বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা তালিকা: গোয়েন্দা সংস্থা (intelligence agency) বিভিন্ন দেশের সরকারি বিশেষায়িত সংস্থা যা আইন প্রয়োগে, জাতীয় নিরাপত্তা সংরক্ষনে, সামরিক প্রতিরোধে ও বৈদেশিক নীতি প্রনয়নের সহায়তার জন্য বিভিন্ন তথ্য সংগ্রহ, গবেষণা ও প্রয়োগ করে। সরাসরি কিংবা গোপনীয় বিভিন্ন ভাবে গোয়েন্দা সংস্থা গুলো তথ্যাদি সংগ্রহ করে থাকে।
বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে (Intelligence Agencies Of Different Countries) কাজের প্রেক্ষিতে দুটো অশে ভাগ করা যায়। প্রথমত, নিরাপত্তা সংক্রান্ত কাজে নিয়োজিত গোয়েন্দা সংস্থা: যা রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে কাজ করে। দ্বিতীয়: বৈদেশিক কাজে নিযুক্ত গোয়েন্দা সংস্থা: যা বিভিন্ন দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনিতকি তথ্যাদি সংগ্রহে নিযুক্ত থকে। কিছু গোয়েন্দা সংস্থা গুপ্তহত্যা, সামরিক অভ্যূথ্থানের সাথে সংশ্লিষ্ট।
বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা তালিকা – গোয়েন্দা সংস্থাগুলোর তালিকা
নং | দেশ | গোয়েন্দা সংস্থা |
---|---|---|
১ | অস্ট্রেলিয়া | ASIS, ASIO, DIO |
২ | আফগানিস্তান | NDS |
৩ | আমেরিকা | CIA, FBI |
৪ | আর্জেন্টিনা | AFI, ENI |
৫ | ইউক্রেন | NBI |
৬ | ইজরায়েল | Mossad |
৭ | ইজিপ্ট | Mukhabarat |
৮ | ইতালি | DIS, AISI, AISE |
৯ | ইরাক | GSD, INIS |
১০ | ইরান | SAVAK, MOLS |
১১ | কানাডা | CSIS |
১২ | চীন | MSS |
১৩ | জাপান | PSIA |
১৪ | জাম্বিয়া | ZSIS |
১৫ | জার্মানি | BND |
১৬ | জিম্বাবুয়ে | CIO |
১৭ | ডেনমার্ক | DSIS |
১৮ | তাজিকিস্তান | SCNS |
১৯ | থাইল্যান্ড | NICC |
২০ | দক্ষিণ আফ্রিকা | BOSS |
২১ | নরওয়ে | NIS, NORDSS |
২২ | নেদারল্যান্ড | AIVD, MIVD |
২৩ | নেপাল | NID |
২৪ | পাকিস্তান | ISI |
২৫ | পেরু | DINI |
২৬ | ফিনল্যান্ড | FDIA |
২৭ | ফ্রান্স | DGSE |
২৮ | বাংলাদেশ | NSI, DGFI |
২৯ | ব্রিটেন | MI-5, MI-6, SIS, JIO |
৩০ | ভারত | RAW, IB, CBI |
৩১ | ভেনেজুয়েলা | DGCIM |
৩২ | মায়ানমার | BSI, MI |
৩৩ | রাশিয়া | FSB, GRU |
৩৪ | সুইজারল্যান্ড | SND |