Indian History Questions Answers in Bengali – ভারতের ইতিহাসের প্রশ্ন উত্তর: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF.
নিচে ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
1. শেরশাহের হিন্দু সেনাপতি কে ছিলেন?
উত্তর: ব্রহ্মজিৎ গৌড় ছিলেন শেরশাহের হিন্দু সেনাপতি।
2. বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?
উত্তর: রবার্ট ক্লাইভ ছিলেন বাংলার প্রথম গভর্নর।
3. বারাসাত বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন?
উত্তর: বারাসাত বিদ্রোহে তিতুমির নেতৃত্ব দিয়েছিলেন।
4. বাংলায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর: উইলিয়াম জোন্স বাংলায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন।
5. হিন্দু কলেজের বর্তমান নাম কী?
উত্তর: হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ।
6. সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয়?
উত্তর: সর্বভারতীয় কিষাণ সভা 1936 খ্রিস্টাব্দে গঠিত হয়।
7. কোন শাসকরা ভারতে সর্বপ্রথম স্বর্ণমুদ্রা চালু করেছিলেন?
উত্তর: কুষানরা ভারতে সর্বপ্রথম স্বর্ণমুদ্রা চালু করেছিলেন।
8. গৌতম বুদ্ধ যে বৃক্ষতলে সিদ্ধিলাভ করেন তার নাম কী?
উত্তর: গৌতম বুদ্ধ যে বৃক্ষতলে সিদ্ধিলাভ করেন তার নাম বোধিবৃক্ষ।
9. হলদিঘাটের যুদ্ধে মুঘল সেনাপতি কে ছিলেন?
উত্তর: হলদিঘাটের যুদ্ধে মানসিংহ মুঘল সেনাপতি ছিলেন।
10. এ্যাংলো মহামেডান কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর: এ্যাংলো মহামেডান কলেজ প্রতিষ্ঠা করেছিলেন সৈয়দ আহমেদ খান।
11. কোন হিন্দু সন্ত হিন্দু মুসলমান উভয়কেই শিষ্য করেছিলেন?
উত্তর: শ্রী চৈতন্যদেব হিন্দু মুসলমান উভয়কেই শিষ্য করেছিলেন।
12. ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয়?
উত্তর: লর্ড ডালহৌসিকে ভারতীয় রেলপথের জনক বলা হয়।
13. মারাঠা পেশোয়াদের মধ্যে কে “হিন্দু-পদ-পাদশাহী” আদর্শ অনুসরণ করেছিলেন?
উত্তর: মারাঠা পেশোয়া প্রথম বাজিরাও “হিন্দু-পদ-পাদশাহী” আদর্শ অনুসরণ করেছিলেন।
14. অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয়?
উত্তর: 11 ই ফেব্রুয়ারি, 1922 সালে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়।
15. পানিপথের তৃতীয় যুদ্ধে কে জয়লাভ করেন?
উত্তর: পানিপথের তৃতীয় যুদ্ধে আহম্মদ শাহ আবদালি জয়লাভ করেন।
16. গণপরিষদের খসড়া কমিটির প্রধান কে ছিলেন?
উত্তর: গণপরিষদের খসড়া কমিটির প্রধান ছিলেন ডঃ বি. আর. আম্বেদকর।
17. পুরন্দরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল?
উত্তর: পুরন্দরের সন্ধি শিবাজী ও ঔরঙ্গজেবের মধ্যে হয়েছিল।
18. বাবরি মসজিদ ধ্বংসের অনুসন্ধানে কোন কমিশন গঠিত হয়েছিল?
উত্তর: বাবরি মসজিদ ধ্বংসের অনুসন্ধানে লিবারহান কমিশন গঠিত হয়েছিল।
19. কোন ইংরেজ দূত জাহাঙ্গীরের দরবারে আসেন?
উত্তর: উইলিয়াম হকিন্স জাহাঙ্গীরের দরবারে আসেন।
20. সতীদাহ প্রথা কত খ্রিস্টাব্দে নিষিদ্ধ হয়?
উত্তর: সতীদাহ প্রথা 1829 খ্রিস্টাব্দে নিষিদ্ধ হয়।
21. শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেছিলেন?
উত্তর: গুরু গোবিন্দ সিং শিখদের সামরিক জাতিতে পরিণত করেছিলেন।
22. শ্রীকৃষ্ণবিজয় কার লেখা?
