ভারতের ইতিহাসের প্রশ্ন উত্তর – Indian History Questions Answers in Bengali

Rate this post

ভারতের ইতিহাসের প্রশ্ন উত্তর – Indian History Questions Answers in Bengali: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF

ভারতের ইতিহাসের প্রশ্ন উত্তর – Indian History Questions Answers in Bengali

1. কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন?
উত্তর: কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ

2. আইহোল প্রশস্তি কে রচনা করেন?
উত্তর: আইহোল প্রশস্তি রচনা করেন রবি কীর্তি।

3. সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় ঘটেছিল?
উত্তর: সিপাহী বিদ্রোহ প্রথম ব্যারাকপুরে ঘটেছিল।

4. মিরাট ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল?
উত্তর: মিরাট ষড়যন্ত্র মামলা 1929 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল।

5. প্রথম তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উত্তর: মহম্মদ ঘুরি  তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে প্রথম তরাইনের যুদ্ধ হয়েছিল।

6. কবে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়?
উত্তর: 1920 খ্রিস্টাব্দে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়।

7. কত খ্রিস্টাব্দে সুলতানি সাম্রাজ্যের পতন ঘটে?
উত্তর: 1526 খ্রিস্টাব্দে সুলতানি সাম্রাজ্যের পতন ঘটে।

8. ‘স‍্যার ক্রীক’ সংক্রান্ত বিবাদ কোন দুটি দেশের মধ্যে?
উত্তর: ‘স‍্যার ক্রীক’ সংক্রান্ত বিবাদ ভারত  পাকিস্তানের মধ্যে।

9. কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়?
উত্তর: মতিলাল নেহেরুর প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়।

10. মালিক কাফুর কে ছিলেন?
উত্তর: মালিক কাপড় ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি

11. কোন হিন্দু শাস্ত্র গ্রন্থ আম্বেদকর জনসমক্ষে পুড়িয়ে ছিলেন?
উত্তর: মনুস্মৃতি আম্বেদকর জনসমক্ষে পুড়িয়ে ছিলেন।

12. শিবাজীর পর কে রাজা হয়েছিলেন?
উত্তর: শিবাজীর পর তার পুত্র শম্ভুজি রাজা হয়েছিলেন।

13. ‘লালকেল্লা: কে নির্মাণ করেন?
উত্তর: শাহজাহান ‘লালকেল্লা’ নির্মাণ করেন।

14. গৌতম বুদ্ধ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: খ্রিস্টপূর্ব 563 অব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন।

15. রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়?
উত্তর: রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়।

16. নন্দ বংশ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: মহাপদ্মনন্দ নন্দ বংশ প্রতিষ্ঠা করেন।

17. ভারতে কোথায় আর্যরা প্রথম স্থায়ী বসতি স্থাপন করে?
উত্তর: আর্যরা ভারতের পাঞ্জাবে প্রথম স্থায়ী বসতি স্থাপন করে।

18. জব চার্নক কার কাছ থেকে বাংলায় বাণিজ্যের অনুমতি নেন?
উত্তর: জব চার্নক শায়েস্তা খাঁর কাছ থেকে বাংলায় বাণিজ্যের অনুমতি নেন।

19. মৌর্য রাজাদের রাজধানী কোথায় ছিল?
উত্তর: মৌর্য রাজাদের রাজধানী ছিল পাটলিপুত্রে

20. কোন বছর জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করেন?
উত্তর: 1929 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করে।

21. 1940-এ মুসলিম লীগের কোন অধিবেশনে মুসলমানদের জন্য পৃথক জাতির পরিচয় গৃহীত হয়?
উত্তর: 1940-এ মুসলিম লীগের লাহোর অধিবেশনে মুসলমানদের জন্য পৃথক জাতির পরিচয় গৃহীত হয়

22. গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল।

23. গৌতমবুদ্ধ কোথায় দেহত্যাগ করেন?
উত্তর: গৌতমবুদ্ধ কুশী নগর দেহত্যাগ করেন।

24. হরপ্পা সভ্যতার কোথায়  বৃহৎ স্নানাগারটি পাওয়া গেছে?
উত্তর: হরপ্পা সভ্যতার  মহেঞ্জোদারোতে  বৃহৎ স্নানাগারটি পাওয়া গেছে।

25. 1938 সালে কার সভাপতিত্বে কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল‍্যানিং কমিটি গঠন করে?
উত্তর: 1938 সালে সুভাষচন্দ্র বসুর সভাপতিত্বে কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল‍্যানিং কমিটি গঠন করে।

26. হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উত্তর: আকবর  রানা প্রতাপ সিংহের মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল।

27. কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন?
উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন।

28. বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয়?
উত্তর: 1946 খ্রিস্টাব্দে বাংলায় তেভাগা আন্দোলন শুরু হয়।

29. ঋগবৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন?
উত্তর: ঋগবৈদিক যুগের প্রধান দেবতা ছিলেন ইন্দ্র

30. চরমপন্থীগণ কত খ্রিস্টাব্দে কংগ্রেস ত্যাগ করেন?
উত্তর: চরমপন্থীগণ 1907 খ্রিস্টাব্দে কংগ্রেস ত্যাগ করেন।

31. কে ‘শিলাদিত্য’ উপাধি গ্রহণ করেন?
উত্তর: হর্ষবর্ধন ‘শিলাদিত্য’ উপাধি গ্রহণ করেন।

32. জাহাঙ্গিরের প্রকৃত নাম কি ছিল?
উত্তর: জাহাঙ্গিরের প্রকৃত নাম ছিল সেলিম

33. 1942 খ্রিস্টাব্দে কোথায় স্বরাজ পঞ্চায়েত তৈরি হয়?
উত্তর: 1942 খ্রিস্টাব্দে তমলুকে স্বরাজ পঞ্চায়েত তৈরি হয়।

34. গজনীর সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন?
উত্তর: গজনীর সুলতান মামুদ 17 বার ভারত আক্রমণ করেন।

35. রূপ গোস্বামী কে ছিলেন?
উত্তর: রূপ গোস্বামী ছিলেন হুসেন শাহের মন্ত্রী

36. কোন অভিযানের নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়েদ্দেদারের মৃত্যু হয়?
উত্তর: পাহাড়তলী ইউরোপীয় ক্লাব আক্রমণে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়েদ্দেদারের মৃত্যু হয়।

37. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
উত্তর: কর্ণসুবর্ণে শশাঙ্কের রাজধানী ছিল।

38. নানা সাহেব কে ছিলেন?
উত্তর: পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর দত্তক পুত্র ছিলেন নানা সাহেব।

39. ভারতসভা কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ভারতসভা প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

40. কত খ্রিস্টাব্দে আর্যসমাজ প্রতিষ্ঠিত হয়?
উত্তর: 1875 খ্রিস্টাব্দে আর্যসমাজ প্রতিষ্ঠিত হয়।

41. ইলতুৎমিস কত খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন?
উত্তর: ইলতুৎমিস 1211 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন।

42. কত খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাশিম সিন্ধু দখল করেন?
উত্তর: 712 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাশিম সিন্ধু দখল করেন।

43. কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ করেছিলেন?
উত্তর: রাজা পুরু আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ করেছিলেন।

44. রেগুলেটিং আইন কবে পাস হয়?
উত্তর: 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন পাশ হয়।

45. তিতুমিরের আসল নাম কী?
উত্তর: তিতুমিরের আসল নাম হল মির নিশার আলি।

46. তাঁর শিলালিপিতে অশোক নিজেকে কী বলে অভিহিত করেন?
উত্তর: তাঁর শিলালিপিতে অশোক নিজেকে  দেবনামপ্রিয় প্রিয়দর্শিন বলে অভিহিত করেন।

47. বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন?
উত্তর: বল্লাল সেন বাংলায় কৌলিন্য প্রথা চালু করেন।

48. ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার নবাব কে ছিলেন?
উত্তর: ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার নবাব ছিলেন নজমউদদৌলা

