সিন্ধু নদের গতিপথের বিবরণ দাও। | সিন্ধু নদীর উৎস কোন হিমবাহ?

Rate this post

সিন্ধু নদের গতিপথের বিবরণ দাও। | সিন্ধু নদীর উৎস কোন হিমবাহ?: সিন্ধু নদ হলো উত্তর ভারতের একটি গুরুত্বপূর্ণ নদ। মোট দৈর্ঘ্য বেশি হলেও সিন্ধু ভারতের দীর্ঘতম নদ নয়।

উৎপত্তি: তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের সিঙ্খাবাব হিমবাহ থেকে সিন্ধু নদ উৎপত্তি লাভ করেছে।

দৈর্ঘ্য: সিন্ধু নদের দৈর্ঘ্য প্রায় 3040 কিমি হলেও ভারতে এই নদের দৈর্ঘ্য মাত্র 709 কিমি।

প্রবাহপথ: তিব্বতের মানস সরোবরের নিকট সিঙ্খাবাব হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে সিন্ধু নদ উত্তর-পশ্চিম দিকে প্রবাহিত হয়ে ভারতের জম্মু-কাশ্মীরে প্রবেশ করেছে এবং জম্মু ও কাশ্মীরের লাদাখ ও জাস্কর পর্বতের মধ্য দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। সিন্ধুনদের এই অংশে জাস্কর, সায়ক, গিলগিট, দ্রাস ইত্যাদি উপনদী এসে মিলিত হয়েছে। এছাড়া ভারতে প্রবেশ করার পর সিন্ধু নদের অপর পাঁচটি প্রধান উপনদী শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা ও বিতস্তা পশ্চিম দিকে প্রবাহিত হয়ে সিন্ধু নদীর সাথে মিলিত হয়েছে। এরপর সিন্ধু নদ পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে।

তীরবর্তী শহর: সিন্ধু নদীর উপনদী শতদ্রু তীরে ফিরোজপুর ও লুধিয়ানা এবং ঝিলাম নদীর তীরে জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর অবস্থিত।

Leave a Comment