ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস প্রশ্নোত্তর | Indian Freedom Movement Question And Answer

5/5 - (1 vote)

ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস প্রশ্নোত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Indian Freedom Movement Question And Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস প্রশ্নোত্তর PDF.

নিচে Indian Freedom Movement Question And Answer PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস প্রশ্নোত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস প্রশ্নোত্তর | Indian Freedom Movement Question And Answer

1)সোমপ্রকাশ পত্রিকার প্রকাশক ছিলেন: দ্বারকানাথ বিদ্যাভূষণ।

2) শ্রীরামপুর কলেজ স্থাপিত হয় : 1818 খ্রিস্টাব্দে।

3) আত্মীয় সভার প্রতিষ্ঠাতা ছিলেন: রাজা রামমোহন রায়।

4) ভারতবর্ষের প্রথম নীলকর ছিলেন : লুই বোনার্ড।

6) ইন্ডিয়া লীগ প্রতিষ্ঠা করেন: শিশির কুমার ঘোষ।

7) উনিশ শতককে সভা সমিতির যুগ বলেছেন : অনিল শীল।

8) ভারতমাতা ছবিটি অঙ্কন করেন: অবনীন্দ্রনাথ ঠাকুর।

9) প্রথম প্রকাশিত বাংলা সংবাদপত্রের নাম: দিগদর্শন।

10) রুম্পা বিদ্রোহের নেতা ছিলেন : আল্লুরী সীতারাম রাজু।

11) ভারতের প্রথম শ্রমিক সংগঠনের নাম: মাদ্রাজ লেবার ইউনিয়ন।

12) রশিদ আলী দিবস পালিত হয়েছিল: 1946 খ্রিস্টাব্দের 12 ই ফেব্রুয়ারি।

13) বাংলায় নমঃশূদ্র আন্দোলন শুরু করেন: হরিচাঁদ ঠাকুর।

14) ইউরোপীয় ক্লাব আক্রমণে নেতৃত্ব দেন: প্রীতিলতা ওয়াদ্দেদার।

15) ভারতের স্বাধীনতা ঘোষণার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন: ক্লিমেন্ট এটলি।

16) “প্রান্তিক মানব” গ্রন্থটির রচয়িতা: প্রফুল্ল কুমার চক্রবর্তী।

17) গ্রামবার্তা প্রকাশিকা প্রথম প্রকাশ করেছিল: 1863 খ্রিস্টাব্দে।

18) বাংলার নবজাগরণ কে তথাকথিত নবজাগরণ বলেছেন : ডক্টর অমলেশ ত্রিপাঠী

19)এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়: 1784 খ্রিস্টাব্দে।

20) সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন : লর্ড উইলিয়াম বেন্টিং।

21) কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল : 1835 খ্রিস্টাব্দে।

22) তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন: দেবেন্দ্রনাথ ঠাকুর।

23) খুৎকাঠি প্রথা হলো: জমির যৌথ মালিকানা।

24) বিরসা মুন্ডার সেনাপতি ছিলেন: গয়া মুন্ডা।

25) ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয় : স্বামী বিবেকানন্দকে।

26) ন্যাশনাল জিমনাসিয়াম প্রতিষ্ঠা করে: রাজেন্দ্রলাল মিত্র।

27) ভারতে প্রথম রাজনীতি সচেতন কার্টুন রচনা করেন: গগনেন্দ্রনাথ ঠাকুর।

28) বাংলায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়: হুগলি জেলায়।

29) ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন: মহেন্দ্রলাল সরকার।

30) ভূপ সিং ছিলেন : রাজস্থান কৃষক বিদ্রোহের নেতা।

31) কিষান সভার প্রথম সভাপতি ছিলেন: স্বামী সহজানন্দ সরস্বতী।

32) ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টির মুখপত্র ছিল: লাঙল।

33) ভারতের প্রথম ছাত্রী সংগঠন এর নাম হলো : দীপালী ছাত্রী সংঘ।

34) বুড়িবালামের যুদ্ধে নেতৃত্ব দেন: বাঘাযতীন।

35) মহারাজা হরি সিং ছিলেন: কাশ্মীরের রাজা।

36) কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন : রাজা রামমোহন রায়।

37) হুল দিবস পালন করা হয় : 30 শে জুন।

38) কালাজ্বরের ঔষধ আবিষ্কার করেছিলেন: উপেন্দ্রনাথ ব্রহ্মচারী।

39) হিন্দুস্তান সোশালিস্ট রিপাব্লিকান অ্যাসোসিয়েশন গঠন করেন : চন্দ্রশেখর আজাদ ও ভগৎ সিং।

40) সত্যশোধক সমাজ গড়ে তোলেন: জ্যোতিবা ফুলে।

41) কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন: ওয়ারেন হেস্টিংস।

42) ইলবার্ট বিল আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

43) “হরিজন”পত্রিকার সম্পাদক ছিলেন: মহাত্মা গান্ধী।

44) রাজা হরিশচন্দ্র সিনেমাটি নির্মিত হয়1: 1913 খ্রিস্টাব্দে।

45) 1882 খ্রিস্টাব্দে হান্টার কমিশন গঠন করেছিলেন লর্ড রিপন।

46) অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন: হজরৎ মহল।

47) বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন : অরবিন্দ ঘোষ।

48) Sher-e-Bangla বলা হয়: ফজলুল হককে।

49) নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন: উর্মিলা দেবী।

50)দীপালী সংঘ প্রতিষ্ঠা করেন: লীলা নাগ।

Leave a Comment