন ও রাতের মধ্যে তাপমাত্রার এই ব্যাপক তারতম্যের ফলে এসব পাথর প্রতিদিনই সংকোচন ও প্রসারিত হতে থাকে এবং গায়ে ফাটল দেখা দেয়। লক্ষ লক্ষ বছর ধরে এই প্রক্রিয়া চলতে থাকলে বৃহৎ পাথরখন্ডগুলো ক্রেমেই ভেঙে ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে বালুকণার আকার ধারণ করে। সাহারা মরুভূমি হল পৃথিবীর বৃহত্তম মরু এলাকা। মরুভূমিতে মরীচিকা দেখা যায় যা পর্যটকদের প্রায়শই বিভ্রান্তের মধ্যে ফে‌লে। মরুভূমির আবহাওয়া অত্যন্ত রূক্ষ হওয়ায় এখানে স্বাভাবিক গাছপালার অস্তিত্ব নেই। খরা সহিষ্ণু কিছু কাঁটা ও ঝোপ জাতীয় গাছ এখানে জন্মায়। এসব গাছপালার শিকড় মাটির অনেক নিচে প্রবেশ করে পানি সংগ্রহ করতে পারে।

বিশ্বের বিভিন্ন মরুভূমি তালিকা – Important Deserts of the World

নংমরুভূমির নামঅবস্থান
আন্টার্কটিকা মরুভূমিআন্টার্কটিক
আর্কটিক মরুভূমিআর্কটিক
সাহারা মরুভূমিউত্তর আফ্রিকা
কালাহারি মরুভূমিদক্ষিন আফ্রিকা
সিম্পসন মরুভূমিউত্তর আফ্রিকা
আরবীয় মরুভূমিমধ্য-পূর্ব এশিয়া
থর মরুভূমিভারত ও পাকিস্তান
গোবি মরুভূমিচীন ও মঙ্গোলিয়া
তাকলামাকান মরুভূমিচীন
১০গ্রেট ভিক্টোরিয়া মরুভূমিঅস্ট্রেলিয়া
১১গ্রেট স্যান্ডি মরুভূমিঅস্ট্রেলিয়া
১২গিবসন মরুভূমিঅস্ট্রেলিয়া
১৩নামিব মরুভূমিদক্ষিন আফ্রিকা
১৪প্যাটাগোনিয়া মরুভূমিআর্জেন্টিনা
১৫আটাকামা মরুভূমিচিলি-পেরু
১৬গ্রেট বেসিনযুক্তরাষ্ট্র
১৭কারাকুম মরুভূমিতুর্কমেনিস্তান
১৮সনোরান মরুভূমিউত্তর আমেরিকা
১৯কিজিলকুম মরুভূমিমধ্য এশিয়া
২০চিহুয়াউয়ান মরুভূমিমেক্সিকো

Leave a Comment