উত্তর: মালাধর বসুর লেখেন ‘শ্রীকৃষ্ণবিজয়’।
23. ‘ময়ূর সিংহাসন’ কে নির্মান করেন?
উত্তর: সম্রাট শাহজাহান ‘ময়ূর সিংহাসন’ নির্মাণ করেন।
24. দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন?
উত্তর: দিল্লির প্রথম মহিলা শাসক ছিলেন সুলতানা রাজিয়া।
25. কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন?
উত্তর: প্রথম রাজেন্দ্র চোল বাংলা জয় করেছিলেন।
26. বাংলায় ফরাসিদের প্রধান ঘাঁটি কোথায় ছিল?
উত্তর: বাংলায় ফরাসিদের প্রধান ঘাঁটি ছিল চন্দননগরে।
27. 1878 সালের দেশীয় সংবাদপত্র আইন কে বাতিল করেন?
উত্তর: লর্ড রিপন 1878 সালের দেশীয় সংবাদপত্র আইন বাতিল করেন।
28. গান্ধীজীর কাছে অহিংসা কী ছিল?
উত্তর: গান্ধীজীর কাছে অহিংসা ছিল কোন উদ্দেশ্য অর্জনের একটি উপায়।
29. শেরশাহের পূর্ব নাম কি ছিল?
উত্তর: শেরশাহের পূর্বনাম ছিল ফরিদ খাঁ।
30. মুর্শিদকুলি খাঁর পর কে বাংলার নবাব হন?
উত্তর: মুর্শিদকুলি খাঁর পর সুজাউদ্দিন বাংলার নবাব হন।
31. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
উত্তর: জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উমেশচন্দ্র ব্যানার্জি।
32. মিরকাশিম কোথায় রাজধানী স্থানান্তর করেন?
উত্তর: মিরকাশিম মুঙ্গেরে রাজধানী স্থানান্তর করেন।
33. তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?
উত্তর: তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে হয়েছিল।
34. ত্রয়োদশ শতকে কোন মুসলিম সেনাপতি বাংলা জয় করেন?
উত্তর: বক্তিয়ার খিলজি ত্রয়োদশ শতকে বাংলা জয় করেন।
35. শেষ পেশোয়া কে ছিলেন?
উত্তর: দ্বিতীয় বাজিরাও ছিলেন শেষ পেশোয়া।
36. ভারতসভা কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতসভা প্রতিষ্ঠা করেন।
37. ফোর্ট উইলিয়াম কলেজ কত প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
38. ভারতে কোথায় প্রথম বিপ্লবী আন্দোলনের সূচনা হয়েছিল?
উত্তর: মহারাষ্ট্রে ভারতের প্রথম বিপ্লবী আন্দোলনের সূচনা হয়েছিল।
39. বেদের শেষ ভাগ কোনটি?
উত্তর: বেদের শেষ ভাগ হল উপনিষদ।
40 শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন?
উত্তর: গুরু নানক ছিলেন শিখ ধর্মের প্রবর্তক।
41. বেদের শেষ ভাগ কোনটি?
উত্তর: বেদের শেষ ভাগ হল উপনিষদ।
42. “স্বরাজ আমার জন্মগত অধিকার” কে বলেছিলেন?
উত্তর: বালগঙ্গাধর তিলক বলেছিলেন “স্বরাজ আমার জন্মগত অধিকার”।
43. জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন?
উত্তর: নেতাজি সুভাষচন্দ্র বোস জয় হিন্দ স্লোগান দিয়েছিলেন।
44. মুসলিম লীগ কবে পৃথক পাকিস্তানের জন্য ডাক দিয়েছিল?
উত্তর: মুসলিম লীগ 1940 খ্রিস্টাব্দে প্রথম পৃথক পাকিস্তানের ডাক দিয়েছিল।
45. মৌর্য বংশ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন।
46. আলাউদ্দিন খলজী কত বছর রাজত্ব করেন?
উত্তর: আলাউদ্দিন খলজী 20 বছরে একটা করেন।
47. কাকে সুলতানি আমলের আকবর বলা হয়?
উত্তর: ফিরোজ শাহ তুঘলককে সুলতানি আমলের আকবর বলা হয়।
48. হর্ষবর্ধন কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন?
উত্তর: হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন।
49. “আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিয়েছি” কে বলেছিলেন?
