সমোন্নতি রেখা কাকে বলে? সমোন্নতি রেখার বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো।
সমোন্নতি রেখা: ভূপৃষ্ঠের সমান উচ্চতা যুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখার সাহায্যে যুক্ত করে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে প্রদর্শন করা হয়, তাকে সমোন্নতি রেখা বলে।
সমোন্নতি রেখার বৈশিষ্ট্য
সমোন্নতি রেখার বৈশিষ্ট্যগুলি হল-
১) সমোন্নতি রেখা একই উচ্চতা বিশিষ্ট স্থানগুলিকে যুক্ত করে।
২) সমোন্নতি রেখাগুলি কখনোই একে অপরকে ছেদ করে না।
৩) ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখা বাদামি বর্ণের রেখা দ্বারা প্রদর্শন করা হয়।
৪) ঘন সন্নিবিষ্ট সমোন্নতি রেখা খাড়া ঢাল, দূরে দূরে অবস্থানকারী সমোন্নতি রেখা মৃদু ঢাল এবং সম দূরত্বে অবস্থানকারী সমোন্নতি রেখা সুষম ঢালের নিদের্শক।
৫) সর্বোচ্চ মানযুক্ত আবদ্ধ সমোন্নতি রেখা পর্বত শৃঙ্গ বা পাহাড় শীর্ষের সূচক।
সমোন্নতি রেখার গুরুত্ব
ভূবৈচিত্র্যসূচক মানচিত্র সমোন্নতি রেখা বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ। যেমন-
১) সমোন্নতি রেখার সাহায্যে কোন অঞ্চলের ভূমির ঢাল, উচ্চতা, নতি ইত্যাদি জানা যায়।
২) রাস্তাঘাট, সেতু, শিল্প-কলকারখানা প্রভৃতি নির্মাণে সমোন্নতি রেখার ধারণা ব্যবহার করা হয়।
৩) সামরিক প্রয়োজনে গুরুত্বপূর্ণ অঞ্চল চিহ্নিত করণে সমোন্নতি রেখা ব্যবহার করা হয়।