49. প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর কোনটি?
উত্তর: তাম্রলিপ্ত ( তমলুক) ছিল প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর।

50. দিল্লি কে দাস বংশের প্রতিষ্ঠা করেন?
উত্তর: কুতুবুদ্দিন আইবক দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠা করেন।

51. ‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’ কে লিখেছিলেন?
উত্তর: ‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’ লিখেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ

52. ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম কী?
উত্তর: ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম হল কলকাতা বিশ্ববিদ্যালয়।

53. কে চল্লিশচক্রের উচ্ছেদ সাধন করেন?
উত্তর: গিয়াসউদ্দিন বলবন চল্লিশচক্রের উচ্ছেদ সাধন করেন।

54. ভারত আক্রমণে কে বাবরকে আমন্ত্রণ করেছিলেন?
উত্তর: দৌলত খাঁ লোদী ভারত আক্রমণে বাবরকে আমন্ত্রণ করেছিলেন।

55. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?
উত্তর: বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদকুলি খাঁ

56. ‘এলাহাবাদ প্রশস্তি’ থেকে কোন রাজার কীর্তি সম্পর্কে জানা যায়?
উত্তর: ‘এলাহাবাদ প্রশস্তি’ থেকে  সমুদ্রগুপ্তের কীর্তি সম্পর্কে জানা যায়

57. কবে বাংলাদেশ রাষ্ট্র তৈরি হয়?
উত্তর: 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশ রাষ্ট্র তৈরি হয়।

58. আজাদ হিন্দ সরকার কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তর: সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়।

59. বাংলার প্রথম মহিলা স্নাতক কারা?
উত্তর: কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বোস হলেন বাংলার প্রথম মহিলা স্নাতক।

60. ‘দাম’ তাম্র মুদ্রা কে প্রচলন করেন?
উত্তর: শেরশাহ ‘দাম’ তাম্র মুদ্রা প্রচলন করেন।

61. কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগীজদের দমন করেন?
উত্তর: শাজাহান বাংলায় পর্তুগীজদের দমন করেন।

62. সিরাজদৌলা কবে সিংহাসনে বসেন?
উত্তর: সিরাজউদ্দৌলা 1756 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন।

63. কে ‘নীলদর্পণ’ নাটকটি অনুবাদ করেছিলেন?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত ‘নীলদর্পণ’ নাটকটি অনুবাদ করেছিলেন।

64. কে বলেছিলেন ‘সব লাল হো যায়েগা’?
উত্তর: রঞ্জিত সিং বলেছিলেন ‘সব লাল হো যায়েগা’।

65. কোন বছর এশিয়াটিক সোসাইটির পত্তন হয়?
উত্তর: 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটির পত্তন হয়।

66. সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর: সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি ছিলেন মীরজাফর

67. ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল?
উত্তর: খন্দেশে ভিল বিদ্রোহ হয়েছিল।

68. অমৃতসরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: 1809 খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়।

69. পাঁচসালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
উত্তর: লর্ড ওয়ারেন হেস্টিংস পাঁচসালা বন্দোবস্ত প্রবর্তন করেন।

70. ‘রামচরিত মানস’ কে রচনা করেন?
উত্তর: তুলসীদাস ‘রামচরিত মানস’ রচনা করেন।

71. কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।

72. কে ‘সূর্যাস্ত আইন’ প্রবর্তন করেন?
উত্তর: লর্ড কর্নওয়ালিশ ‘সূর্যাস্ত আইন’ প্রবর্তন করেন।

73. মুহাম্মদ বিন তুঘলক দিল্লি থেকে কোথায় রাজধানী সরিয়ে নিয়ে গিয়েছিলেন?
উত্তর: মুহাম্মদ বিন তুঘলক দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী সরিয়ে নিয়ে গিয়েছিলেন।

74.  ‘সলবাই সন্ধি’ কাদের মধ্যে হয়েছিল?
উত্তর: মারাঠা  ইংরেজ কোম্পানির মধ্যে ‘সলবাই সন্ধি’ হয়েছিল।

75. বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন?
উত্তর: বাংলার তারিকা আন্দোলনের নেতা ছিলেন সঈদ আহমেদ

76. ‘স্বত্ববিলোপ নীতি’ কে প্রবর্তন করেছিলেন?
উত্তর: লর্ড ডালহৌসি ‘স্বত্ববিলোপ নীতি’ প্রবর্তন করেছিলেন।

77. ভারত ছাড়ো আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল?
উত্তর: ভারত ছাড়ো আন্দোলন 1942 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল

78. কোন জায়গাকে সাঁওতালরা ‘দামিন-ই-কোহ’ বলত?
উত্তর: রাজমহল পাহাড়কে সাঁওতালরা ‘দামিন-ই-কোহ’ বলত।

79. ‘গীতগোবিন্দ’ কে রচনা করেন?
উত্তর: ‘গীতগোবিন্দ’ রচনা করেন কবি জয়দেব

80. কত খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাস হয়?
উত্তর: 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাস হয়।

81. অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: প্রমথনাথ মিত্র অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন।

82. প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পান্ডুরাঙ

83. বাংলা প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি?
উত্তর: সংবাদ প্রভাকর হল বাংলার প্রথম দৈনিক সংবাদপত্র।

84. চৌসার যুদ্ধে কে জয়লাভ করেছিলেন?
উত্তর: চৌসার যুদ্ধে শেরশাহ জয়লাভ করেছিলেন।

85. কোন আইনে খ্রিস্টীয় মিশনারিরা ভারতে  প্রবেশের ছাড়পত্র পায়?
উত্তর: 1833 এর চার্টার আইনে খ্রিস্টীয় মিশনারিরা ভারতে প্রবেশের ছাড়পত্র পায়।

86. কত খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন?
উত্তর: 1920 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন।

87. ‘আইন-ই-আকবরী’ কে রচনা করেন?
উত্তর: ‘আইন-ই-আকবরী’ রচনা করেন আবুল ফজল

88. ভারতমাতা চিত্রটি কে এঁকেছিলেন?
উত্তর: অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতা চিত্রটি এঁকেছিলেন।

89. তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির কে নির্মাণ করেন?
উত্তর: তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির নির্মাণ করেন চোলরাজা প্রথম রাজারাজ

90. সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর: সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন ডঃ রাজেন্দ্র প্রসাদ

91. কাকে গদর পার্টি মারতে চেয়েছিল?
উত্তর: টেগার্টকে গদর পার্টি মারতে চেয়েছিল।

92. ভাস্কো-দা-গামা কোন দেশের নাবিক ছিলেন?
উত্তর: ভাস্কো-দা-গামা পর্তুগালের নাবিক ছিলেন।

93. ব্রিটিশ শাসন থেকে কবে ভারত স্বাধীনতা অর্জন করে?
উত্তর: 1947 খ্রিস্টাব্দে 15  আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জন করে।

94. অঙ্কোরভাটের বিষ্ণুমন্দির কে নির্মাণ করেন?
উত্তর: দ্বিতীয় সূর্যবর্মণ অঙ্কোরভাটের বিষ্ণুমন্দির নির্মাণ করেন।

95. ‘কেশরী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: বালগঙ্গাধর তিলক ‘কেশরী’ পত্রিকার সম্পাদক ছিলেন।

96. হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়।

97. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়?
উত্তর: ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় বোম্বাই শহরে।

98. দ্বিতীয় পুলকেশীর সভাকবি কে ছিলেন?
উত্তর: দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন রবিকীর্তি

99. কে বলেছিলেন ‘আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে’?
উত্তর: জি কে গোখলে বলেছিলেন ‘আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে’।

100. ভারতের প্রথম চটকল কবে স্থাপিত হয়?
উত্তর: 1855 খ্রিস্টাব্দে হুগলীর রিষড়ায় ভারতের প্রথম চটকল স্থাপিত হয়।

Leave a Comment