ভারতের ভূগোল প্রশ্ন উত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভূগোল প্রশ্নোত্তর PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি India Geography Question Answers PDF.
নিচে ভারতের ভূগোল প্রশ্নোত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। উচ্চমাধ্যমিক ভূগোল অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
1) নর্মদা নদীর উৎপত্তিস্থল অমরকন্টক পাহাড় কোন রাজ্যে অবস্থিত?
উত্তর – মধ্যপ্রদেশ রাজ্যে
2) কোথায়, কোন দুটি নদীর মিলনের ফলে গঙ্গা নদীর উৎপত্তি হয়?
উত্তর – উত্তরাখণ্ডের দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনের ফলে গঙ্গা নদীর উৎপত্তি ঘটে।
3) নর্মদা নদীর উপর নির্মিত জলাধার টির নাম কি?
উত্তর – সর্দার সরোবর জলাধার
4) কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর – কাজিরাঙ্গা জাতীয় উদ্যান টি অসমে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত।
5) আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর – গুরুশিখর
6) নর্মদা নদী উপদ্বীপীয় মালভূমি অঞ্চল কে কয়টি অংশে ভাগ করেছে ও কি কি?
উত্তর – দুটি অংশ – মালব মালভূমি ও ডেকান মালভূমি।
7) ভারতের দীর্ঘতম হ্রদের নাম কি?
উত্তর – ভেম্বানাথ
8) আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত ইন্দিরা পয়েন্ট অন্য কি নামে পরিচিত?
উত্তর – পিগম্যালিয়ন পয়েন্ট নামে পরিচিত
9) কেরালার সমুদ্র উপকূল কে কি বলে?
উত্তর – মালাবার উপকূল
11) Cherry Blossoms কি?
উত্তর – কর্ণাটক ও তার পার্শ্ববর্তী অঞ্চলে এপ্রিল-মে মাসে সংঘটিত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত Cherry Blossoms নামে পরিচিত।
12) ভারতে জাতীয় জলপথের সংখ্যা কয়টি ?
উত্তর – 6 টি
13) ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম কি?
উত্তর – 1933 সালে স্থাপিত উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যান।
14) মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর – শিপ্রা নদীর তীরে
15) ভারতের কোন রাজ্যের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য সবচেয়ে বেশি?
উত্তর – গুজরাট
16) আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরুশিখর ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর – রাজস্থান রাজ্যে
17) ভারতের কোন রাজ্যে sc (Schedule caste) জনসংখ্যার পরিমাণ সবচেয়ে বেশি?
উত্তর – পাঞ্জাবে
18) ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে?
উত্তর – উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা ও ছত্রিশগড় রাজ্যের উপর দিয়ে।
19) গাঙ্গেয় সমভূমি অঞ্চলের নবীন পলি গঠিত সমভূমি কি নামে পরিচিত?
উত্তর – খাদার নামে পরিচিত
20) ইরাবতী নদীর উপর স্থাপিত উচ্চতম জলাধার টির নাম কি?
উত্তর – রঞ্জিত সাগর জলাধার
21) পুষ্কর হ্রদটি কোন রাজ্যে অবস্থিত?
উত্তর – রাজস্থানের আজমিরে
22) ‘Tiger State of India’ বলা হয় ভারতের কোন রাজ্য কে?
উত্তর – মধ্যপ্রদেশ কে
23) বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
উত্তর – কর্নাটকে
24) আখ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?
উত্তর – উত্তর প্রদেশ
25) ভারতবর্ষের সবচেয়ে দক্ষিনে কোন পর্বতশ্রেণী অবস্থিত?
উত্তর – কার্ডামম পর্বতশ্রেনী
26) উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর – গোদাবরী নদী
27) ভারতের প্রাচীনতম তৈল খনির কোনটি?
উত্তর – অসমের ডিগবয় (1991)
28) ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়?
উত্তর – মহারাষ্ট্রের তারাপুরে
29) মার্মাগাঁও সামুদ্রিক বন্দর টি কোন রাজ্যে অবস্থিত?
উত্তর – গোয়াতে
30) কোলার সোনার খনি টি কোথায় অবস্থিত?
উত্তর – কর্নাটকে
31) ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি?
উত্তর – জম্মু ও কাশ্মীরের উলার হ্রদ
32) ভাকরা নাঙ্গাল প্রকল্প টি কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তর – শতদ্রু নদীর উপর
33) ভারতের কোন রাজ্যে জাতীয় উদ্যানের সংখ্যা সবচেয়ে বেশি?
উত্তর – মধ্যপ্রদেশ রাজ্যে (9টি) এবং কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (9টি)
34) অমরকন্টক পাহাড় থেকে কোন কোন নদীর উৎপত্তি ঘটেছে?
উত্তর – নর্মদা ও শোন নদীর
35) হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর – মুসি নদীর তীরে
36) মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর – চম্বল
37) শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর – বিতস্তা নদীর তীরে
38) ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম?
উত্তর – হরিয়ানা