১৫ ই আগস্ট এর গুরুত্বপূর্ণ তথ্য PDF – ভারতের স্বাধীনতা দিবস: স্বাধীনতা দিবস হল ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। ১৯৪৭ সালের ১৫ আগস্ট (১৩৫৪ বঙ্গাব্দের ২৯ শ্রাবণ, শুক্রবার) ভারত ব্রিটিশ রাজশক্তির শাসনকর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর ১৫অগাস্ট তারিখটিকে ভারতে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে প্রধানত অহিংস, অসহযোগ ও আইন অমান্য আন্দোলন এবং বিভিন্ন চরমপন্থী গুপ্ত রাজনৈতিক সমিতির সহিংস আন্দোলনের পথে পরিচালিত এক দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর ভারত স্বাধীনতা অর্জন করেছিল। স্বাধীনতার ঠিক পূর্ব-মুহুর্তে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য ধর্মের ভিত্তিতে বিভাজিত হয় এবং তার ফলে ভারত ও পাকিস্তান অধিরাজ্যের জন্ম ঘটে। দেশভাগের সময় সাম্প্রদায়িক দাঙ্গায় প্রচুর ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। অনেক মানুষ প্রাণ হারান এবং ১ কোটি ৫০ লক্ষেরও বেশি মানুষ বাস্তুহারা হন। ১৯৪৭ সালের ১৫ অগস্ট জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পর দিল্লির লাল কেল্লার লাহোরি গেটের উপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। তদবধি প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন।
জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে স্বাধীনতা দিবস পালন করা হয়। এই দিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে এবং অন্যান্য অফিস-আদালতে মিষ্টান্ন বিতরণ করা হয়। কিন্তু এটি একটি জাতীয় ছুটির দিন হওয়ার দরুন সর্বত্রই পঠনপাঠন ও কাজকর্ম বন্ধ থাকে।
১৫ ই আগস্ট এর গুরুত্বপূর্ণ তথ্য PDF | ভারতের স্বাধীনতা দিবস
০১) ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত ?
উত্তর. ৩:২
০২) ভারতের জাতীয় পতাকার মাঝে অশোক চক্রের কি ?
উত্তর. নীল
০৩) ভারতীয় জাতীয় পতাকার অশোক চক্রে কতগুলি দন্ড আছে ?
উত্তর. ২৪ টি
০৪) স্বাধীন ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিল ?
উত্তর. পিঙ্গালি ভেঙ্কাইয়া
০৫) ভারতের জাতীয় সংগীতের নাম কি ?
উত্তর. জন গণ মন
০৬) ভারতের জাতীয় সংগীতের রচয়িতা কে ?
উত্তর. রবীন্দ্রনাথ ঠাকুর
০৭) জাতীয় সংগীত জন গণ মন সর্বপ্রথম কোথায় এবং কবে গাওয়া হয়েছিল ?
উত্তর. ১৯১১, কলকাতা
০৮) ভারতীয় জাতীয় সংগীত গানটি গাওয়ার সময়সীমা কত ?
উত্তর. ৫২ সেকেন্ড
০৯) ভারতের রাষ্ট্রীয় গীত কি ?
উত্তর. বন্দে মাতরম
১০) ভারতের রাষ্ট্র গীত এর রচয়িতা কে ?
উত্তর. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১১) ভারতীয় রাষ্ট্রীয় গীত গাওয়ার সময়সীমা কত ?
উত্তর. ৬৫ সেকেন্ড
১২) ভারতীয় রাষ্ট্রদূত বন্দে মাতারাম প্রথম কবে গাওয়া হয় ?
উত্তর. ১৮৯৬ সালে
১৩) ভারতীয় রাষ্ট্রীয় গীত বন্দে মাতারাম কোন গ্রন্থে সংকলিত হয়েছে ?
উত্তর. আনন্দমঠ
১৪) আকাশবাণী ও দূরদর্শনের দৈনিক কার্যক্রম কিসে শুরু হয় ?
উত্তর. রাষ্ট্র গীত
১৫) সারনাথে অবস্থিত শীর্ষ স্তম্ভের কোন ভাগ রাষ্ট্রীয় প্রতীক রূপে নেওয়া হয়েছে ?
উত্তর. শীর্ষ ভাগ
১৬) ভারতের জাতীয় প্রতীকে কোন কোন পশু দেখা যায় ?
উত্তর. সিংহ, ষাঁড় এবং ঘোড়া
১৭) ভারতের জাতীয় প্রতীকে কটি সিংহ থাকে ?
উত্তর. তিনটি
১৮) ভারতের অশোক স্তম্ভে কটি সিংহ আছে ?
উত্তর. চারটি
১৯) ভারতের জাতীয় পশুর নাম কি ?
উত্তর. বাঘ
২০) ভারতের জাতীয় পতাকার গেরুয়া রং কিসের প্রতীক ?
উত্তর. ত্যাগ, সৌর্য ও সেবার প্রতীক ।
২১) ভারতের জাতীয় পতাকার সাদা রং কিসের প্রতীক ?
উত্তর. শান্তি ও পবিত্রতার প্রতীক
২২) গাঢ় ও সবুজ রং কিসের প্রতীক ?
উত্তর. জাতীয় পতাকার নীচের গাঢ় সবুজ রঙটি নির্ভীকতা, কর্ম শক্তি ও জীবন বোধের প্রতীক।
২৩) জাতীয় পতাকার চক্রটি কিসের প্রতীক ?
উত্তর. উন্নতি ও প্রগতির প্রতীক