জাহাঙ্গীর কেনো শিখগুরু অর্জুনকে মৃত্যুদণ্ড দেন?

Rate this post

জাহাঙ্গীর কেনো শিখগুরু অর্জুনকে মৃত্যুদণ্ড দেন?

শিখগুরু অর্জুনের মৃত্যুদণ্ড:

1605 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর দিল্লির সিংহাসনে বসলে, পিতামহ আকবরের স্নেহভাজন জাহাঙ্গীরের বড়ো ছেলে খাসরু 1606 খ্রিস্টাব্দে 6 এপ্রিল পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ভারওয়ালের যুদ্ধে খসরু বাহিনী জাহাঙ্গীরের কাছে পরাস্ত হন এবং লাহোরে খসরুকে বন্দী করেন শেখ ফরিদ নামে এক সেনাপতি।

এই প্রসঙ্গে খসরুকে আশ্রয় ও অর্থসাহায্য করার অপরাধে জাহাঙ্গীর পঞ্চম শিখগুরু অর্জুনকে প্রথমে 5000 টাকা জরিমানা এবং পরে 1606 খ্রিস্টাব্দে 30 শে মে মৃত্যুদণ্ড দেন। অর্জুনের এই প্রাণদণ্ডে শিখদের মধ্যে মুঘলদের বিরুদ্ধে এক প্রচণ্ড ঘৃণার সৃষ্টি করে এবং শিখগণ সামরিক প্রথায় সঙ্ঘবদ্ধ হতে শুরু করে। সুতরাং এর পরিণাম ভাল হয়নি।

Leave a Comment