উত্তর: লর্ড কার্জন বলেছিলেন “আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিয়েছি”।
50. গান্ধীজী কিসের জন্য চম্পারন আন্দোলন করেছিলেন?
উত্তর: গান্ধীজী নীল চাষীদের সমস্যা সমাধানের জন্য চম্পারন আন্দোলন করেছিলেন।
51. সম্মিলিত জাতিপুঞ্জের কোন সভায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরোধী কৌশল গৃহীত হয়েছে?
উত্তর: সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরোধী কৌশল গৃহীত হয়েছে।
52. ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্য দল কে গঠন করেছিলেন?
উত্তর: রাসবিহারী বসু প্রথম ভারতের বাইরে স্বাধীন ভারতীয় সৈন্যবাহিনী গঠন করেছিলেন।
53 তানসেন কার দরবারে বিরাজ করতেন?
উত্তর: তানসেন সম্রাট আকবরের দরবারে বিরাজ করছেন।
54. ‘পাকিস্তান’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: চৌধুরী রহমত আলি প্রথম ‘পাকিস্তান’ শব্দটি ব্যবহার করেন।
55. কাকে কাশ্মীরের আকবর বলা হয়?
উত্তর: জয়নাল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয়।
56. ভারতে প্রবেশকারী হুনরা কী নামে পরিচিত ?
উত্তর: ভারতে প্রবেশকারী হুনরা শ্বেতহুন নামে পরিচিত।
57. 1929 সালের লাহোর কংগ্রেসের উদ্দেশ্য কী ছিল?
উত্তর: 1929 সালের লাহোর কংগ্রেসের উদ্দেশ্য ছিল ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা।
58. বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন?
উত্তর: বিম্বিসার হর্ষঙ্কর বংশের রাজা ছিলেন।
59. কত খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল?
উত্তর: 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল।
60. কোন সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস দল প্রথম পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায়?
উত্তর: 1977 সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস দল প্রথম পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায়।
61. সাতবাহন বংশ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: সাতবাহন বংশ প্রতিষ্ঠা করেন সিমুক।
62. চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উত্তর: দ্বিতীয় পুলকেশী ছিলেন চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা।
63. অতীশ দীপঙ্কর কোন দেশে ধর্ম প্রচারের জন্য গিয়েছিলেন?
উত্তর: অতীশ দীপঙ্কর তিব্বতে ধর্ম প্রচারের জন্য গিয়েছিলেন।
64. বাংলায় স্বাধীন সুলতানির পত্তন কে করেছিলেন?
উত্তর: ইলিয়াস শাহ বাংলায় স্বাধীন সুলতানির পত্তন করেছিলেন।
65. সীমান্ত গান্ধীর অনুচরদের কী বলা হত?
উত্তর: সীমান্ত গান্ধীর অনুচরদের লাল কুর্তা বলা হত।
66. ‘দিল্লির আলো’ বলে কে পরিচিত ছিলেন?
উত্তর: নাসিরুদ্দিন চিরাগ ‘দিল্লির আলো’ বলে পরিচিত ছিলেন।
67. কোন সালে দাস-শ্রম প্রথা বিলোপ আইন পাশ হয়?
উত্তর: 1976 সালে দাস-শ্রম প্রথা বিলোপ আইন পাশ হয়।
68. ‘পঞ্চতন্ত্রের’ রচয়িতা কে?
উত্তর: ‘পঞ্চতন্ত্রের’ রচয়িতা হলেন বিষ্ণু শর্মা।
69. পানিপথের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন?
উত্তর: পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদী পরাজিত হয়েছিলেন।
70. ‘আকবরনামা’ কে লিখেছিলেন?
উত্তর: আবুল ফজল ‘আকবরনামা’ লিখেছিলেন।
71. উডের প্রতিবেদন কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
উত্তর: উডের প্রতিবেদন 1854 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
72. মুসলিম লিগ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: মুসলিম লীগ 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
73. হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর কে তুলে নিয়েছিলেন?
উত্তর: আকবর হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর তুলে নিয়েছিলেন।
74. গৌড়রাজ শশাঙ্কের আসল নাম কী?
উত্তর: গৌড়রাজ শশাঙ্কের আসল নাম ছিল নরেন্দ্রাদিত্য।
75. জাস্টিস মুখার্জি কমিশন কী উদ্দেশ্যে গঠিত হয়?
