ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর – Indian History Question Answer: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভারতের ইতিহাস জিকে প্রশ্ন ও উত্তর PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের ইতিহাস জিকে প্রশ্ন ও উত্তর PDF.
নিচে ভারতের ইতিহাস জিকে প্রশ্ন ও উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। ভারতের ইতিহাস জিকে প্রশ্ন ও উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
- কে হিন্দু মেলার প্রবর্তন করেন?
উত্তর: হিন্দুমেলার প্রবর্তন করেন নবগোপাল মিত্র। - কত সালে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল?
উত্তর: 261 সালে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। - কোন সুলতান ‘ইকতা’ ব্যবস্থা প্রচলন করেন?
উত্তর: সুলতান ইলতুৎমিস ‘ইকতা’ ব্যবস্থা প্রচলন করেন। - কোন সালে রাওলাট অ্যাক্ট পাস হয়?
উত্তর: 1919 সালে রাওলাট অ্যাক্ট পাস হয়। - কাকে ভারতের মেকিয়াভেলি বলা হয়?
উত্তর: নানা ফড়নবিশকে ভারতের মেকিয়াভেলি বলা হয়। - পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল?
উত্তর: গান্ধীজী এবং আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি হয়েছিল। - ব্রহ্মজিৎ গৌড় কে ছিলেন?
উত্তর: শেরশাহের হিন্দু সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড়। - লোকমাতা নামে কে পরিচিত ছিলেন?
উত্তর: রানী রাসমণি লোকমাতা নামে পরিচিত ছিলেন। - হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। - হরিপুরা কংগ্রেস অধিবেশনের সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন?
উত্তর: সুভাষচন্দ্র বসু হরিপুরা কংগ্রেসের অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। - ওয়াহাবি শব্দের অর্থ কি?
উত্তর: ওয়াহাবি শব্দের অর্থ হয় নবজাগরণ। - কে নীলদর্পণ ইংরেজিতে অনুবাদ করেন?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত নীল দর্পণ ইংরেজিতে অনুবাদ করেন। - সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন?
উত্তর: সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে। - রাজতরঙ্গিনী কে রচনা করেন?
উত্তর: কলহন রাজতরঙ্গিনী রচনা করেন। - তানসেনের আসল নাম কি ছিল?
উত্তর: তানসেনের আসল নাম ছিল রামতনু পান্ডে। - মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করেন?
উত্তর: মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়। - প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল?
উত্তর: অজাতশত্রুর রাজত্বকালে রাজগৃহে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়। - কাদেরকে নর্ডিক বলা হত?
উত্তর: আর্যদের নর্ডিক বলা হত। - ত্রিপিটক কোন ভাষায় রচিত?
উত্তর: ত্রিপিটক পালি ভাষায় রচিত। - কোথায় কনিষ্কের রাজধানী ছিল?
উত্তর: পুরুষপুরে কনিষ্কের রাজধানী ছিল।
- গীতগোবিন্দ কে রচনা করেন?
উত্তর: কবি জয়দেব গীতগোবিন্দ রচনা করেন। - কে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন?
উত্তর: কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। - কে শের-ই-পাঞ্জাব নামে পরিচিত ছিলেন?
উত্তর: লাল লাজপৎ রায় শের-ই-পাঞ্জাব নামে পরিচিত ছিলেন। - অমৃতসরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল?
উত্তর: অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় ইংরেজ ও রণজিৎ সিংহের মধ্যে । - জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?
উত্তর: জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত । - কে ‘আকবরনামা’ রচনা করেন?
উত্তর: আবুল ফজল ‘আকবরনামা’ রচনা করেন। - চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। - কে কাবুলিয়ৎ ও পাট্টা প্রবর্তন করেন?
উত্তর: শেরশাহ কাবুলিয়ৎ ও পাট্টা প্রবর্তন করেন। - পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উত্তর: মারাঠা ও আহমেদ শা আবদালির মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। - বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। - পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: গোপাল হলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। - কে সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন?
উত্তর: সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন খান আবদুল গফফর খান । - আলবেরুনী কবে ভারতে আসেন?
উত্তর: সুলতান মামুদের ভারত আক্রমণকালে আলবেরুনি ভারতে আসেন। - কে জিজিয়া কর প্রবর্তন করেন?
উত্তর: ফিরোজ তুঘলক জিজিয়া কর প্রবর্তন করেন। - কে শকারি উপাধি গ্রহণ করেন?
উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকারি উপাধি গ্রহণ করেন। - কোন ভারতীয় রাজা সেলুকাসকে পরাজিত করেছিলেন?
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসকে পরাজিত করেছিলেন। - কোন সালে ঔরঙ্গজেবের এর মৃত্যু হয়?
উত্তর: 1707 সালে ওরঙ্গজেবের মৃত্যু হয়। - কে ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ এর প্রবর্তন করেন?
উত্তর: লর্ড কর্নওয়ালিস ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ এর প্রবর্তন করেন। - অতীশ দীপঙ্কর কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন?
উত্তর: অতীশ দীপঙ্কর বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। - কোন সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল?
উত্তর: 1576 সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল।
- কে মনসবদারি প্রথা প্রবর্তন করেন?
উত্তর: সম্রাট আকবর মনসবদারি প্রথা প্রবর্তন করেন। - কে বারদৌলি সত্যাগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন?
উত্তর: সর্দার বল্লভভাই প্যাটেল বারদৌলি সত্যাগ্রহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। - কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতবর্ষে ক্রিপস মিশন পাঠিয়েছিলেন?
উত্তর: ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ভারতবর্ষে ক্রিপস মিশন পাঠিয়েছিলেন। - সিধু কোন বিদ্রোহের নেতা ছিলেন?
উত্তর: সিধু সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন। - কে ইন্ডিপেন্ডেন্ট লীগ প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর: মোতিলাল নেহেরু ইন্ডিপেন্ডেন্ট লীগ প্রতিষ্ঠা করেছিলেন। - কাকে ‘কবিরাজ’ উপাধি দেওয়া হয়েছিল?
উত্তর: সমুদ্রগুপ্তকে ‘কবিরাজ’ উপাধি দেওয়া হয়েছিল। - প্রথম কোন ভারতীয় কলকাতা কর্পোরেশনের মেয়র হয়েছিলেন?
উত্তর: দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ প্রথম ভারতীয় যিনি কলকাতা কর্পোরেশনের মেয়র হয়েছিলেন। - ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন?
উত্তর: ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য ছিলেন দাদাভাই নওরোজি। - গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন?
উত্তর: ডঃ রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের স্থায়ী সভাপতি। - কে শকাব্দ প্রচলন করেন?
উত্তর: কনিষ্ক শকাব্দ প্রচলন করেন।