Kolkata Police Constable Exam Book 2024 – কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার বই [Part-18]

Rate this post

Kolkata Police Constable Exam Book 2024 – কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার বই: আপনি কি Kolkata Police Constable পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Gksolve.in আপনার জন্য নিয়ে এসেছে “কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার বই”। যা আগত পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক বিষয় থেকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। এটি আপনারা প্র্যাকটিসের মাধ্যমে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

Kolkata Police Constable Exam Book 2024 – কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার বই

১. ‘চিরাগ- ই- দিল্লি’ বা ‘দিল্লির প্রদীপ’ কাকে বলা হয় ?

উঃ নাসিরউদ্দিন।

২. মধ্যযুগে বাংলার অক্সফোর্ড বলা হত –

উঃ নবদ্বীপকে।

৩.গৌতমবুদ্ধের বাল্য নাম কি ছিল ?

উঃ সিদ্ধার্থ/তথাগত।

৪. গৌতম বুদ্ধের ধর্ম প্রচারের ঘটনা কে কি বলা হয় ?

উঃ ধর্মচক্রপ্রবর্তন।

৫. কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয় কবে ?

উঃ ১৯১১ সালে।

৬. ‘স্বাধীনতার সিংহ’ কাকে বলা হয় ?

উঃ বিপিনচন্দ্র পাল।

৭.Port Folio কবে চালু হয় ?

উঃ ১৮৬১ সালে।

৮. বিপিনচন্দ্র পাল কে ‘স্বাধীনতার সিংহ’ কে বলেছেন ?

উঃ চিদম্বরম পিল্লাই।

৯. সন্ত্রাসবাদি আন্দোলনের জনক কাকে বলা হয় ?

উঃ বলবন্ত ফাডকে।

১০. ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?

উঃ সতীশচন্দ্র মুখোপাধ্যায়।

১১. ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে গঠন করেন ?

উঃ দাদাভাই নৌরজী।

১২. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন ?

উঃ লর্ড ডাফরিন।

১৩. “ব্রিটিশ শাসন হল মায়া ও বন্ধন”- কে বলেছিলেন ?

উঃ অরবিন্দ ঘোষ

১৪. “জাতীয়তাবাদ হল আধুনিক বিশ্বের ধর্ম”-উক্তিটি কার ?

উঃ ক্রিস্টোফার লয়েড।

১৫. ভারতের ডাক বিভাগ কবে চালু হয় ?

উঃ ১৮৩৭ সালে।

১৬. ফরাজি আন্দোলনের সূত্রপাত কে করেন ?

উঃ হাজী শরীয়তুল্লাহ।

১৭. সাঁওতাল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয় ?

উঃ ১৮৫৫ খ্রিস্টাব্দে।

১৮. সিংরাই মাংকি ও বিন্দ্রাই মাংকি কোন বিদ্রোহের নেতা ছিলেন ?

উঃ কোল বিদ্রোহ।

১৯. সিপাহী বিদ্রোহ কবে ঘটেছিল ?

উঃ ১৮৫৭ সালে।

২০. হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?

উঃ ১৮১৭ সালে।

২১. হিন্দু কলেজের বর্তমান নাম কি ?

উঃ প্রেসিডেন্সি কলেজ।

২২. অমৃতসরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?

উঃ রঞ্জিত সিং ও ইংরেজ কোম্পানির মধ্যে।

২৩.ICS পরীক্ষা প্রথম কবে চালু হয় ?

উঃ ১৮৫৩ সালে

২৪. আমির- ই-কোহী’–নামে কৃষিবিভাগ প্রতিষ্ঠা করেন ?

উঃ মোহাম্মদ বিন তুঘলক।

২৫. ‘কেন আমি নাস্তিক’– পুস্তকটিক কে রচনা করেন ?

উঃ ভগত সিং।

২৬. আইন অমান্য আন্দোলন কবে শুরু হয় ?

উঃ ১৯৩০ সালে।

২৭. জাতীয় কংগ্রেস দলের প্রবক্তা কে ছিলেন ?

উঃ মহাত্মা গান্ধী।

২৮. সাইমন কমিশন কবে ভারতে আসে ?

উঃ ১৯২৮ সালে।

২৯.AITUC(নিখিল ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস)- এর প্রথম সভাপতি কে ছিলেন ?

উঃ লালা লাজপত রায়।

৩০. লন্ডনে প্রথম গোল টেবিল বৈঠক কবে বসে ছিল ?

উঃ ১৯৩০ সালে।

৩১. পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?

উঃ ১৯৩২ সালে।

৩২. তাম্রমুদ্রা ও তামার নোটের প্রচলন কে করেছিলেন ?

উঃ মোহাম্মদ বিন তুঘলক।

৩৩. লোদী বংশের শেষ সুলতান কে ছিলেন ?

উঃ ইব্রাহিম লোদী।

৩৪. সৈয়দ বংশের শেষ সুলতান কে ছিলেন ?

উঃ আলাউদ্দিন আলম শাহ।

৩৫. সুলতানি যুগের আকবর কাকে বলা হত ?

উঃ ফিরোজ শাহ তুঘলককে।

৩৬. ঘুরী বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন ?

উঃ মহাম্মদ ঘুরী।

৩৭. হজরতের প্রথম শিষ্য কে ছিলেন ?

উঃ তার স্ত্রী খাদিজা।

৩৮. সেতার কি আবিষ্কার করেন ?

উঃ আমির খসরু।

৩৯. “দেওয়ান-ই-খার্জ”-কে প্রতিষ্ঠা করেন ?

উঃ আলাউদ্দিন খলজী।

৪০. AITUC –এর লাহোর অধিবেশনে কে সভাপতিত্ব দেন ?

উঃ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস।

৪১. জিয়াউদ্দিন বারানি কার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন ?

উঃ আলাউদ্দিন খলজির।

৪২. ‘আমির- ই-কোহী’–নামে কৃষিবিভাগ প্রতিষ্ঠা করেন ?

উঃ মোহাম্মদ বিন তুঘলক।

৪৩. ‘রক্ত ও লৌহ’ নীতিতে কে বিশ্বাসী ছিলেন ?

উঃ গিয়াসউদ্দিন বলবন।

৪৪. সিকান্দার শাহের রাজধানী কোথায় ছিল ?

উঃ পান্ডুয়া।

৪৫. ভাইকম সত্যাগ্রহ কে শুরু করেন ?

উঃ শ্রীনারায়ণগুরু।

৪৬. ‘Indian Economy’– গ্রন্থের লেখক কে?

উঃ মহাদেব গোবিন্দ রানাডে।

৪৭. শুদ্ধি আন্দোলন কে প্রবর্তন করেন ?

উঃ স্বামী দয়ানন্দ সরস্বতী।

৪৮. স্বামী বিবেকানন্দের প্রধানা শিষ্যা কে ছিলেন ?

উঃ মার্গারেট নবেল( তিনি ভগিনী নিবেদিতা)

৪৯. রামমোহন রায়কে ভারত পথিক কে বলেছিলেন ?

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

৫০. জুরি অ্যাক্ট কত সালে প্রবর্তিত হয় ?

উঃ ১৮২৬ সালে।

ডাউনলোড কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার বই

File Details:-

File Name:- Police Constable Practice Set
File Format:- PDF
Quality:- High
File Size:- 2 Mb
File Location:- Google Drive

Download: Click Here to Download

Download: Answer Key Click Here

Leave a Comment