ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা – Indian Space Research Organisation
ইসরো (Indian Space Research Organisation) বা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা হলো ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন ভারতের প্রধান মহাকাশ গবেষণা সংস্থা। অতীতের কয়েকটি সুপরিকল্পিত প্রচেষ্টার পরে ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬৯ সালে। এর সদর দপ্তর রয়েছে – কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে।
১৯৬৯ সালের আগে ইসরোর প্রতিষ্ঠার পথ সুগম করতে ১৯৬২ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল Indian National Committee for Space Research (INCOSPAR)। INCOSPAR এর প্রতিষ্ঠায় বিক্রম সারাভাই এর ভূমিকা অপরিসীম। INCOSPAR তিরুবনন্তপুরমের থুম্বায় ভারতের প্রথম রকেট উৎক্ষেপ কেন্দ্র প্রতিষ্ঠা করেছিল।
ইসরোর চেয়ারম্যানের তালিকা
নং | চেয়ারম্যান | কার্যকাল |
---|---|---|
১ | বিক্রম সারাভাই | ১৯৬৩ – ১৯৭১ |
২ | এম. জি. কে. মেনন | জানুয়ারি ১৯৭২ – সেপ্টেম্বর ১৯৭২ |
৩ | সতীশ ধাওয়ান | ১৯৭২ – ১৯৮৪ |
৪ | ইউ. আর. রাও | ১৯৮৪ – ১৯৯৪ |
৫ | কে. কস্তুরিরঙ্গন | ১৯৯৪ – ২০০৩ |
৬ | জি. মাধবন নায়ার | ২০০৩ – ২০০৯ |
৭ | কে. রাধাকৃষ্ণণ | ২০০৯ – ২০১৪ |
৮ | এ. এস. কিরণ কুমার | ২০১৫ – ২০১৮ |
৯ | কে. সিভান | ২০১৮ – ২০২২ |
১০ | এস. সোমানাথ | ১২ই জানুয়ারি ২০২২ -বর্তমান |
১। ISRO -এর প্রথম চেয়ারম্যান কে ছিলেন ?
উঃ বিক্রম সারাভাই।
২। 2013 এর মঙ্গল অভিযানের সময় ISRO -এর চেয়ারম্যানের কে ছিলেন
উঃ কে. রাধাকৃষ্ণাণ।
৩। ইসরোর (ISRO) বর্তমান চেয়ারম্যান কে আছেন ?
উঃ ডঃ এস. সোমানাথ।
অতিরিক্ত তথ্য
- এম.কে. কে. মেনন 1972 সালের জানুয়ারি থেকে 1972 সালের সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান ছিলেন।
- ইউ আর রাও 1984 থেকে 1994 পর্যন্ত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান ছিলেন।
- রডডাম নরসিংহ ছিলেন একজন ভারতীয় মহাকাশ বিজ্ঞানী এবং তরল গতিবিদ।
- তিনি ভারতীয় বিজ্ঞান প্রতিষ্ঠান (1962-1999) মহাকাশ ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ছিলেন।
- তিনি ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিজ (1984-1993) এর পরিচালক এবং জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চ (JNCASR, 2000–2014) এর ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
ইসরোর চেয়ারম্যানেদের কিছু উল্লেখযোগ্য অবদান
এস সোমনাথ
- এস সোমনাথ ইসরোর বর্তমান চেয়ারম্যান।
- ১২ই জানুয়ারি ২০২২ সালে তাঁকে ইসরোর নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়।
- এর আগে ইসরো-র অধীনে থাকা বিক্রম সারাভাই স্পেস সেন্টারের প্রধান পদে ছিলেন তিনি।
কে সিভান
- ১৯৮২ সালে তিনি ISRO তে যোগদান করেছিলেন।
- এক প্রান্তিক কৃষি পরিবারে জন্মগ্রহণ করে আধপেটা খেয়ে কলেজের পড়া শেষ করে তাঁর ইসরোর চেয়ারম্যান হয়ে ওঠার গল্প আজও যুবজগৎকে অনুপ্রানিত করে।
- তিনি ইসরোর বিভিন্ন মিশনের মিশন প্ল্যান, ডিজাইন, ইন্টিগ্রেশন প্রভৃতি ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন।
- তিনি SITARA নামক ইসরোর মিশন প্লানিং এবং রকেট উৎক্ষেপণের সফটওয়্যার নির্মাণের প্রধান আর্কিটেক্ট ছিলেন ।
- MARS মিশনের সাফল্যের পিছনেও তাঁর গুরুত্ব অপরিসীম।
- একটিমাত্র PSLV এর সাহায্যে ১০৪টি উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণের মিশনের চিফ মিশন আর্কিটেক্ট ছিলেন তিনি।
- তাঁর তত্বাবধানে ইসরোর চন্দ্রায়ণ ২ মিশন শুরু হয়েছিল ২০১৯ সালের ২২শে জুলাই।
এ এস কিরণ কুমার
- বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার বিজেতা আলুর সেলিন কিরণ কুমার পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন ২০১৪ সালে।
- চন্দ্রযান ১ ও Cratosatমিশনের দায়িত্বে ছিলেন তিনি।
- তিনি Indian National Regional Navigation System (IRNSS) এবং GAGAN ডেভেলপ করেছিলেন।
কে রাধাকৃষ্ণন
- কে রাধাকৃষ্ণন -এর তত্ত্বাবধানে ভারতের প্রথম আন্তঃ-গ্রহ মিশন মঙ্গলযান শুরু হয়েছিল।
- মার্স অরবিটার মিশন সহ ৩৭টি মহাকাশ মিশনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন।
জি মাধবন নায়ার
- ভারতের প্রথম চন্দ্র-অভিযান মিশন চন্দ্রায়ণ -১ এর নেতৃত্বে ছিলেন তিনি।
- ASTROSAT এর কর্ণধার ছিলেন ছিলেন।
- তিনি ভারতে টেলি-এডুকেশন, টেলি-মেডিসিন শুরু করেছিলেন।
- তাঁর অধীনে ইসরোর ইনফ্রাস্ট্রাকচার এর প্রভূত উন্নতি ঘটেছিল।
কৃষ্ণস্বামী কস্তুরিরঙ্গন
- চেয়ারম্যান হিসাবে ডঃ কৃষ্ণস্বামী কস্তুরিরঙ্গনের নেতৃত্বে ইসরো স্পেস প্রোগ্রাম PSLV এবং গেস্লাভ মতো অনেক মাইলফলক অর্জন করেছিল।
- তিনি ভাস্কার -১ এবং ২ নামক পরীক্ষামূলক পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ মিশনের প্রজেক্ট ডিরেক্টর ছিলেন।
- তিনি একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট এবং কসমিক X-ray এর উৎস, সেলেস্টিয়াল গামা রশ্মি এবং নিম্ন বায়ুমণ্ডলে কসমিক X-ray এর প্রভাবের মতো গবেষণায় বেশ কয়েকটি অবদান রেখেছেন।
অধ্যাপক উদুপি রামচন্দ্র রাও
- ডঃ রাও ভারতে রকেট প্রযুক্তির বিকাশের কাজ করেছিলেন।
- ১৯৯২ সালে ASLV রকেটের সফল লঞ্চের পিছনে তিনিই ছিলেন।
- তিনি অপারেশনাল লঞ্চ ভেহিকেল GSLV এবং ক্রায়োজেনিক প্রযুক্তি উদ্ভাবন করেছিলেন।
অধ্যাপক সতীশ ধাওয়ান
- তাঁর প্রচেষ্টার ফলে INSAT (টেলিযোগাযোগ উপগ্রহ), IRS (ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট), এবং PSLV (পোলার স্যাটেলাইট লঞ্চ যানবাহন) এর মতো অপারেশনাল সিস্টেম কর্মক্ষম হয়ে উঠতে পেরেছিলো।
- ১৯৭১ সালে তিনি পদ্মভূষণ এবং ১৯৮১ সালে তিনি পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হন।
ডঃ বিক্রম সারাভাই
- বিক্রম সারাভাইকে ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক হিসাবে বিবেচনা করা হয়। তাছাড়া তিনি পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যানও ছিলেন।
- ১৯৬৬ সালে আমদাবাদে কমিউনিটি সায়েন্স সেন্টার প্রতিষ্ঠা করেন যা এখন বিক্রম সারাভাই স্পেস সেন্টার নামে পরিচিত। পরবর্তীকালে অ্যাটোমিক এনার্জি কমিশনের চেয়ারম্যানও হয়েছিলেন তিনি। পিআরএল ছাড়াও আমদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, কমিউনিটি সায়েন্স সেন্টার, দর্পণ অ্যাকাডেমি-সহ একাধিক প্রতিষ্ঠান তৈরি করেছিলেন তিনি।
- ১৯৬৬ সালে পদ্মভূষণ ও ১৯৭২ সালে মরণোত্তর পদ্মবিভূষণ খেতাব দেওয়া হয় তাকে।
Q. ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত ?
ব্যাঙ্গালুরু, কর্ণাটক
Q. ইসরোর বর্তমান চেয়ারম্যান কে ?
এস সোমনাথ
Q. ভারতের মহাকাশ গবেষণার জনক কে ?
বিক্রম সারাভাই
Q. ভারতের প্রথম মহাকাশ যানের নাম কি?
আর্যভট্ট
Q. ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয় ?
১৫ইআগস্ট, ১৯৬৯
স্যার ভারতের সাধারণ ঘরের ছেলেরা নতুন কিছু আবিষ্কার করলে তাদের কে সাহায্য করে ভারতে স্যার বা ভারতের কোন সংস্থা সাহায্য করে ভারতে স্যার আমি একটি নতুন স্যাটেলাইট তৈরি করবো তা বর্তমানে এখন কোনো দেশের কাছে নাই স্যার আমাকে তৈরি করার জন্য দয়া করে সাহায্য করেন স্যার আমি যে প্রজেক্ট তৈরি করবো তা বর্তমানে এখন কোনো দেশের কাছে নাই স্যার আমাকে তৈরি করার জন্য দয়া করে সাহায্য করেন স্যার