ভারতীয় অর্থনীতি প্রশ্ন উত্তর – Indian Economy Question Answer: ভারতের অর্থনীতি বৈচিত্র্যময়। কৃষিকাজ, হস্তশিল্প, বস্ত্রশিল্প, উৎপাদন, এবং বিভিন্ন সেবা ভারতের অর্থনীতির অংশ। ভারতের শ্রমশক্তির দুই-তৃতীয়াংশ প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে কৃষিখাত থেকে তাদের জীবিকা নির্বাহ করে। তবে সেবাখাত ক্রমেই প্রসার লাভ করছে এবং ভারতের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
ডিজিটাল যুগের আবির্ভাবের পর ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারদর্শী তরুণ ও শিক্ষিত লোকের সহজলভ্যতাকে কাজে লাগিয়ে ভারত আউটসোর্সিং, ক্রেতা সেবা ও কারিগরি সহায়তা দানের একটি গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে। ভারত সফটওয়্যার ও আর্থিক সেবার ক্ষেত্রে সারা বিশ্বে অতি-দক্ষ শ্রমিক সরবরাহ করে থাকে। এছাড়া উৎপাদন, ওষুধ শিল্প, জীবপ্রযুক্তি, ন্যানোপ্রযুক্তি, টেলিযোগাযোগ, জাহাজ নির্মাণ, বিমানভ্রমণ এবং পর্যটন শিল্পগুলিতেও ভবিষ্যতে জোরালো প্রবৃদ্ধির সম্ভাবনা আছে।
1. নীতি আয়োগ কীভাবে গঠিত হয়?
উত্তর: কেন্দ্রীয় ক্যাবিনেটের Resolution দ্বারা নীতি আয়োগ গঠিত হয়।
2. ভারত কোন দেশ থেকে সবচেয়ে বেশি সোনা আমদানি করে?
উত্তর: ভারত সুইজারল্যান্ড থেকে সবচেয়ে বেশি সোনা আমদানি করে।
3. কোন শহরকে ভারতের ডেট্রয়েট বলা হয়?
উত্তর: চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়
4. কোন রাজ্যে জনঘনত্ব সর্বাধিক?
উত্তর: বিহারের জনঘনত্ব হল সর্বাধিক।
5. ভারতের প্রথম স্মার্ট সিটি কোনটি?
উত্তর: দিল্লি হল ভারতের প্রথম স্মার্ট সিটি।
6. ভারতে সর্বাধিক জনবিরল রাজ্য কোনটি?
উত্তর: সিকিম হল ভারতে সর্বাধিক জনবিরল রাজ্য।
7. ভারতে প্রথম রেলপথ কোথায় স্থাপিত হয়?
উত্তর: মুম্বাই–থানে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়।
8. ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরী?
উত্তর: ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহলানবীশ মডেলের উপর ভিত্তি করে তৈরী
9. কোন সংস্থা বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রণ করে?
উত্তর: IBRD (The International Bank of Reconstruction and Development) বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রণ করে।
10. বিশ্ব বাণিজ্য সংস্থা কবে স্থাপিত হয়?
উত্তর: বিশ্ব বাণিজ্য সংস্থা 1995 খ্রিস্টাব্দে স্থাপিত হয়।
11. বিশ্ব বাণিজ্য সংস্থার আগের নাম কী?
উত্তর: বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) আগের নাম হল GATT.
12. কবে মানব উন্নয়ন সূচক উদ্ভাবিত হয়?
উত্তর: 1990 সালে মানব উন্নয়ন সূচক (HDI) উদ্ভাবিত হয়।
13. কে প্রথম মানব উন্নয়ন সূচক উদ্ভাবন করেন?
উত্তর: পাকিস্তানি অর্থনীতিবীদ মাহবুব উল হক সর্বপ্রথম মানব উন্নয়ন সূচক উদ্ভাবন করেন।
14. কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম কত সালে শুরু হয়?
উত্তর: কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1952 সালে শুরু হয়।
15. বিশ্ব উন্নয়ন প্রতিবেদন কোন সংস্থা প্রকাশ করে?
উত্তর: বিশ্ব উন্নয়ন প্রতিবেদন (world development report) প্রকাশ করে ওয়ার্ল্ড ব্যাংক (WB)।
16. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতে ভারী শিল্পের ওপর গুরুত্ব আরোপ করা হয়?
উত্তর: দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতে ভারী শিল্পের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
17. ভারতের জনসংখ্যা অধিকাংশ মানুষ কোন শ্রেণীর জীবিকার উপর নির্ভর করে?
উত্তর: ভারতের জনসংখ্যার অধিকাংশ মানুষ প্রাথমিক সেক্টর নির্ভর জীবিকায় যুক্ত রয়েছে।
18. কৃষিঋণ সরবরাহকারী প্রধান ব্যাংক কোনটি?
উত্তর: কৃষিঋণ সরবরাহকারী প্রধান ব্যাংক হল নাবার্ড (NABARD)।
19. নাবার্ড (NABARD) কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: নাবার্ড (NABARD) 1982 সালে প্রতিষ্ঠিত হয়।
20. রাষ্ট্রপতি কত বছর অন্তর অর্থ কমিশন গঠন করেন?
