কলকাতা পুলিশ প্রাকটিস বই পিডিএফ – Kolkata Police Constable Book Pdf In Bengali: আজ কলকাতা পুলিশ প্রাকটিস বই পিডিএফ টি উপস্থাপিত করা হল। এই পর্বে থাকছে গুরুত্বপূর্ণ 50 টি জিকে প্রশ্ন ও সাথে উত্তর। Kolkata Police Constable Book Pdf In Bengali গুলি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল Preli. & Main পরীক্ষা ছাড়াও সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
কলকাতা পুলিশ প্রাকটিস বই পিডিএফ – Kolkata Police Constable Book Pdf In Bengali
০১) ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি ?
উত্তর.মধ্যপ্রদেশ
০২) শুষ্ক বরফ কি ?
উত্তর. কার্বন ডাই অক্সাই
০৩) মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে ?
উত্তর. মুন্সীধর নাথ ভান্ডারী
০৪) বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কি ?
উত্তর. মেসোস্ফিয়ার
০৫) বেলতা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর.ঝাড়খন্ড
০৬) পক্ষী ও সরীসৃপ এর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীর নাম কি ?
উত্তর. আর্কিওপটেরিক্স
০৭) ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে কম ?
উত্তর. হরিয়ানা
০৮) ভারতবর্ষের মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় কোন যুদ্ধের ফলস্বরূপ ?
উত্তর. পানিপথের দ্বিতীয় যুদ্ধ
০৯) সিন্ধু সভ্যতার কোন শহরে কোন দুর্গ ছিল না ?
উত্তর. চানহুদারো
১০) সবরমতী নদী কোন পর্বত শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে ?
উত্তর. আরাবল্লী
১১) ভারতের সবচেয়ে উষ্ণতম স্থানের নাম কি ?
উত্তর. যোধপুর জেলার পাডলি
১২) কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না ?
উত্তর. গণিত
১৩) কে ভারতীয় প্রস্তাবনাকে soul of the constitution হিসাবে উল্লেখ করেছেন ?
উত্তর. ঠাকুরদাস ভার্গব
১৪) শুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর. ফরিদ খা শুর
১৫) অঙ্গুরীমাল ও সন্ধিপদ এর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীর নাম কি ?
উত্তর. পেরিপেটাস
১৬) Fire ice কি ?
উত্তর. মিথেন হাইড্রেট
১৭) মানুষের শরীরে কিডনির রোগ মূলত কোন পদার্থের কারণে হয় ?
উত্তর. ক্যাডমিয়াম
১৮) ভারতীয় সবচেয়ে কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের নাম কি ?
উত্তর. রাজস্থানের জয়সালমীর
১৯) ২১ শে ফেব্রুয়ারি কোন দিবস পালন করা হয় ?
উত্তর. মাতৃভাষা দিবস
২০) সবথেকে পুরানো পারমাণবিক কেন্দ্র কোনটি ?
উত্তর. তারাপুর
২১) প্রোটিন খাদ্যের তাপন মূল্য কত ?
উত্তর. ৪.১
২২) উভচর ও সরীসৃপ এর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীর নাম কি ?
উত্তর. আর্কিওপটেরিক্স
২৩) ভারতের সবচেয়ে শীতলতম স্থানের নাম কি ?
উত্তর. লাদাখের দ্রাস
২৪) 2021 – 22 UEFA champions league কোন ক্লাব জয় লাভ করল ?
উত্তর. রিয়াল মাদ্রিদ
২৫) মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ?
উত্তর. একনাথ শিল্ডে
২৬) রাষ্ট্রনৈতিক অর্থবিদ্যার জনক হিসেবে অভিহিত করা হয় কাকে ?
উত্তর. অ্যাডাম স্মিথ
২৭) সরীসৃপ ও স্তন্যপায়ী এর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীর নাম কি ?
উত্তর. প্লাটিমাস
২৮) নাইরোবি কোন দেশের রাজধানী ?
উত্তর. কেনিয়া
২৯) SAIL এর পুরো নাম কি ?
উত্তর. Steel Authority of India Limited
৩০) ভারতের গভীরতম বন্দরের নাম কি ?
উত্তর. বিশাখাপত্তনাম
৩১) সন্তোষ ট্রফি ২০২১ – ২২ কোন রাজ্য জয়লাভ করল ?
উত্তর. কেরালা
৩২) নর্থ সেন্ট্রাল রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর. এলাহাবাদ
৩৩) হুমায়ুনের প্রকৃত নাম কি ছিল ?
উত্তর. নাসিরউদ্দিন মহম্মদ হুমায়ুন
৩৪) শিল্প ভারতীয় অর্থনীতি কোন ক্ষেত্রে পড়ে ?
উত্তর. গৌণ ক্ষেত্র
৩৫) সংসদের উভয় কক্ষে যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে ?
উত্তর.লোকসভার অধ্যক্ষ
৩৬) ৩৬ তম জাতীয় গেমসে ফ্রীস্টাইল সাঁতারে পুরুষদের ১০০ মিটারে স্বর্ণপদক জিতেছেন কে ?
উত্তর. শ্রী হরি নটরাজ
৩৭) রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন কে ?
উত্তর. পঙ্কজ মিথাল
৩৮) FIH প্লেয়ার অফ দা ইয়ার পুরস্কার পেলেন কে ?
উত্তর. হারমানপ্রীত সিং
৩৯) বন্ধন ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে ?
উত্তর. সৌরভ গাঙ্গুলী
৪০) প্রতিবছর কত তারিখে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয় ?
উত্তর. ১০ই অক্টোবর