বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা তালিকা

Rate this post

বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা তালিকা: আজ পদার্থ বিজ্ঞানের বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা তালিকা PDF টি ডাউনলোড করার সুবিধা প্রদান করছি, যেটিতে সমস্ত সূত্র গুলির নাম ও প্রবক্তার নাম আছে। কারণ সরকারি চাকরীর পরীক্ষা বা মাধ্যমিকসহ বিভিন্ন ক্যুইজ প্রতিযোগিতায় এখান থেকে প্রশ্ন আসে। যেমন:- পারমানবিক তত্বের আবিষ্কর্তা কে? আপেক্ষিকতাবাদের প্রবক্তা কে? ইত্যাদি। 

বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা তালিকা – Inventor of various scientific formulas

নংবৈজ্ঞানিক সূত্রআবিষ্কর্তা
1আপেক্ষিকতাবাদআইনস্টাইন
2আবহাওয়ার চাপের সূত্রটরিসেলি
3আলোর প্রতিসরণের সূত্রস্নেল
4ইউরেনিয়াম ফিউশন থিওরিঅটো হন
5কাস্কেড তত্ত্বW.Heitler এবং হোমি জাহাঙ্গীর ভাবা
6গ্যাস তরলীকরণ সূত্রকেলভিন
7গ্যাসীয় অনুর সংখ্যাঅ্যাভোগাড্রো 
8গ্যাসের চাপের সূত্র (চাপ স্থির)চার্লস
9গ্যাসের চাপের সূত্র (তাপমাত্রা স্থির)বয়েল
10গ্রহের গতি সূত্রকেপলার
11তড়িৎ চুম্বকত্বমাইকেল ফ্যারাডে
12তড়িৎ রোধের সূত্রওহম
13তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্রপাস্কাল
14তরল ও গ্যাসীয় পদার্থের গতির সূত্রবারনৌলি
15তাপগতিবিদ্যাক্লসিয়াম
16তাপীয় আয়ন তত্ত্বমেঘনাদ সাহা
17তেজস্ক্রিয়তার সূত্র এ. বেকারেল
18দুটি তড়িৎ মধ্যবর্তী আকর্ষণবলকুলম্ব
19পদার্থের অভ্যন্তরীণ ধর্মের সূত্রগ্যালিলিও
20পদার্থের ভাসনশীলতাআর্কিমিডিস
21পদার্থের স্থিতিস্থাপকতাহুক
22পারমানবিক তত্ত্বডালটন
23মহাকর্ষ সূত্রআইজ্যাক নিউটন
24শক্তির নিত্যতা সূত্রজুল প্রেস বার্ট

Leave a Comment