উত্তর: রাষ্ট্রপতি 5 বছর অন্তর অর্থ কমিশন গঠন করেন।
21. স্বাধীনোত্তর ভারতের প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয়?
উত্তর: স্বাধীনোত্তর ভারতের প্রথম অর্থ কমিশন 1951 সালে গঠিত হয়।
22. অপারেশন বর্গা প্রথম কোথায় শুরু হয়?
উত্তর: অপারেশন বর্গা প্রথম পশ্চিমবঙ্গে শুরু হয়।
23. প্রান্তিক বা মার্জিনাল শ্রমিক কাদের বলে?
উত্তর: যেসকল শ্রমিক বছরে 183 দিনের কম কাজ করে তাদের প্রান্তিক বা মার্জিনাল শ্রমিক বলা হয়।
24. এক টাকার নোট ছাপার দায়িত্ব কার?
উত্তর: এক টাকার নোট ছাপার দায়িত্ব অর্থমন্ত্রকের।
25. ভারতের প্রথম ব্যাঙ্ক কোনটি?
উত্তর: ভারতের প্রথম ব্যাংক হল ব্যাঙ্ক অফ হিন্দুস্তান।
26. ব্যাঙ্ক অফ হিন্দুস্তান কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ব্যাঙ্ক অফ হিন্দুস্তান 1770 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
27. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) 1935 সালে প্রতিষ্ঠিত হয়।
28. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রথম গভর্নর কে ছিলেন?
উত্তর: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রথম গভর্নর ছিলেন অসবর্ণ স্মিথ।
29. ভারতীয় কৃষির প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর: ভারতীয় কৃষি ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হল ক্ষুদ্রায়তন ফার্ম।
30. পেশা কর কে আরোপ করে?
উত্তর: পেশা কর রাজ্য সরকার আরোপ করে।
31. মন্ডল কমিশনের সুপারিশ কে প্রয়োগ করে?
উত্তর: ভি. পি. সিং মন্ডল কমিশনের সুপারিশ প্রয়োগ করেন।
32. ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরিবর্তিত নাম কী?
উত্তর: ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরিবর্তিত নাম হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।
33. কোন খাতে ভারতে বৈদেশিক মুদ্রা সবচেয়ে বেশি খরচ হয়?
উত্তর: পেট্রোলিয়াম জাতীয় দ্রব্যের আমদানিতে ভারতে বৈদেশিক মুদ্রা সবচেয়ে বেশি খরচ হয়।
34. ভারতে প্রথম শিল্প আইন কবে চালু হয়?
উত্তর: 1958 সালে ভারতে প্রথম শিল্প আইন চালু হয়।
35. পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন?
উত্তর: পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন গুলজারিলাল নন্দা।
36. ভারতের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক কোনটি?
উত্তর: ভারতের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।
37. ভারতের কোন ব্যাঙ্ক প্রথম বিদেশে তাদের শাখা খুলেছিল?
উত্তর: ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1946 সালে লন্ডনে তাদের প্রথম বিদেশি শাখা উদ্বোধন করে।
38. পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠা করেন লাল লাজপত রায়।
39. ভারতে কয়লাখনি জাতীয়করণ কত সালে করা হয়?
উত্তর: 1973 সালে ভারতে কয়লাখনি জাতীয়করণ করা হয়।
40. 1,000, 5,000 ও 10,000 টাকার কাগজের নোট কবে বাতিল করা হয়েছিল?
উত্তর: 1,000, 5,000 ও 10,000 টাকার কাগজের নোট 1978 সালে বাতিল করা হয়েছিল।
41. ভারতের প্রথম প্রাইভেট বিমান বিমান বন্দরের নাম কী?
উত্তর: ভারতের প্রথম প্রাইভেট বিমানবন্দর হল কোচিন বিমানবন্দর।
42. গোস্বামী কমিটি কোন প্রকল্পের সাথে যুক্ত?
উত্তর: গোস্বামী কমিটি রুগ্ন শিল্প প্রকল্পের সাথে যুক্ত।
43. ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন?
উত্তর: ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন আর. কে. সম্মুখন চেট্টি।
44. ভারতের শেয়ার মার্কেট পরিচালনা করে কোন সংস্থা?
উত্তর: ভারতের শেয়ার মার্কেট পরিচালনা করে SEBI.
45. মুম্বাই শেয়ার মার্কেট কত সালে গঠিত হয়?
উত্তর: 1975 সালে মুম্বাই শেয়ার মার্কেট গঠিত হয়।
46. মুম্বাই শেয়ার মার্কেটের সূচক কী?
উত্তর: মুম্বাই শেয়ার মার্কেটের সূচক হল SENSEX.
47. ভারতের প্রথম স্বর্ণ মুদ্রা কে চালু করেন?
উত্তর: কুষাণ বংশের রাজারা ভারতের প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেন।
48. ভারতের প্রথম রৌপ্যমুদ্রা কে চালু করেন?