উত্তর: সুভাষচন্দ্র বসুর মৃত্যু সম্পর্কিত বিষয় অনুসন্ধানে জাস্টিস মুখার্জি কমিশন গঠিত হয়।
76. নব্যবঙ্গ আন্দোলনের প্রেরণা কে ছিলেন?
উত্তর: নব্যবঙ্গ আন্দোলনের প্রেরণা ছিলেন হেনরি ভিভিয়ান ডিরোজিও।
77. আল-বেরুনির প্রকৃত নাম কি ছিল?
উত্তর: আল-বেরুনির প্রকৃত নাম ছিল আবু রিহান।
78. বৈদিক যুগে গ্রামের প্রধান কে কী বলা হত?
উত্তর: বৈদিক যুগে গ্রামের প্রধান কে গ্রামনী বলা হত।
79. শকাব্দ কত খ্রিস্টাব্দে শুরু হয়?
উত্তর: 78 খ্রিস্টাব্দে শকাব্দ শুরু হয়।
80. আদিনা মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর: আদিনা মসজিদ মালদার পান্ডুয়ায় অবস্থিত।
81. স্বরাজ দলের উদ্দেশ্য কী ছিল?
উত্তর: স্বরাজ দলের উদ্দেশ্য ছিল আইন সভায় প্রবেশ করে সরকারকে ভিতর থেকে আঘাত করা।
82. তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: গিয়াসউদ্দিন তুঘলক ছিলেন তুঘলক বংশের প্রতিষ্ঠাতা।
83. ‘ডন সোসাইটি’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: সতীশচন্দ্র মুখোপাধ্যায় ‘ডন সোসাইটি’ প্রতিষ্ঠা করেন।
84. সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর: সারা ভারত হরিজন সংঘ গান্ধীজী প্রতিষ্ঠা করেছিলেন।
85. রাজতরঙ্গিনী কে লিখেছিলেন?
উত্তর: রাজতরঙ্গিনী লিখেছিলেন কলহন।
86. আদি ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: দেবেন্দ্রনাথ ঠাকুর আদি ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন।
87. ব্রাহ্মসভার প্রথম সচিব কে ছিলেন?
উত্তর: ব্রাহ্মসভার প্রথম সচিব ছিলেন তারাচাঁদ চক্রবর্তী।
88. কাকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়?
উত্তর: আমির খসরুকে হিন্দুস্থানের তোতাপাখি বলা হয়।
89. মুজফফরপুর খুনের সাথে কোন দুই বিপ্লবী জড়িত ছিলেন?
উত্তর: বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী মুজাফফরপুর খুনের সাথে জড়িত ছিলেন।
90. কোন মুঘল সম্রাট জিন্দাপীর নামে পরিচিত ছিলেন?
উত্তর: ঔরঙ্গজেব জিন্দাপীর নামে পরিচিত ছিলেন।
91. সুলতানি যুগের প্রথম প্রকৃত রাজা কে ছিলেন?
উত্তর: ইলতুৎমিস ছিলেন সুলতানি যুগের প্রথম প্রকৃত রাজা।
92. শেষ গুপ্ত সম্রাট কে ছিলেন?
উত্তর: শেষ গুপ্ত সম্রাট ছিলেন বিষ্ণুগুপ্ত।
93. অকালি আন্দোলন কবে শুরু হয়?
উত্তর: 1921 খ্রিস্টাব্দে অকালি আন্দোলন শুরু হয়।
94. ‘আজাদ হিন্দ ফৌজ’ প্রথম কে সংগঠিত করেন?
উত্তর: রাসবিহারী বসু প্রথম ‘আজাদ হিন্দ ফৌজ’ সংগঠিত করেন।
95. কে প্রথম ফ্যাক্টরি আইন (1881) প্রবর্তন করেন?
উত্তর: লর্ড রিপন প্রথম ফ্যাক্টরি আইন (1881) প্রবর্তন করেন।
96. 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন মহিলা সদস্য প্রথম সভাপতিত্ব করেন?
উত্তর: 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন সরোজিনী নাইডু।
97. মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয়?
উত্তর: নানা ফড়নবিশকে মারাঠা রাজনীতির চাণক্য বলা হয়।
98. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন?
উত্তর: সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পান্ডে।
99. সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন?
উত্তর: সুলতান মামুদ 17 বার ভারত আক্রমণ করেন।
100. ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন?
উত্তর: ঔরঙ্গজেব শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন।