প্রজাতন্ত্র দিবসের গুরুত্বপূর্ণ তথ্য PDF – ভারতের সাধারণতন্ত্র দিবস ২৬ জানুয়ারি

Rate this post

প্রজাতন্ত্র দিবসের গুরুত্বপূর্ণ তথ্য PDF – ভারতের সাধারণতন্ত্র দিবস ২৬ জানুয়ারি: ভারতবর্ষের সম্পূর্ণ নাম হল সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র ভারত। ভারতে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি তারিখে ভারত শাসনের জন্য ১৯৩৫ সালের ভারত সরকার আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করে। এটি ভারতের একটি জাতীয় দিবস। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকরী হলে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়।

কার্যকরী হওয়ার ঠিক দুই মাস আগে, ১৯৪৯ খ্রিঃ ২৬ নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান অনুমোদিত হয়। ২৬ জানুয়ারি দিনটিকে সংবিধান কার্যকর করার জন্য বেছে নেওয়া হয়েছিল কারণ ১৯৩০ খ্রিঃ ঐ একই দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক পূর্ণ স্বরাজের সংকল্প ঘোষিত ও গৃহীত হয়েছিল।

এই দিনটি ভারতের তিনটি জাতীয় দিবসের অন্যতম। অন্য দু’টি জাতীয় দিবস যথাক্রমে স্বাধীনতা দিবস ও গান্ধী জয়ন্তি এই দিন সারা ভারতেই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রীয় কুচকাওয়াজের অনুষ্ঠানটি হয় নতুন দিল্লির রাজপথে। ভারতের রাষ্ট্রপতি এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন।

প্রজাতন্ত্র দিবসের গুরুত্বপূর্ণ তথ্য PDF – ভারতের সাধারণতন্ত্র দিবস ২৬ জানুয়ারি

০১) প্রজাতন্ত্র দিবস মানে কি ?

উত্তর: ইংরেজি ভাষায় “প্রজাতন্ত্র” শব্দের প্রতিশব্দ হলো Republic। এর যার আক্ষরিক অর্থ “জনগণ-সংক্রান্ত একটি বিষয়”। প্রাচীন ও আধুনিক প্রজাতান্ত্রিক রাষ্ট্রগুলি নিজস্ব আদর্শ ও গঠন অনুযায়ী ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়ে থাকে এবং নিজস্ব দেশের সংবিধান তৈরি করেছে।

০২) প্রজাতন্ত্র দিবস কেন পালন করা হয় ?

উত্তর: সংবিধান সভার ৩০৮ জন সদস্য ১৯৫০ সালের ২৪ জানুয়ারি সংবিধানের দু’টি হস্তলিখিত কপিতে সই করেন। এর দু’দিন পর ২৬ জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়। আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ভারত। এই দিনটিই Republic Day বা প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়।

০৩) এবছর ভারতবর্ষে কততম প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছে ?

উত্তর: ৭৩ তম

০৪) প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবসের মধ্যে পার্থক্য কি ?

উত্তর: ১৯২৯-এর বর্ষশেষে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নেতৃত্বে ‘পূর্ণ স্বরাজ’ আনার শপথ ঘোষণার পর ১৯৩০ সাল থেকে ২৬ জানুয়ারিকেই স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়েছিল। তবে ঔপনিবেশিক শাসনের শিকল ভেঙে ভারত যেদিন বাস্তবেই স্বাধীনতার মুখ দেখল- সেইদিন ঘটনাচক্রে ছিল ১৫ অগাস্ট। যার ফলে পালটে গিয়েছিল ২৬ জানুয়ারির গুরুত্বও।

০৫) গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে ?

উত্তর: দিল্লির কনস্টিটিউশন হলে

০৬) কবে থেকেভারতের সংবিধান কার্যকরী হয় ?

উত্তর: ১৯৫০ সালের, ২৬ শে জানুয়ারি

০৭) গণপরিষদের অস্থায়ী সভাপতি রূপে কাকে নিয়োগ করা হয় ?

উত্তর: সচ্চিদানন্দ সিনহা

০৮) গণপরিষদ কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে উল্লেখ করা হয়েছে ?

উত্তর: বি আর আম্বেদকর

০৯) সংবিধান প্রবর্তিত হওয়ার সময় কয়টি ধারা ছিল ?

উত্তর: ৩৯৫ টি

১০) ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ও ভারতকে কি ধরনের রাষ্ট্র বলা হয়েছে ?

উত্তর: সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র

১১) ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে ?

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র

১২) ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার আছে ?

উত্তর: ৬ টি (মূল সংবিধানে ৭ টি)

১৩) কত সালে “জনগণমন” গানটি ভারতের জাতীয় সংগীতের মর্যাদা লাভ করে ?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জনগণমন অধিনায়ক জয় হে  ১৯৫০ সালে ভারতের জাতীয় সংগীতের মর্যাদা লাভ করে।

১৪) ভারতবর্ষের সর্বপ্রথম জাতীয় পতাকার রং কেমন ছিল ?

উত্তর: ১৯০৬ সালের ৭ অগাস্ট কলকাতায় প্রথম দেশের জাতীয় পতাকা উড়েছিল। আর সেই পতাকার রং ছিল লাল, হলুদ আর সবুজ রঙের।

১৫) জাতীয় পতাকা কে নকশা করেছেন ?

উত্তর: ১৯২১ সালে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা পিঙ্গালি ভেঙ্কাইয়া প্রথম ভারতের জাতীয় পতাকার নকশা করেন।

১৬) বন্দে মাতরম গানটি প্রথম কত সালে কোথায় প্রকাশিত হয় ?

উত্তর:  ১৮৮২ সালে বঙ্কিমচন্দ্রের ‘আনন্দমঠ’ উপন্যাসে প্রথম এই গানটি প্রকাশিত হয়

১৭) ভারতে কবে গণপরিষদ গঠিত হয় ?

উত্তর: ১৯৪৬ সালে

১৮) গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন ?

উত্তর: রাজেন্দ্র প্রসাদ

Leave a Comment