উত্তর: ভারতের প্রথম রৌপ্যমুদ্রা চালু করেন গুপ্ত বংশের রাজারা।
49. ভারতে শিল্পক্ষেত্রে বিনিয়োগ সর্বোচ্চ সরকারি সংস্থা কোনটি?
উত্তর: ভারতে শিল্পক্ষেত্রে বিনিয়োগ সর্বোচ্চ সরকারি সংস্থা হল IDBI.
50. ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি?
উত্তর: গুজরাটের কান্ডালা হল ভারতের শুল্কমুক্ত বন্দর।
51. ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি?
উত্তর: দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর হল ভারতের বৃহত্তম বিমানবন্দর।
52. প্রথম জাতীয় শ্রম কমিশন কত সালে গঠিত হয়?
উত্তর: প্রথম জাতীয় শ্রম কমিশন 1966 সালে গঠিত হয়।
53. ভারতের সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ কোনটি?
উত্তর: ভারতের সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ হল BSE.
54. ভারতের বৃহত্তম স্টক মার্কেট কোনটি?
উত্তর: ভারতের বৃহত্তম স্টক মার্কেট হল BSE.
55. ভারতের কোন শহর আউট সোর্সিং গন্তব্যের জন্য প্রথম স্থান অধিকার করেছে?
উত্তর: ব্যাঙ্গালোর আউট সোর্সিং গন্তব্যের জন্য প্রথম স্থান অধিকার করেছে।
56. কুটির জ্যোতি প্রকল্প কিসের সাথে সম্পর্কিত?
উত্তর: কুটির জ্যোতি প্রকল্প হল দারিদ্রসীমার নিচে বসবাসকারী গ্রামীণ পরিবারকে বিদ্যুৎ প্রদান করা।
57. সার্ক বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তর: সার্ক বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয় নিউ দিল্লিতে অবস্থিত।
58. SEBI কবে গঠিত হয়?
উত্তর: SEBI 1988 সালে গঠিত হয়।
59. জাতীয় গ্রামীণ বিকাশ প্রতিষ্ঠান কোথায় অবস্থিত?
উত্তর: জাতীয় গ্রামীণ বিকাশ প্রতিষ্ঠান হায়দ্রাবাদে অবস্থিত।
60. ‘গরীব রথ’ প্রথম কোথায় চালু হয়?
উত্তর: অমৃতসর ও সারসার মধ্যে ‘গরীব রথ’ প্রথম চালু হয়।
61. ভারতের কোন ব্যাঙ্ক চিনে প্রথম শাখা খোলা?
উত্তর: SBI চিনে প্রথম শাখা খোলা।
62. কোন ব্যাঙ্ক প্রথম মোবাইল ATM পরিষেবা চালু করে?
উত্তর: ICICI ব্যাঙ্ক প্রথম মোবাইল ATM পরিষেবা চালু করে।
63. পশ্চিমবঙ্গে কোথায় টাকা ছাপা হয়?
উত্তর: পশ্চিমবঙ্গের শালবনীতে ভারতীয় টাকা ছাপানো হয়।
64. ভারতে কোন শ্রেণীর চা বেশি উৎপন্ন হয়?
উত্তর: ভারতের কালো চা বেশি উৎপন্ন হয়।
65. হেক্টর প্রতি ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?
উত্তর: হেক্টর প্রতি ধান উৎপাদনে পাঞ্জাব ভারতে প্রথম স্থান অধিকার করে।
66. ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি?
উত্তর: ভারতের একক বৃহত্তম শিল্প হল কার্পাস বয়ন শিল্প।
67. ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র কোনটি?
উত্তর: ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র হল চিত্তরঞ্জন।
68. ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র কোনটি?
উত্তর: ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র হল গুরুগাঁও।
69. ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক কোনটি?
উত্তর: গ্র্যান্ড ট্রাঙ্ক রোড হল ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক।
70. প্রথম কোন ভারতীয় ব্যাঙ্ক ক্রেডিট কার্ড চালু করে?
উত্তর: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রথম ক্রেডিট কার্ড চালু করে।
71. ভারতের প্রথম কম্পিউটারাইজ ব্যাঙ্ক কোনটি?
উত্তর: ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হল ভারতের প্রথম কম্পিউটারাইজ ব্যাঙ্ক।
72. ভারতে প্রথম প্রেমেন্ট ব্যাঙ্ক কোনটি?
উত্তর: এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক হল ভারতের প্রথম পেমেন্ট ব্যাঙ্ক।
73. ভারতে কর (Tex) এর প্রধান উৎস কী?
উত্তর: ভারতের সর্বাধিক কর আসে অপ্রত্যক্ষ কর থেকে।
74. ভারত কোন দেশে সবচেয়ে বেশি রপ্তানি করে?
উত্তর: ভারত আমেরিকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি রপ্তানি করে।
75. জওহর রোজগার যোজনার উদ্দেশ্য কী?
উত্তর: জওহর রোজগার যোজনার উদ্দেশ্য হল গ্রাম্য বেকারদের কর্মসংস্থান।
76. ভারতের GDP সর্বাধিক কোন সেক্টর থেকে আসে?
উত্তর: ভারতের GDP সর্বাধিক সার্ভিস সেক্টর থেকে আসে।